Post# 1473434576

9-Sep-2016 9:22 pm


মক্কায় হাজ্জীরা সবাই আজ সন্ধার পর থেকে মিনায় রওনা দেয়া আরম্ভ করবে ইনশাল্লাহ।

সুন্নাহ হলো কালকে ফজরের নামাজ মক্কায় পড়ে। এশরাকের পর ইহরাম বেধে রওনা দিয়ে জোহরের আগে মিনায় পৌছে মিনায় জোহরের নামাজ পড়া। কিন্তু ভীড়ের কারনে আজ রাত থেকেই নেয়া আরম্ভ হয়।

কালকে সকালে হেটে যেতে চাইলে, মারওয়া পাহাড় থেকে কিছু দূরে, দুটো টানেল আছে অন্য এক পাহাড়ের ভেতর দিয়ে। এটা দিয়ে হেটে ১ ঘন্টায় মিনা যাওয়া যায়। তবে কোনো অপরিচিত জায়গার ম্যপ দেখে গন্তব্য খুজে পাবার প্রেকটিশ না থাকতে এটা করা অনুচিৎ হবে।

9-Sep-2016 9:22 pm

Published
9-Sep-2016