আমরা এইসব নিয়ে একটা কথা বলার সাহস পাই না। অথচ মডারেটরা এর উপর বিশাল আর্টিক্যলে লিখে পেপারে ছাপিয়ে দেয়। :-D
আশা করা যায় ব্যপরটা আরেকটু মেইনস্ট্রিম হলে আমিও লিখতে পারবো, ইনশাল্লাহ। :-D
Quote__
বাংলাদেশ ভৌগলিক ও সামুদ্রিক কারণে ভারতের কাছে যতটা গুরুত্বপূর্ণ ঠিক ততটা গুরুত্বপূর্ণ চীনের কাছেও। পাক-ভারত যুদ্ধ হলে চীন ভারত উভয়ই চাইবে বাংলাদেশে গ্রাউন্ড ফোর্স পাঠাতে। কৌশলগত দিক থেকে বাংলাদেশ যাদের নিয়ন্ত্রনে থাকবে তারা অনেক সুবিধা পাবে। যদি ইন্ডিয়া বাংলা দখল করে তাহলে চীন চাইবে শিলিগুরি করিডর দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে।
ইন্ডিয়া তাই চীনকে (+বাংলাদেশ) ঠেকানোর জন্য আসামে গোপনে নিউক্লিয়ার ব্যাস তৈরি করছে এবং এই অঞ্চলে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র বহর সহ সামরিক শক্তি বৃদ্ধি করছে।
http://www.sheershakhobor.com/বিশেষ-কলাম/2016/09/22/অখণ্ড-ভারত-নাকি-গাজওয়াত/