Facebook Posts - October 2017

1-Oct-2017 4:55 am


ধুমপান করার হুকুম কী এবং জর্দা দিয়ে পান খাওয়া যাবে কি না?

প্রশ্ন

ধুমপান করার হুকুম কী এবং জর্দা দিয়ে পান খাওয়া যাবে কি না? আর
সিগারেট অথবা জর্দা দিয়ে পান খাওয়া লোক যদি নামায পড়ে এবং নামাযের মধ্যে মুখ থেকে গন্ধ আসে তাহলে ঐ নামাযের হুকুম কী হবে? এ ব্যাপারে বিস্তারিত জানতে চাই।

উত্তর

ধুমপান করা নাজায়েয। এতে আর্থিক অপচয়ের পাশাপাশি স্বাস্থ্যগত ক্ষতিও রয়েছে। জেনে শুনে নিজের জান-মালের ক্ষতি করা গুনাহ। অধিকন্তু ধুমপায়ীর মুখের দুর্গন্ধে অন্যের কষ্ট হয়, যা পৃথক একটি গুনাহ। তাই ধুমপান থেকে বিরত থাকা আবশ্যক।

আর দুর্গন্ধযুক্ত অবস্থায় নামাযে দাঁড়ানো মাকরূহে তাহরীমী। বরং এ অবস্থায় মসজিদে প্রবেশ করাও মাকরূহ। হাদীস শরীফে ধুমপানের চেয়ে অনেক কম দুর্গন্ধ বস্ত্ত কাঁচা পেঁয়াজ-রসুন খেয়ে মসজিদে প্রবেশ করতেও নিষেধ করা হয়েছে। অতএব বিড়ি-সিগারেটের তীব্র দুর্গন্ধের সাথে মসজিদে প্রবেশ করা যে নিষিদ্ধ হবে তা তো সহজেই অনুমেয়।

অবশ্য এ কারণে নামায ত্যাগ করা যাবে না এবং মসজিদে গমনাগমনও বন্ধ করা যাবে না। বরং অতি দ্রুত এ বদ অভ্যাস ত্যাগ করার জন্য আপ্রাণ চেষ্টা চালাতে হবে। আর নামায আদায়ের পূর্বে এবং মসজিদে প্রবেশের আগে ভালো করে মেসওয়াক বা ব্রাশ করে দুর্গন্ধ দূর করে নিতে হবে। আরো প্রকাশ থাকে যে, ধুমপানের দুর্গন্ধ নিয়েও যদি কেউ নামায পড়ে নেয় তাহলে তার নামায আদায় হয়ে যাবে।

আর পানের সাথে জর্দা বা তামাক খাওয়াও ডাক্তারি মতে শারীরিক ক্ষতির কারণ। তাই যথাসম্ভব এ থেকেও বিরত থাকা উচিত। আর কারো ক্ষেত্রে নিশ্চিতভাবে ক্ষতিকর প্রমাণিত হলে তার জন্য তা খাওয়া নাজায়েয হবে। উল্লেখ্য যে, যারা পান-জর্দা খায় তাদের জন্যও নামায আদায়ের পূর্বে ভালোভাবে মুখ ধুয়ে পরিষ্কার করে নেওয়া কর্তব্য। যেন পানের কণাগুলো বের হয়ে যায় এবং গন্ধও না থাকে।

আরো উল্লেখ থাকে যে, মিসওয়াক ইসলামের দায়েমী একটি সুন্নত। এ
সুন্নতটির প্রতি যত্নবান হয়ে দাঁত এবং মুখ
পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা প্রতিটি মুমিনের কর্তব্য।

-ফাতাওয়াল লাজনাতিদ দাইমা ১৩/৫৬; আলফাতাওয়াশ শারইয়্যাহ ১০/১৪৫; রদ্দুল মুহতার ১/৬৬১৷

