Post# 1473702354

12-Sep-2016 11:45 pm


ঈদ তার জন্য না যে নতুন জামা পড়ে
ঈদ তার জন্য যে আল্লাহর পথে চলে।

ঈদ তার জন্য না যার সুন্দর কাপড় আর গাড়ি,
ঈদ তার জন্য যার নেকির পাল্লা ভারি।

ঈদ তার জন্য না যার ঘর সজ্জিত
ঈদ তারা জন্য যে ক্ষমা প্রাপ্ত।

ঈদ তারা জন্য না যে নতুন জামায় প্রীত
ঈদ তার জন্য, যে ঐ দিনের ভয়ে ভীত।

ঈদ তার জন্য না যে দামি কাপড় কিনে
ঈদ তার জন্য যে নিজের রাস্তা চিনে।।

______
ছোটকাল থেকে ঈদের নামাজের খুতবায় এই ধরনের কথাগুলো শুনে এসেছি।

লাইছাল ঈদ লিমান লাবাছা আল জাদিদ,
ওয়ালাকিন্নার ঈদ লিমান....

অর্থ, ঈদ তার জন্য না যে ___
বরং ঈদ তার জন্য যে ____

একসময় ধারনা করতাম এগুলো বোধহয় হাদিস। আজকে জানলাম, হাদিস না এগুলো খুতবার জন্য লিখা। সব দেশেই ঈদের খুতবায় পড়া হয়।

    Comments:
  • it's being said that anyone who has lived for 60 years, has personally witnessed 1% of all known human history.

    As known huaman history runs back up to 4000 BC only.

  • Historically চলে আসছে। নির্দিস্ট কেউ লিখেছে এটা পাই নি।

12-Sep-2016 11:45 pm

Published
12-Sep-2016