Post# 1474526100

22-Sep-2016 12:35 pm


সব বিষয়ে আমার মত থাকতে হবে, বা স্পস্ট করে ব্যখ্যা করতে হবে কি বুঝলাম এটা শর্ত না। প্রশ্ন করলে শুধু হাদিস শুনিয়ে দেয়া যথেষ্ট। এর পর শ্রোতা বুঝলো নাকি বুঝলো না -- সেই দায়িত্ব আমার না।

এক লোক ইবনে উমর রা-জিজ্ঞাসা করলেন
: কোরবানী কি অবশ্য করনীয়?
: রাসূলুল্লাহ ﷺ নিজে কুরবানী করেছেন এবং মুসলিমগণও তা করেছেন।
লোকটি আবার প্রশ্ন করল।
উনি আবার জবাব দিলেন,
: রাসূলুল্লাহ ﷺ কুরবানী করেছেন এবং মুসলিমগণ তা করেছেন, বুঝেছ?

  • সুনান তিরমিজী - ১৫১২

    উনি এর পরও স্পস্ট করে বলেন নি কোরবানী ওয়াজিব কিনা। শুধু হাদিস শুনিয়ে দিয়ে খালাস।
    ______
    যখন ইউনিভার্সিটিতে পড়ি তখন ফিতনার হাদিসগুলো প্রথম পড়েছিলাম।

    "ঐ সময়ে দাড়ানো লোকের থেকে বসে থাকা উত্তম..." এই হাদিসগুলো পড়েছিলাম কোনো ব্যখ্যা ছাড়া। এবং যা বুঝার বুঝে নিয়েছিলাম।

    এবং "এই হাদিসগুলো প্রযোজ্য না", "ঐ যুগ এই যুগ পার্থক্য আছে", "ফিকাহর ব্যসিক আপনার থেকে আমি বেশি বুঝি" এই ধরনের কথা ইসলামি পলিটিক্যল এক্টিভিস্টরা তখনও শুনিয়ে যেতো। এ সব কথা আমাকে sway করতে পারে নি। কারন আমার কাছে স্পস্ট হাদিস পৌছেছে।

    "আলেম না" এ কারনে আমি যদি অন্ধ হই। তবে দ্বীন শেখাতে আসা সেই বড় ভাই ও অন্ধ, কারন সেও আলেম না, সে যত বড় বড় কথা বলুক না কেন। এক অন্ধ অন্য অন্ধকে পথ দেখাতে পারে না।

    আল্লাহ তায়ালা আমাদের সিরাতিল মুস্তাকিমের উপর রাখুন।
    এবং বিভ্রান্তি থেকে হিফাজত করুন।

    22-Sep-2016 12:35 pm

  • Published
    22-Sep-2016