উত্তর প্রদানে মুফতী মেরাজ তাহসীন
01756473393

1-Oct-2017 4:55 am

1-Oct-2017 8:04 am


মধ্যপ্রাচ্যের পরবর্তি মেরুকরনের এক দিকে ইজরাইল। অন্য দিকে ইরান।


ইজরাইলের সাথে আছে সৌদি, মিশর, আমিরাত।
ইরানের সাথে কাতার, তুরস্ক, পাকিস্তান।
এই বিভাজনেই কি জেরুজালেম যুদ্ধ? জানা নেই।

সৌদি দ্রুত তার ইসলমী পোশাক ছাড়ছে।
মহিলাদের ফতোয়া দেয়ার অনুমতি: প্রথম।
রাতে ওপেন কনসার্ট হলো ছেলে মেয়েদের: এটাও প্রথম।

স্কলারদের জেলে পুরা হচ্ছে। তাদের ক্ষমতা শুকিয়ে আসছে।


দুটো ফ্রন্টিয়ার এখন গরম: কোরিয়া, ইরান।
নিদর্শন, কোরিয়া আগে বিষ্ফোরিত হবে।


হিজরী ৩৯ সাল। আজকে আশুরা। বছর শুরু আজকে।

1-Oct-2017 8:04 am

1-Oct-2017 12:33 pm


হারাম উপার্জনকারীর বাড়িতে দাওয়াত খাওয়া ৷

প্রশ্ন

হুজুর আমি মসজিদের ইমাম ৷ বিভিন্ন বাড়িতে দাওয়াত খেতে হয় ৷ না গেলেও অনেক সমস্যা ৷ এমন বাড়িতেও যেতে হয় যিনি সুদী ব্যাংকে চাকরী করে ৷ আবার কেউ নিজেই সরাসরি সুদখুর ৷ তাই জানার বিষয় হলো, এসব হারাম উপার্জনকারীদের বাড়িতে দাওয়াত খাওয়া কি জায়েজ? জানালে কৃতজ্ঞ থাকবো।

উত্তর

হারাম উপার্জনকারীর যদি পূর্ণ টাকা-ই হারাম হয়। আর লোকটি তার হারাম টাকা দিয়েই দাওয়াত খাওয়ায়

অথবা,

যদি লোকটির উপার্জন হালাল ও হারামের মাঝে মিশ্রিত হয় ৷ এবং হালাল উপার্জনের চেয়ে হারাম উপার্জন বেশি হয়। আর লোকটি ঐ মিশ্রিত সম্পদ দিয়ে দাওয়াত খাওয়ায় ।

তাহলে উক্ত ব্যক্তির বাড়িতে দাওয়াত খাওয়া জায়েজ নয়।

তবে যদি দাওয়াতকারীর সম্পদ এমন হয় যে, তার হালাল উপার্জনও আছে, আবার হারাম উপার্জনও আছে। এবং হারাম উপার্জনের চেয়ে হালাল উপার্জনের পরিমান বেশি। আর লোকটি এ মিশ্রিত সম্পদ দিয়ে দাওয়াত খাওয়ায়৷

অথবা,

যদি হারাম উপার্জন দিয়ে দাওয়াত না খাওয়ায়। বরং নিজের হালাল উপার্জন দিয়ে বা কারো থেকে হালাল টাকা ধার করে দাওয়াত খাওয়ায়।

তাহলে উক্ত ব্যক্তির বাড়িতে দাওয়াত খাওয়া জায়েজ আছে।

ফতাওয়ায়ে শামী ৬/২৪৭; ফতাওয়ায়ে হিন্দিয়া ৫/৩৪২৷
মুফতী মেরাজ তাহসীন।
মুফতীঃ জামিয়া দারুল উলুম দেবগ্রান ব্রাক্ষণবাড়িয়া৷

1-Oct-2017 12:33 pm

1-Oct-2017 2:48 pm


কিবলামুখী পা দিয়ে ঘুমানোর হুকুম কী?

