Post# 1474762179

25-Sep-2016 6:09 am


আলোচিত ভিডিওর মাওলানা ফরিদউদ্দিন মাসুদের "নামাজ রোজার থেকে সবচেয়ে ভালো কাজ হলো ভালোবাসা" হাদিস এর রেফারেন্স খুজে পেলাম।

رقم الحديث: 89
(حديث مرفوع) حَدَّثَنَا جَعْفَرٌ ، قثنا الْوَلِيدُ بْنُ صَالِحٍ ، قثنا أَبُو عَوَانَةَ ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي زِيَادٍ ، عَنْ مُجَاهِدٍ ، عَنْ أَبي ذَرٍّ ، قَالَ : بَيْنَمَا نَحْنُ جُلُوسٌ فِي الْمَسْجِدِ خَرَجَ عَلَيْنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَذَكَّرَنَا وَذَكَرَ مَا شَاءَ اللَّهُ ، ثُمَّ قَالَ : " أَيُّ الأَعْمَالِ أَفْضَلُ ؟ " ، قَالَ بَعْضُهُمْ : الصَّلاةُ ، وَقَالَ بَعْضُهُمْ : الزَّكَاةُ ، وَقَالَ بَعْضُهُمُ : الْجِهَادُ فِي سَبِيلِ اللَّهِ ، وَسَكَتَ بَعْضُهُمْ فَلَمْ يَقُلْ شَيْئًا ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " أَفْضَلُ الْعَمَلِ الْحُبُّ فِي اللَّهِ وَالْبُغْضُ فِي اللَّهِ " .

http://library.islamweb.net/hadith/display_hbook.php?hflag=1&bk_no=1323&pid=881111

রাসুলুল্লাহ ﷺ একদিন সাহাবাদের জিজ্ঞাসা করলেন কোন আমল সবচেয়ে উত্তম? কেউ বললো নামাজ, কেউ জাকাত, কেউ জিহাদ কেউ চুপ থাকলেন। তখন রাসুলুল্লাহ ﷺ বললেন সর্বোত্তম কাজ হলো "অল্লাহর জন্য ভালোবাসা আর আল্লাহর জন্য ঘৃনা।"
____

এই হাদিসটা জানা। কিন্তু উনি যেভাবে শুধু এককথায় "ভালোবাসা" বলে শেষ করে দিয়েছিলেন তাতে মনে হচ্ছিলো "মানব সেবাই পরম ধর্ম" এটা দাবি করছেন।

ছোট কিছু শব্দ ওলট পালট করলে অনেক পরিবর্তন।

যাই হোক। আমি আলেম না, উনি আলেম।

25-Sep-2016 6:09 am

Published
25-Sep-2016