Post# 1472977077

4-Sep-2016 2:17 pm


পাগল:

(collected from সাইমুম সাদী ভাই)
মালয়েশিয়ায় এল আর টি রেল স্টেশন মসজিদ জামেক এ অল্প সময়ের জন্য দাড়িয়েছি। শাহ আলম এরিয়ায় যাব।

এসময় এগিয়ে এলেন এক বাংলাদেশি। জানালেন ত্রিশ বছর যাবত মালয়েশিয়া আছেন। এই দীর্ঘ সময়ে একবারও দেশে যাননি। কিন্তু দেশের খোজ খবর রাখেন নিয়মতই।

বললাম, খবর রাখেন অথচ জাননি কেনো?

বললেন, আগে আমার একটা প্রশ্নের উত্তর দিন।

বললাম, বলুন।

বললেন, বাংলাদেশে মূলধারার রাজনীতি করে এমন পাগলের সংখ্যা কত? আমি হতভম্ব! এরা পাগল হবে কেনো?

কিছু বুঝার বা বলার আগেই ব্যাগ থেকে একটি! 100 plus এর ক্যান বের করে হাতে ধরিয়ে দিয়ে চলে গেলেন আরেক বাংলাদেশির কাছে।

একজন জানালো এই লোক প্রতিদিন এভাবে যাকে পায় তাকেই জিজ্ঞেস করে একই প্রশ্ন। এবং গিফট হিসেবে একটা 100 plus পানীয়র ক্যান।

ট্রেন ছেড়ে দিল। বসে আছি জানালার পাশে। ভাবছি লোকটা পাগল নাকি আমি?

4-Sep-2016 2:17 pm

Published
4-Sep-2016