প্রশ্ন
পশ্চিম দিকে পা দিয়ে ঘুমানো যাবে কি??
দলিল সহ যানাবেন ।

উত্তর

بسم الله الرحمن الرحيم

وفى الفتاوى الهندية- ويكره مد الرجلين إلى الكعبة في النوم وغيره عمدا (الفتاوى الهندية، كتاب الكراهية، الباب الخامس في آداب المسجد والقبلة والمصحف-5/319

কাবার দিকে ইচ্ছেকৃত পা লম্বা করা মাকরূহ। ঘুমন্ত বা জাগ্রত অবস্থায়। {ফাতাওয়া হিন্দিয়া-৫/৩১৯, আল মুহিতুল বুরহানী-৮/১০, ফাতওয়ায়ে মাহমুদিয়া-২৯/১৭৪}

অনিচ্ছায় হলে সমস্যা নেই।

কারণ, এতে করে কাবার অসম্মান করা হয়। আর পবিত্র কুরআনে আল্লাহর নিদর্শনাবলীকে সম্মান করতে উৎসাহ প্রদান করা হয়েছেঃ

ذَٰلِكَ وَمَن يُعَظِّمْ شَعَائِرَ اللَّهِ فَإِنَّهَا مِن تَقْوَى الْقُلُوبِ [٢٢:٣٢

এটা শ্রবণযোগ্য কেউ আল্লাহর নামযুক্ত বস্তুসমূহের প্রতি সম্মান প্রদর্শন করলে তাতো তার হৃদয়ের আল্লাহভীতি প্রসূত। [সূরা হাজ্জ্ব-৩২]

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

1-Oct-2017 2:48 pm

1-Oct-2017 2:54 pm


September - 2017 : Notable Events

1-Oct-2017 2:54 pm

1-Oct-2017 5:43 pm


হাফ-হাতা শার্ট অথবা গেঞ্জী পরে নামায আদায় করা৷

প্রশ্ন

হাফ- হাতা শার্ট অথবা গেঞ্জী পরে কি জামাতে অথবা একাকী নামায আদায় করা যায়? আমার এক বড় ভাই বললেন, হাফ-হাতা শার্ট অথবা গেঞ্জী পরে না-কি জামাতে নামায আদায় করা মাকরুহ। দয়া করে জানাবেন।

উত্তর

বিধর্মীদের ধর্মীয় নিদর্শন নয় এমন শালীন পোশাক যা পরিধান করে অনুষ্ঠানে উপস্থিত হতে স্বাচ্ছন্দবোধ করে এবং উপযোগী হিসেবে মনে করে এমন পোশাক পরিধান করে নামায পড়া উচিত। যে পোশাক পরিধান করে মানসম্মত অনুষ্ঠানে অংশগ্রহণকে মানুষ অপছন্দ করে এমন পোশাক পরিধান করে নামায পড়া মাকরূহে তানজিহী।

এ মূলনীতির আলোকে ফকিহগণ বলেন, যেহেতু বুজুর্গানেদ্বীনের মজলিস বা অন্য সম্মানিত মজলিসে হাফ-হাতা শার্ট বা গেঞ্জী পরিধান করে যাওয়াকে অপছন্দ করা হয়, তাই এরকম কাপড় পরিধান করে একাকী কিংবা জামাতে নামায পড়া খেলাফে সুন্নত তথা মাকরূহে তানজিহী হবে। অন্য কোন কাপড় না থাকলে মাকরূহ হবে না।

ফাতাওয়া উসমানী ১/৪২৩, কিফায়াতুলমুফতী ৩/৪২৮, ইমদাদুলআহকাম ১/৫৬১,৫৬৩ খুলাসাতুলফাতাওয়া ১/৫৮৷

মুফতি মেরাজ তাহসিন।
প্রয়োজনে
01756473393

    Comments:
  • বাইতুল মুকাররম।

1-Oct-2017 5:43 pm

1-Oct-2017 8:50 pm


১৯৮৪ সালে ঢাকা এয়ারপোর্টে বিমানের ফকার প্লেন দুর্ঘটনায় পড়ে ৫০ জনের মত মারা যায়, প্লেনের সবাই। এর মাঝে ছিলো রোকসানা, বাংলাদেশের প্রথম মহিলা পাইলট।

