(আগের এক স্টেটাসের এটা নন-সারকিস্টিক ভার্শন)
মানুষের বিশাল গরু কোরবানী দেয়া নিয়ে অনেক সময় আমরা এই রকম কমেন্ট করি:
"কোরবানী তো গোস্ত খাওযার জন্য না।"
"কাউকে দেখাবার জন্য নাম-জশ কামানোর জন্য কোরবানী না।"
"আপনার নিয়ত খালেস কিনা পরখ করে দেখুন।"
"লাখ টাকা জাকাত ফরজ হয়ে আছে তার খবর নেই, ৫-৬ লাখ টাকা দিয়ে কোরবানী"
"ফরজ নামাজের খবর নেই, কুরবানির সুন্নাহ নিয়ে টানা টানি"
তবে সত্য হলো এই কথাগুলো দ্বারা যত না অন্যের পরিশুদ্ধি হয়, তার থেকে বেশি নিজের অন্তরের সংকির্নতার প্রকাশ পায়।
প্রথমতঃ আমি অন্যের নিয়ত নিয়ে প্রশ্ন তুলছি, যেটা আল্লাহ ছাড়া অন্য কেউ জানেন না।
দ্বিতীয়তঃ তার জাকাত হয় কিনা, বা গোপনে দেয় কিনা সেসব আমি নিশ্চিৎ না জেনেই খারাপটা ধারনা করে আছি।
তৃতীয়তঃ অন্যান্য গুনাহ আছে বলে কারো কোরবানীর ওয়াজিব মাফ হয়ে যাবে, সেটাও না। তাকে কোরবানী দিতে হবে, নচেৎ অন্য গোনাহ এর সাথে কোরবানী না দেবার গুনাহ যোগ হবে। মানে গুনাহ বাড়বে।
আল্লাহ তায়ালা আমাদের অন্তরের সংকির্নতা আর মুসলিমদের দোষ ধরা থেকে রক্ষা করুন।
- Comments:
- আমার এই টিপস নিজে এক্সিকিউট করার জন্য না। অন্যে যখন করতে থাকে তখন সে কি করছে এটা বুজে তাকে ইগনোর করা বা তার থেকে নিজেকে রক্ষা করার জন্য।