Post# 1473185681

7-Sep-2016 12:14 am


দিনের শেষ খবর: মুফতি কাজী ইব্রাহীম সাহবে গ্রেফতার।

এই খবর নিয়ে ঘুমাতে গেলাম।
আল্লাহ তায়ালা আমাদের হিফাজত করুন।

    Comments:
  • তর্কে না গিয়ে ইলম অর্জন করা ভালো। হাজার হাজার রিসোর্স আছে এখন সবার হাতের নাগালে। পড়তে থাকেন, অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে।

    মানুষের কথা অধিকাংশ ক্ষেত্রে হয় ফিল্টারড। @আশরাফুল মখলুকাত

  • এখন সময় নিয়ে এই "অধিকাংশ" এর যেই আয়াতগুলো দিলেন এগুলো তফসিরের সবগুলো কিতাবে ঘেটে দেখেন তফসিরকারীরা কি বলেছে।

    যদি "আধিকাংশ বলতে এখানে আধিকাংশ মসুলিমদের বুঝাচ্ছে" এই রকম কোনো কথা কোনো তফসিরের বইয়ে না পান, তবে ধরে নেন আপনাকে একটা ক্ষুদ্র দল ভুল বুঝাচ্ছে।

    একেবারে সিম্পল।

    @আশরাফুল মাখলুকাত

  • "এখানে অধিকাংশ বলতে মুসলিম ও অমুসলিম উভয়কেই বোঝায়!" <-- এটা কি আপনার তফসির?
  • //I habe no deep knowledge!// এজন্য বলছি সময়টা ইলম অর্জনে ব্যয় করতে। তর্কে লাভ নেই।

    এবং তর্কে জিতার জন্য যে ইলম অর্জন করলো তার ব্যপারেও হুশিয়ারি আছে। @আশরাফূল মখলুকাত।

  • ৩ নম্বরটা হলো কোরআন শরিফ পড়ে সে প্রথমে অনেক ভালো হয়ে যাবে।

    এর পর সে সবাইকে কাফের বলতে থাকবে যারা ঐ রকম ভালো না, বা কোরআনের হুকুম মত চলে না।

    এর পর যাদেরকে সে কাফের মনে করে, তাদেরকে হত্যায় নামবে।

    তখন সে নিজেই কুফরিতে পড়ে যাবে অন্য মুসলিমকে হত্যার জন্য, বা অন্য মুসলিমকে কাফের বলার জন্য।

7-Sep-2016 12:14 am

Published
7-Sep-2016