Post# 1474878613

26-Sep-2016 2:30 pm


Arabic-English Dictionary টা "কিতাব" সেকশনের সাথে ইন্ট্রিগ্রেট করে দিয়েছি।

এখন কিতাব সেকশনে গিয়ে, যে কোনো বইয়ের, যে কোনো আরবী ওয়ার্ডের উপর ডাবল ক্লিক করলে এর ডিকশনারী মিনিং দেখাবে।

এখানে ট্রাই করে দেখতে পারেন:
https://habibur.com/kitab/nihaya/list.634/

স্ক্রিনশট নিচে। মোবাইলে কাজ করে কিনা দেখি নি। সম্ভবতঃ করবে না।

Extensive testing pending.

এটা একটা বড় কাজ হলো আলহামদুলিল্লাহ। অনুবাদ করা এখন অনেক অনেক সহজ হয়ে যাবে।

    Comments:
  • যুদ্ধ একটা আসছে। বাতাসে এর গন্ধ, সেন্টিমেন্টও যুদ্ধের জন্য উগ্র। প্রফেসি ছাড়াও এটা বুজা যায়। কিন্তু "এখন" বলতে কে কি বুঝে সেটা হলো প্রশ্ন। কেউ মনে করে "এখন" মানে এই সপ্তাহে, কেউ দুই মাসের মাঝে, কেউ দুই বছর, কেউ বিশ বছর। সবগুলোকেই "এখন" বলা যায়।
  • সবাই তা মনে করে না যদিও। যদি কাউকে বলেন যুদ্ধ লাগবে। তবে অনেকে ধারনা করবে সামনের সপ্তাহে।

26-Sep-2016 2:30 pm

Published
26-Sep-2016