Post# 1474531047

22-Sep-2016 1:57 pm


প্রসংগ: হিন্দ

ভারত আর চীন। দুই দেশের মাঝে হিমালয় পর্বত। তাই এই দু দেশের মাঝে সরাসরি যুদ্ধ হবার উপায় নেই।

উপায় দুটো।
এক, কাশমিরের দিক থেকে হিমালয়ের ঐ প্রান্ত ঘুরে।
আর দুই, সিলেটের দিক দিয়ে, হিমালয়ের এই প্রান্ত দিয়ে।

৬২ সালে যখন চীন-ভারত যুদ্ধ যখন লেগেছিলো তখন বাংলাদেশের এই সাইড দিয়েই লেগেছিলো।

সামনে যদি পাকিস্তান-ভারত যুদ্ধ লাগে তবে চীনও এই যুদ্ধ সামিল হবে বলে আশংকা।

এবং বর্ডারের এই প্রান্ত ভারতকে সামলাতে হবে। এবং এর সহজ উপায় - বাংলাদেশের উপর দিয়ে ট্যংক-সেনা বহন করে।

তাই পাকিস্তান-ভারত যুদ্ধ লাগলে আমরা সেইফ না।

বাংলাদেশও যুদ্ধক্ষেত্র হয়ে যাবে। আমার আশংকা।

22-Sep-2016 1:57 pm

Published
22-Sep-2016