Post# 1473413911

9-Sep-2016 3:38 pm


নির্বাচনে দাড়ানো এবং পোস্ট চাওয়া প্রসংগে দুটো হাদিস:

আবূ বাকর ইবনু আবূ শায়বা ও মুহাম্মাদ ইবনু আলা (রহঃ) ... আবূ মূসা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন:

আমি এবং আমার দু'চাচাত ভাই নাবী ﷺ এর নিকট উপস্থিত হলাম। ঐ দুই ব্যক্তির একজন বললো,
: ইয়া রাসুলাল্লাহ! মহান আল্লাহ আপনাকে যে সমস্ত রাজ্যের কর্তৃত্ব প্রদান করেছেন তার কিছু অংশে আমাদেরকে আমীর নিযুক্ত করুন।

অপরজনও অনুরূপ বললো।
তখন তিনি বললেন,
: আল্লাহর কসম! আমরা এমন কাউকে নের্তৃত্বে আসীন করিনা, যে তার জন্য প্রার্থী হয় এবং যে তার জন্য লালায়িত হয়।
[ সহীহ মুসলিম - ৪৫৬৬ ]

শায়বান ইবনু ফাররুখ (রহঃ) ... আবদুর রাহমান ইবনু সামূরা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন:
রাসুলুল্লাহ ﷺ আমাকে লক্ষ্য করে বললেন,

: হে, আবদুর রাহমান! তুমি শাসন ক্ষমতা চাইবে না। কেননা, যদি তুমি তোমার চাওয়ার মাধ্যমে তা প্রাপ্ত হও, তবে তার দায়িত্ব তোমার উপর বার্তাবে। আর যদি তুমি চাওয়া ব্যতীত তা প্রাপ্ত হও, তবে এ ব্যাপারে তুমি (আল্লাহর তরফ থেকে) সাহায্য প্রাপ্ত হবে।
[ সহীহ মুসলিম - ৪৫৬৪ ]

    Comments:
  • জনৈকরা গনতন্ত্রের বিরোধিতা করে বাই ফোর্স নিজেরা ক্ষমতা দখল করতে চায়। ঘুরে ফিরে ঐ ক্ষমতা চাওয়া।

9-Sep-2016 3:38 pm

Published
9-Sep-2016