Post# 1474338895

20-Sep-2016 8:34 am


"যা- কিছু হারায়, গিন্নি বলেন, কেষ্ট বেটাই চোর।”

সারা জীবন প্রথম দুই লাইন পড়া ছিলো। আজকে পড়লাম পুরো কবিতাটা, নিজের জীবনের এই শেষ প্রান্তে এসে।

এর কাহিনী,
একজনের এক চাকর ছিলো। সারাদিন অত্যাচার চলতো তার উপর।
তাকে নিয়ে সফরে গেলো মালিক।
জ্বরে পড়ার পর চাকর তারা সেবা যত্ন করে।
মালিক সুস্থ হবার পর চাকর একই জ্বরে পড়ে মারা যায়।
মালিক বাসায় একা ফিরে আছে।

Pathetic? হুম। কিন্তু আমার এই কাহিনী জেনে লাভ কি?

"সব কিছুতে লাভ খুজে...", "এটা পড়ে শিক্ষা....", "কবিতা সবাই বুঝে না..."

কহিলাম, হুম। :-D

20-Sep-2016 8:34 am

Published
20-Sep-2016