হজ্জ বা উমরা করার জন্য এখন সৌদি সরকারকে ২০০০ রিয়াল বা ৪০ হাজার টাকা ট্যক্স দিতে হবে। শুধু প্রথমবার যে যাচ্ছে তার জন্য এটা মাফ।
হজ্জের পথে ট্যক্স কালেকশন অনেক পুরানো সমস্যা। পুরানো মাসলার কিতাবে এটা নিয়ে আলোচনা আছে। যদি হজ্জে যাবার পথে ট্যক্স দিতে হয় তবে কি হজ্জে যাবে নাকি যাবে না?
উত্তরে আলোচনা করা হয়েছে ট্যক্স দিলে জালেমকে সাহায্য করা হয়, তাই এটা নিষেধ। শেষে কংক্লুশন: কারো যদি হজ্জ ফরজ হয় তবে ট্যক্স দিয়ে হলেও সে হজ্জে যাবে।
কিন্তু আগেও তো সৌদি সরকার ট্যক্স নিতো?
না এর আগে নিতো না। যে ফিসটা নিতো এটা "মুয়াল্লেম ফি"। মানে মিনার, আরাফার তাবুর খরচ, মক্কা-মদিনা যাতায়াতের বাস ভাড়া এই সব বাবদ।
তাহলে নতুন এই ট্যক্সে কারন? গভার্মেন্টের ফান্ড বাড়ানো। তেলের দাম কমে যাওয়ায় সরকার টানে আছে।
সৌদি সরকারকে ভালো ইসলামি সরকার বলতাম এর একটা কারন তারা জনগন থেকে ট্যক্স আদায় করতো না।
সময় বদলাচ্ছে।