এর কিছু বছর আগে থেকে রোকসানাকে টিভি পত্রিকায় দেখিয়ে হিরো বানিয়ে ফেলা হয়েছিলো। তাই দুর্ঘটনাটা অনেকদিন পর্যন্ত আলোচনায় থাকে।

#feeling_nostalgic




1-Oct-2017 8:50 pm

1-Oct-2017 11:33 pm



বিভিন্ন দল, মত, আইডলজি, বিশ্বাস, আকিদা, যুক্তি, ব্যখ্যা, মাজহাব, মানহাজ জানা একটা শখ। জানার জন্য জানা। নিজের মানার জন্য না।


নতুন কিছু পেলে পোষ্ট করি। নিজের থেকে যোগ না করে।
যা পোষ্ট করি, সেটাই সমর্থন করি - ভাবলে ভুল বুঝবেন।
কনফিউশনে পড়বেন, "আপনি না ঐ পক্ষে ছিলেন।"


এক্সপ্লিসিটলি "আমি এর পক্ষে-বিপক্ষে" বললে সেটা আমার মত।
নিজের মত খুব রেয়ার দেই।
অধিকাংশ সময় আন্যের মতামত কোট করি।

1-Oct-2017 11:33 pm

2-Oct-2017 12:55 am


Best explanation of block chains and how those work, for techies, that I have read so far.

https://spectrum.ieee.org/computing/networks/blockchains-how-they-work-and-why-theyll-change-the-world

2-Oct-2017 12:55 am

2-Oct-2017 2:28 pm


সুদ:

"ব্যংকের সুদ আসলে সুদ না কারন inflation-monetory devaluation। তাদের সুদ এটাকে offset করছে। নয়তো আমি টাকা রেখে লস দেবো।"

কথাটা ঠিক ধরলে এটা হবে সুদের গন্ডিতে তোমার প্রথম প্রবেশ।

ব্যংকের রেইটে যদি আমি অন্যর থেকে সুদে খাই? acceptable? এর একটু কমে বা বেশিতে? ব্যংকের রেইটতো ফিক্সড না।

যাদেরকে আমি এই যুক্তির উপর উঠতে দেখেছি সবাইকে আস্তে আস্তে সুদের ব্যবসায় পুরো পুরি ঢুকে যেতে দেখেছি।

যখন চেতনা ফিরে এসেছে, তৌবা করে সব সুদ ফিরে এসেছে, ব্যংকের সহ।

তুমি এই সার্কেলে ঘুরতে চাও?

"কিন্তু হাদিসে আছে সুদ শুধু পাচটা জিনিসে, স্বর্ন, রূপা, খেজুর...। সরকারী ছাপানো কাগজের টাকার কথা নেই।"

এর পর? শুধু এই হাদিস?

এই ব্যখ্যায় দেশি স্বর্ন আর ২৪ ক্যরেটের দাম সমান হতে হবে। তুমি এরকম লেন দেন করো?

দালালি নিষিদ্ধের হাদিসগুলো পেয়েছো? জানার প্রয়োজন বোধ করেছো?

কিসের উপর ভিত্তি করে তুমি হাদিস সিলেকট করো? নিজের সুবিধা দেখে?

কিছুদিন পরে অন্য হাদিস পেয়ে যদি দেখো তোমার আগের সব ব্যখ্যা ভুল, এর পর কি?

"এদেশ দারুল কুফর ধরে নিয়ে একটা ইসলামি দলের লোকেরা সুদের ব্যবসা করছে। দারুল কুফরে করা যায়।"

আন্য আদেশগুলো অনুসরন করে? দারুল কুফরে জুম্মা পড়ে?

