মাইক্রো ওভেনের রেডিয়েশন মেশিনের ভেতরের গোস্ত সিদ্ধ করে ফেলে কয়েক মিনিটে। কিন্তু পাশে দাড়ানো আমার শরিরের গোস্ত সিদ্ধ হয় না। কেন? কারন ওভেনে থেকে রেডিয়েশন যেন না বের হতে পারে তার জন্য একটা আবরন বা শিল্ড দেয়া থাকে।
সস্তা মাইক্রো ওভেনে এই শিল্ড যদি না থাকে বা নস্ট হয়ে থাকে তবে আশে পাশের লোকের শারীরিক ক্ষতি করবে।
কিন্তু কিভাবে টেস্ট করবো মাইক্রোওভেন থেকে রেডিয়েশন লিক করছে কিনা?
একটা মোবাইল নিয়ে মাইক্রোর ভেতর রেখে দরজা বন্ধ করে দিন। মাইক্রো অন করবেন না। শুধু দরজা বন্ধ করলেই হবে। দরকার হলে মাইক্রোর প্লাগ খুলে রাখেন।
এর পর অন্য মোবাইল থেকে কল দেন। যদি ভেতরের মোবাইলটা বাজে তবে রেডিয়েশন লিক আছে।
বাজার থেকে মাইক্রো কেনার আগে আমি সাধারনতঃ সব মাইক্রো এইভাবে টেস্ট করে দেখি। অধিকাংশতেই শিল্ডিং আছে। শুধু মিয়াকো কম্পানির কয়েকটা মাইক্রো দেখেছিলাম গুলশান মার্কেটে, সেগুলোতে কোনো শিল্ড ছিলো না। পুর্নউদ্যোমে বাজছিলো মোবাইল।
বাকিগুলো ঠিক ছিলো। আপনারটা এইভাবে কয়েক মিনিটে টেস্ট করে নিতে পারেন।
আরো তথ্যের জন্য google এ "microwave radiation leakage test" দিয়ে সার্চ দিন।
- Comments:
- কিন্তু... .... .... ... কেইক? :-P
- জানা নেই মাহবুব ভাই।
- মাইক্রোর প্লাগ খুলে রাখতে হবে। অন করবেন না।
- না ওভেনের জন্য প্রযোজ্য না। ওভেন আর হিটার একই জিনিস।
- দুটোতেই রান্না আর গরম করা যায়। দোকানে জিজ্ঞাসা করে নিয়েন এটা মাইক্রো ওয়েভ নাকি শুধু ইলেকট্রিক ওভেন।
- কিন্তু Wi-Fi network এর ফ্রিকুয়েন্সি এক। 2.4GHz. কিন্তু এটা ব্যখ্যা করলে সবাই বুঝবে না। বা নিজেরা টেস্ট করতে পারবে না। সে ক্ষেত্রে Cell phone টা একটা good approximation.
Basic জিনিসটার উপর Skeptic অনেকেই আছেন। প্রথম কমেন্ট দ্রস্টব্য। ডিটেলস এর পরের ধাপ।
- ১০০ লাইকের নিচে সেলিব্রিতি হওয়া যায না। আশায় আছি (Y) :-P