Post# 1472735055

1-Sep-2016 7:04 pm


নিচের পোস্টটা অনেকে শেয়ার করছেন। এটা ভুয়া কথা।

এবং ফেসবুকে নতুন যা কিছু শুনবেন, যা এর আগে কখনো শুনেন নি, তার ৯৯% ই হলো ভুয়া -- যেগুলো পোলাপানরা মজা করার জন্য ছড়ায়।
______
সৌদি আরবে ৭০ জন উলামা ফোনে *"হ্যালো"* বলা
হারাম করে দিয়েছেন।
কারণ, *"হেল্"* অর্থ *"জাহান্নাম"*,
আর *"হ্যালো"* অর্থ *"জাহান্নামী"*।
যদিও *ইংরেজ*'রা নিজে ফোন করে *"হাই"* এবং
পিক করে *"ইয়েস্"* বলে।
তাই, সব সময় ফোনে বলুন *"আসসালামু আলাইকুম"*।
অণুগ্রহ করে, সকল *মুসলিমকে* শেয়ার করুণ।
হতে পারে, আপনার শেয়ার করার কারণে সে হয়তো
*"হ্যালো"* বলার পরিবর্তে *"আসসালামু আলাইকুম"*
বলবে।
*"নেকির দাওয়াত্ দেওয়ায়; নেকি কারীর সমান
সওয়াব হয়"।*
'

1-Sep-2016 7:04 pm

Published
1-Sep-2016