দারুল হারবে জিনা জায়েজের ফতোয়া পেয়েছে? খুজলে পাবে। এর উপর আমলকারীদের কথাও পড়েছি।

2-Oct-2017 2:28 pm

2-Oct-2017 6:30 pm


Daniel Haqiqatjou has taken the side of NAK, on the controversy and is against the act of Mujaffar and Rabia on the issue.
His point is: there wasn't a serious crime here to take it to any court and they knew it.
This post had an attachment, which is now missing

2-Oct-2017 6:30 pm

3-Oct-2017 12:40 am


খালেদা জিয়া বিদেশে। চিকিৎসা নিচ্ছেন।

এরশাদ হাসপাতালে।

মাননীয় প্রধান মন্ত্রীও বিদেশে। হাসপাতালে ভর্তি। অপারেশন হয়েছে কিছু দিন আগে।

বিদেশ থেকে ফিরে প্রধান বিচারপতি সিনহা আবার ছুটি নিয়েছেন। কালকে থেকে এক মাস।

ঢাকার মেয়র আনিসুল হক বিদেশে। হাসপাতালে ভর্তি।

আহমেদ শফি সাহেবও ভারতে। হাসপাতালে ভর্তি।

বাঘা কাদের সিদ্দিকি হাসপাতালে ভার্তি।

সিনেমার ভিলেন ডিপজল?
উনিও হাসপাতালে।

3-Oct-2017 12:40 am

3-Oct-2017 3:55 pm



৮০ দিকের ঘটনা। তাজুল ইসলাম নামে এক লোক তার প্রতিবেশি বিরল বালা নামে এক বিধবা আর তার ৬ সন্তানকে হত্যা করে টুকরো করে চুন মেখে ড্রামে ভরে রাখে। তাদের সম্পত্তির লোভে।

বহু দিন পর্যন্ত পত্রিকায় এটা নিয়ে খবর হয়। এর পর তাজুল ইসলাম ধরা পড়ে। কাকরাইলের কাছে তবলীগ জামাত থেকে ফিরার সময়ে। হয়তো পলানোর জন্য তবলিগে গিয়েছিলো, কে জানে।

এর পর বিচার, মৃত্যু দন্ড, ফাসি হয়।

তার সংগি যারা ছিলেন তারা বলেন জামাতে তাজুল ইসলাম প্রায় সারাক্ষন কান্না করতেন আর তৌবা করতেন।


রিমা-মুনির-খুকু হত্যাকান্ডের কাহিনী ছিলো ৯০ এ সবচেয়ে আলোচিত। বহু দিন ধরে পত্রিকায় এটা নিয়ে খবর হতে থাকে। রমজানের ১ তারিখে মুনির তার স্ত্রীকে খুন করে মিজমিজি গ্রামে ফেলে দিয়ে আসে।

মৃত্যু দন্ডের সময়ে মুনির সিগারেট ফুকতে ফুকতে ফাসির মঞ্চে উঠে। বর্ননা।


এরশাদ সিকদার ছিলো খুলনার ঘাট এলাকার খুনি। ৫০-৬০ জনকে নিজের বরফ কলে ২০ কেজির বাটখারা দিয়ে পিটিয়ে মারে।

মৃত্যু দন্ডের সময় হুজুর আসলে বলে, আমি তৌবা করলে কি আমার এত সব গুনাহ মাফ হয়ে যাবে? হুজুর বলে আল্লাহ চাইলে করতে পারেন।

তৌবা পড়েই ফাসির মঞ্চে উঠে।

3-Oct-2017 3:55 pm

3-Oct-2017 6:31 pm


"এই রকম আংশিক কথা বলার মানে কি?" তারা যখন আমাকে বলে। :V

3-Oct-2017 6:31 pm

3-Oct-2017 10:49 pm



"আস সুলতানু দিল্লুল্লাহি ফিল আরদ..."
মেনেছি যখন চেয়েছি।
মানিনি যখন চাই নি।
শেষে প্রান্তে।
হয়তো আল্লাহ তায়ালা শেষ দরজা খুলে রেখেছেন ভুলকে শুদ্ধ করার।


