Post# 1473323890

8-Sep-2016 2:38 pm


"গরু কেনাটা সবচেয়ে বড় চ্যলেঞ্জ না। বরং গরু জিতে কিনা এবং প্রতিবেশিদের সাথে কম্পিটিশনে নামা কে সবচেয়ে বেশি জিতে গরু কিনেছে এটা হলো বড় চ্যলেঞ্জ।
ঠকে গরু কিনলে এলাকায় মুখ দেখাবো কিভাবে?" ~ জনৈক। :-P
_____
আমার টিপস:

- গরু কেনার সময় জিতে কিনা কে টার্গেট করবো না। অসুস্থ গরু জুটতে পারে যেটা ব্যপারি ছেড়ে দেবে, অথবা ঘুরতে ঘুরতে শেষে কোনো গরুই কিনতে পারবো না।

- শেষের দিকে দাম কমে যাবে, এই আশায় দেরি করবো না। আগেই বাজারের দামে কিনে নেবো, ইনশাল্লাহ। ব্যপারিরা শেষে লস খেলে, এটা আমার কোনো আনন্দের বিষয় না।

- বাজেট নির্দিষ্ট রেখে সাদা গরু কিনলে যে সাইজ পাবো, লাল গরু কিনলে তার থেকে ছোট সাইজ পাবো। হাশরের মাঠে সাইজটা আমার বেশি উপকারে আসবে নাকি কালার সেটা হলো প্রশ্ন।

8-Sep-2016 2:38 pm

Published
8-Sep-2016