আজকে হারাম শরিফে খুতবা এবং জুম্মা পড়িয়েছেন শেখ সালেহ আল তালিব। ইউটুবে লাইভ দেখা যায়। শেখ সুদাইসের থেকে উনার রিসাইটেশন আমার কাছে ভালো লাগে।
খুতবা দিয়েছেন হজ্জে কি করা হলো এবং হজ্জ পরবর্তি কি করতে হবে তার উপর। দুই খুতবাতে একই প্রসংগ।
কোটেশন: ঐ সময়ে মানুষে মানুষে কোনো পার্থক্য নেই, তবে তাকওয়ার ক্ষেত্রে আছে।
তিলওয়াত করলেন সুরা বাকারার, "ফা ইদা কাদাইতুম মানাসিকাকুম...।" এতে হজ্জ পরবর্তি কাজের লম্বা বর্ননা আছে।