সন্তান তার বাপের অবাধ্যতায় জীবন কাটিয়েছে।
বাপ বিছানায়। শেষ প্রান্তে।
হয়তো আল্লাহ তায়ালা ছেলেকে শেষ সুযোগ দিয়েছেন তৌবা করার।


যুক্তিকে প্রাধান্য দেই স্পষ্ট হুকুমের উপর।
অথচ আল্লাহর কথায় অস্পষ্টতা ছিলো না।

অবাধ্যতাকে বেছে নিয়েছি তাকওয়ার নামে।

3-Oct-2017 10:49 pm

4-Oct-2017 1:01 pm


How long did it take to bring down the shooter since when he made the first shot? 1 hour 13 minutes.

But the shooter fired for only about 10 minutes. The rest of the time he was simply waiting in his room to be found.

    Comments:
  • Technically it wasn't possible to cut down that time, unless there was a pre-warning. It takes time to assemble a SWAT team and bring them in place. They might be scattered at home or shops.

    Even then they were lucky to pin point the shooter's location from the ringing smoke alarm and flashing light from that room. Otherwise it would have been a door-to-door search on all rooms, on multiple floors.

4-Oct-2017 1:01 pm

4-Oct-2017 2:59 pm



১৯৮৭ সালে আবাহনী-মোহামেডান ম্যচে ছিলো স্বরনীয়। ৯০ মিনিটের খেলা শেষে দুই দল নিজেদের যৌথ চ্যম্পিয়ান ঘোষনা দিয়ে মাঠে দৌড়াতে থাকে।

এটা নিয়ে পরে ক্যলেংকারি, বহিষ্কার অনেক কিছু হয়। তখন পর্যন্ত মূল খেলা ড্র হলে পরে কি হবে এটা নিয়ে কোনো নিয়ম ছিলো না। কর্মকর্তারা মাঠে বসে স্বিদ্ধান্ত দিতো। কিন্তু কর্মকর্তাদের বাদ দিয়ে স্বিদ্ধান্তটা খেলোয়াড়রা নিয়েছিলো বলে দ্বন্ধ।

এ ছিলো আমার শেষ ফুটবল খেলা দেখা।


১৯৯২ সালে পাকিস্তান ইমরান খানের নেতৃত্বে ওয়ার্লড কাপ জিতে। তখন ছিলো রমজান মাস।

এটা ছিলো শেষ ক্রিকেট দেখা।


ইন্টারেস্টিংলি এই বছর রমজানে পাকিস্তান আবার ওয়ার্ল্ড কাপ জিতে। এর পর ওয়েব সাইটে হিট দুই-তিন গুন বেড়ে যায়। সবার টার্গেট ছিলো ১৯৯২ সালে পাকিস্তান যখন জিতেছিলো তখন রমজান ছিলো কিনা সেটা কনফার্ম করা।

    Comments:
  • "এ ছিলো শেষ খেলা দেখা" মানে ঘটনাগুলো ঘটেছে বয়সের একটা প্রান্তে। এর পর আর ভালো লাগতো না। "ঘটনাগুলো নিন্দনীয় ছিলো তাই" তা না।

4-Oct-2017 2:59 pm

4-Oct-2017 5:20 pm



মাওলানা ওবায়দুল হক ছিলেন বাইতুল মুকাররমের খতিব। অনেক জনপ্রীয়, অনেক প্রভাবশালী। দেশের ইশুগুলোর ব্যপারে শেষ কথা আসতো উনার থেকে।

মানুষ মনে করতো এটা বোধহয় উনার পদের জন্য। উনি মারা গেলে সবাই দৌড় ঝাপ আরম্ভ করে এই পদটার জন্য। এত ক্ষমতা এখানে!

