Post# 1473858123

14-Sep-2016 7:02 pm


গরু:

ধারনা ছিলো ইন্ডিয়ার গরু না এলে শুধু এই দেশের গরু দিয়ে কোরবানীর চাহিদা পূর্ন হবে না। এই বছর ইন্ডিয়ার গরু আসে নি। এর পরও শেষে ঢাকায় গরু অতিরিক্ত হয়েছে। ব্যপারিরা পানির দামে বিক্রি করেছে, আর কেউ লস দিয়ৈ গরু ফিরিয়ে নিয়ে গিয়েছে।

কোরবানির জন্য ইন্ডিয়ার গরু দরকার নেই, Proven.


যেই গরুগুলোকে কোরবানী দেয়া হয়েছে সেগুলো পালা হয়েছে কোরবানী দেবার জন্য। কোরবানী নিষিদ্ধ হলে এগুলো ভারতের মত ছেড়ে দেয়া হতো রাস্তায়। এর পর না খেয়ে অনাহারে শত শত মরে পরে থাকতো, যেমন এখন হচ্ছে ইন্ডিয়াতে।

তাই শেষে গরুটা ঠিকই মরবে: হয় অনাহারে মরবে, নয়তো কোরবানী হয়ে মরবে। পশু প্রেমীরা এই গরু গুলোকে জীবন ভর খাওয়াবে না।


Just to balance off, গরুর গোস্ত খাওয়ার ব্যপারে যে উৎসাহিত করা হয়েছে তাও কিন্তু না। "গরুর গোস্তে রোগ, আর দুধে রোগমুক্তি" কথাটা একটা হাদিসে আছে। তাই কোরবানীর বাইরে শুধু খাবার জন্য হলে ছাগল, উট এগুলো খারাপ না।

হাদিসটার রেফারেন্স নিজে নিজে খুজে নিতে হবে। এখানে google এর একটা হিট।
http://islamqa.org/hanafi/seekersguidance-hanafi/85866

14-Sep-2016 7:02 pm

Published
14-Sep-2016