Post# 1475013153

28-Sep-2016 3:52 am


ইবনে কাসিরের আন-নিহায়া ফিল ফিতান ওয়াল মালাহিম থেকে:

ذكر كثرة الصواعق عِنْدَ اقْتِرَابِ السَّاعَةِ
قَالَ الإِمام أَحْمَدُ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُصْعَبٍ، حَدَّثَنَا عُمَارَةٌ، عَنْ أَبِي نَضْرَةَ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
"تَكْثُرُ الصَّوَاعِقُ عِنْدَ اقْتِرَابِ السَّاعَةِ حَتَّى يَأْتِيَ الرَّجُلُ الْقَوْمَ فَيَقُولُ مَنْ صُعِقَ قِبَلَكُمُ الْغَدَاةَ فَيَقُولُونَ: صعق فلان وفلان وفلان

কিয়ামতের সময় কাছিয়ে অসলে অনেক অনেক বজ্রপাত হবে বলে হয়েছে।
ইমাম আহমেদ বলেছেন... আবু সাইদ খুদরী বলেছেন
: কিয়ামতের আগে দিয়ে বজ্রপাত বেড়ে যাবে। এমনকি এক লোক গ্রামে এসে জিজ্ঞাসা করবে, গতকাল তোমাদের পরিবারের কে কে মারা গেলো? তারা বলবে: অমুক অমুক অমুক।

https://habibur.com/kitab/nihaya/list.323/

হটাৎ করেই যেন এই বছর বজ্রপাতে মৃত্যু বেড়ে গিয়েছে। সারা বিশ্বে।

28-Sep-2016 3:52 am

Published
28-Sep-2016