এর পর অনেকে এই পদে এসেছে। কেউ পরিচিতি পায় নি।


মুহিব খান রিসেন্টলি একটা কবিতা ছেপেছেন কাবার ঈমামের উদ্দেশ্যে।

তবে কাবার ঈমামের কোনো রাজনৈতিক ক্ষমতা নেই। উনি শুধুই চাকরি করেন। দায়িত্ব কেবল নামাজ পড়ানো।


বাংলাদেশের অনেক ইমাম ধারনা করেন উনি মানুষের নেতাও। তাই এলাকাবাসির উচিৎ উনার কথা মত চলা। এর পর হুকুমদারি আরম্ভ করেন।

এটা ভুল ধারনা। এই ধরনের অধিকাংশ ইমামই এক পর্যায়ে চাকরি হারিয়ে ফেলেন। এর পর আরম্ভ হয় মসজিদ ছেড়ে যেতে অস্বিকৃতি। এলাকার লোকদের নিয়ে হট্টগোল। ব্যর্থতা। শেষে সেলফ রিয়েলাইজেশন। যে উনার আসলে ক্ষমতা নেই।

    Comments:
  • "বিত্তিখা" মনে রাখা আরো সহজ। প্রেকটিক্যলি যেহেতু এরকম উচ্চারন করে।

4-Oct-2017 5:20 pm

4-Oct-2017 10:33 pm


আল কাউলু আল মুখতাসির এ তিনটি ভাগ আছে। প্রথম ভাগে লিখক রাসুলুল্লাহ ﷺ থেকে পাওয়া বর্ননাগুলো এক করেছেন। এর সংখ্যা ৬২।

দ্বিতীয ভাগে, সাহাবা কিরাম থেকে পাওয়া বর্ননাগুলো। ৩৯ টি।

তৃতীয় ভাগে তাবেয়িনদের থেকে যে বর্ননা এসেছে। সংখ্যা ৫৬ টি।

রাসুলুল্লাহ ﷺ থেকে বর্ননাগুলো সবাই জানে। সাহাবা কিরামদের থেকে পাওয়া বর্ননাগুলোও যারা উৎসাহি তারা জানে।

তাই প্লেন করেছি, আরম্ভ করবো তৃতীয় ভাগ, মানে তাবেয়িনদের বর্ননা থেকে, ইনশাল্লাহ।

খন্ড খন্ড অনুবাদগুলো পরবর্তিতে একত্র করে নোট।

বই: আল-কাউলু আল-মুখতাসির ফি আলামাত আল-মাহদি আল-মুনতাদির।
লিখক: ইবনে হাজার আল-হাইতামি আল-মাক্কি।

যারা আরবী জানেন তারা এখান থেকে PDF টা পাবেন।
http://habibur.com/muntadir.pdf

একটা একটা করে আরবী পেইজের ছবি পোষ্ট করবো PDF থেকে। সেই পেইজের অনুবাদ সহ। ইনশাল্লাহ।

4-Oct-2017 10:33 pm

5-Oct-2017 7:17 am


-57-

তৃতীয় খন্ড।
তাবেয়িন ও তাবেদের থেকে যে বর্ননাগুলো এসেছে।

৩-১
আকাশ থেকে একজন উনার নাম ডাক দিবে।

৩-২
উনি বেরুবেন না, যতক্ষন না সূর্য থেকে একটা নিদর্শন উঠে আসে।

৩-৩
দুটো নিদর্শন যেটা আসমান-জমিন সৃষ্টর পর থেকে কখনো হয় নি।
রমজানের প্রথম রাতে চন্দ্র গ্রহন।
আর মাসের মাঝে সূর্য গ্রহন।

৩-৪
উনার আগে কালো পতাকা বেরুবে।
তাদের জামা হবে সাদা।
নেতা সুয়াইব বিন সালেহ আল-তামিমী।
সুফিয়ানীর দলকে পরাজিত করবে।
বাইতুল মুকাদ্দাস পর্যন্ত জয় করবে।
তারা মাহদির জন্য রাজত্ব তৈরি করবে।
উনার খুরুজ আর এই সাহায্য মাঝে সময় হবে ৭২ মাস।

5-Oct-2017 7:17 am

5-Oct-2017 2:59 pm


একই ব্যক্তির একাধিকবার জানাজার নামাজ পড়া।

প্রশ্ন

আমাদের দেশে বর্তমানে দেখা একই ব্যক্তির একাধিকবার জানাজার নামাজ পড়া হয়। আমার প্রশ্ন হল জানাজার একাধিক জামাত করা জায়েজ আছে কি?

