habibur.com এ প্রতিটা হিজরী মাসের নিচে চাদ দেখার ক্রাইটেরিয়া কিভাবে বের করেছি সেটা দিয়ে দিয়েছি। এটা দেখে পসিবিলিটি সম্পর্কে আইডিয়া পাওয়া যবে।
বর্তমান ক্রাইটেরিয়া হলো আমাবস্যার ৯ ঘন্টা পরে মক্কায় সূর্যাস্ত হতে হবে চাদ দেখা যেতে হলে। এটা দিয়ে মোটামুটি কাছা কাছি রেজাল্ট পাচ্ছি। এর থেকে কমপ্লেক্স যে ফরমুলাগুলো আছে সেগুলো "টেলিস্কোপ" মেথডের জন্য অভার ইঞ্জিনিয়ারিং হয়ে যায়।
সেম্পল: এই মাসের জন্য।
https://habibur.com/hijri/1437/12/
এটা ১৩৭০ হিজরির পরে থেকে। এর আগের বছরগুলোর জন্য ভূপৃষ্ঠ থেকে চাদ দেখার উপর ভিত্তি করে, আগের মত। এই হিসাব এখনো দেখানো হয় নি।
বাংলাদেশের জন্য হিসাব আলাদা। এটা সৌদির জন্য শুধু।
Testing pending.