দ্বিতীয় ভিডিওটা দেখলাম। "কোন ভিডিও?" প্রশ্ন থাকলে এই স্টেটাসটা স্কিপ করে যান :-P
কমেন্টস:
১। ফরিদউদ্দিন মাসুদ আর শামিম আফজাল বুঝলাম। কিন্তু তারেক মনওয়ার আর আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবকে দেখানোর কারন বুঝলাম না।
২। "নামাজ, রোজা, হজ্জ, জিহাদের থেকে সবচেয়ে বেশি ভালো কাজ হলো ভালোবাসা" - মাওলানা ফরিদউদ্দিন মাসুদ। আগে শুনি নি। আজকে জানলাম :-D
৩। "বাংলাদেশে টার্গেটের অভাব নেই।" বলা হয়েছে আলেমদের ছবি দেখানো পর। তাহলে এই আলেমরাই কি টার্গেট? চিন্তার বিষয়।
শেষে:
আমি বেরলভিদের বিরুদ্ধেও অনেক লিখি। এর উদ্যেশ্য তাদের সাথে তর্ক করা না। তাই ট্যগ করে তাদের কাউকে ডেকে আনলে সেও কিছু গালি দিয়ে চলে যাবে।
কন্সট্রাকটিভ ডিসকাশনে আমার আপত্তি নেই। কিন্তু বাংগালিদের অধিকাংশ এটা পারে না। এবং আমার শিক্ষনীয় কিছু না থাকলে আমিও এতে আগ্রহ পাই না।
শেষে আননোন কোনো ফেসবুক আইডি -- যে আল্টিমেটলি গালি দিয়ে চলে যাবে -- তার পেছনে সময় দিয়ে আমার লাভ কি?
Pro: টার্গেটদের মাঝে আমার ছবি নাই :-D
Con: Comments: