Post# 1474418982

21-Sep-2016 6:49 am


দেশে গত দুই দিনে বজ্রপাতে বিভিন্ন জায়গায় একজন দুইজন করে, সারা দেশে মোট ২৩ জনের মৃত্যু।

"পালাবি কোথায় ওরে পাঠা? ঘরে ভুমিকম্প, বাইরে ঠাডা।" ~ এর মত অবস্থা।

বজ্রপাতে হটাৎ করেই এই উপমহাদেশে মৃত্যু বেড়ে গিয়েছে এই বছর। কারনটা কি জানি না। কেউ কেউ বলছে হাতের মোবাইলের জন্য। কিন্তু মোবাইল আছে গত ১০ বছর ধরে, বজ্রপাত তাহলে তখন থেকেই বাড়তো।

১০-২০ বছর আগে ভারতের যোগীরা এই দেশে বজ্রপাতে নিহত মানুষের হাড় নেবার জন্য টাকা দিয়ে লোক পাঠাতো। বজ্রপাতে নিহত কারো লাশ কবর থেকে কিছু দিন পর চুরি হয়ে যেতো। এই খবর একের পর এক ছাপানো হতো। শেষে বজ্রপাতে নিহতদের লাশ পাহারা দেবার ব্যবস্থা করা হয়েছিলো।

এখন চারদিকে এত লাশের ছড়াছড়ি, যে বজ্রপাতে নিহতদের কংকাল জোগাড় করতে তাদের এত কস্ট করার আর দরকার নেই।

এর আগে এই বছর দুই দিনে সারা দেশে ৮০ জন বজ্রপাতে মারা গিয়েছিলো।
ভারতে মারা গিয়েছিলো দুই দিনে ১২০ জন।

21-Sep-2016 6:49 am

Published
21-Sep-2016