Post# 1473843279

14-Sep-2016 2:54 pm


খৃস্টান ধর্মে পাপের জন্য তৌবা করতে হলে পাপকে প্রকাশ করতে হয়। কোনো পাদ্রীর কাছে গিয়ে বলতে হয় আমি এই করেছি সেই করেছি। এবং এভাবে যেই পাপের কথা প্রকাশ করবে শুধু সেই পাপের গুনাহ মাফ হবে। এটাকে বলে কনফেশন। এবং এ জন্য পাপীকে তার জীবনের সব পাপের কথা প্রকাশ করতে উৎসাহ দেয়া হয়।

ইসলাম ধর্মে পাপকে গোপন রাখতে উৎসাহ দেয়া হয়েছে। আল্লাহর কাছে গোপনে তৌবা করার পর নিজের পাপকে প্রকাশ করলে ঐ পাপের শাস্তি আবার ফিরে আসার সম্ভাবনা আছে যেটা আল্লাহ তায়ালা মাফ করে দিয়েছিলেন।

আল্লাহ তায়ালা আমাদের যার যার পাপকে ক্ষমা করুন এবং গোপন রাখুন।

    Comments:
  • আমাকে দাওয়াত দেন নাই।
  • শুনে আনন্দিত হলাম :-D

14-Sep-2016 2:54 pm

Published
14-Sep-2016