উত্তর

না, জানাজার একাধিক জামাত করা জায়েজ নেই। তবে যদি মৃতব্যক্তির অলি (নিকটতম অভিভাবক) এর অনুমতি ব্যতিত অন্য কেউ জামাত আদায় করে তাহলে অলির জন্য ২য় বার জানাজার নামাজ পড়া যায়েয আছে।

সুত্রঃ মাবসুত(সারাখসি) -১/১২৬, তাতারখানিয়া-২/১৩৫, মাওসুয়া-১৬/৪০, গুনইয়া-৫৩৭, আলমগিরি-১/১৬৩, রহিমিয়া-৭/৪১।

__________________

জানাজার নামাযে কখন হাত ছাড়তে হবে? সালামের আগে না পরে?

প্রশ্ন

জানাজার নামাযে কখন হাত ছাড়তে হবে? সালামের আগে না পরে?

উত্তর

জানাজার নামাজে হাত ছাড়ার ৩ টি পদ্ধতি রয়েছে।
১-প্রথমে হাত ছেড়ে পরে সালাম ফিরানো।
২-ডানদিকে সালাম ফিরানোর সময় ডানহাত ও বামদিকে সালাম ফিরানোর সময় বাম হাত ছাড়া।
৩- সালাম ফিরানোর পরে উভয় হাত ছাড়া।
তবে প্রথমটি উত্তম। (-প্রথমে হাত ছেড়ে পরে সালাম ফিরানো)।

সুত্রঃ খুলাসাতুল ফতোয়া-১/১২৫, সে’আয়া-২/২২৫, শামি-১/৪৮৭, হেদায়া-১/১০২, আহসানুল ফতোয়া-৪/২২৭, মাহমুদিয়া-১৩/১০৪

___________________

গায়েবানা জানাযা কি জায়েজ?

প্রশ্ন

গায়েবানা জানাযা কি জায়েজ? আমার এক বন্ধু বলেছে রাসুল সা; নাকি গায়েবানা জানাযা পড়েছেন?

উত্তর

না, গায়েবানা জানাযা জায়েয নেই। তবে রাসুল ﷺ গায়েবানা জানাযা পড়েছেন এ কথা হাদীসে বর্নিত হয়েছে সেটা কেবল নাজ্জাসির উপর ছিলো এবং এটা তার বৈশিষ্ট্য ছিল। অত এব বিচ্ছিন্ন এই ঘিটনার উপর ভিত্তি করে গায়েবানা জানাযার বৈধতা সঠিক নয়। কারন এই ঘটনা ছাড়া রাসুল সা; ও সাহাবারা কখনো গায়েবানা জানাযা পড়েন নি। অথচ অনেক সাহাবি মদিনার বাহিরে ইন্তেকাল করেছেন এবং তাদের দাফন ও হুজুরের অনুপস্থিতে মদিনার বাহিরে হয়েছিল।

দলিল;
আদ দুররুল মুখতার ২/২০৮,[সাইদ] বাদায়ে ২/৪৮, [দারুক কিতাব], আলমগিরি ১/১৬৪ আমিরিয়া, হাসিয়াতুত তাহতাবি পৃ; ৫৮২, ফেখুল হানাফি ১/৩৩৯, দারুল আহসানুল ফতোয়া ৪/২০০,

উত্তর দিয়েছেন: মুফতি মেরাজ তাহসিন।

    Comments:
  • https://www.facebook.com/profile.php?id=100006155237973

5-Oct-2017 2:59 pm

5-Oct-2017 3:22 pm


ফতোয়ার সোর্স:


স্কুল জীবনে ছিলো বেহেস্তি জেওর।

হাই স্কুলে। দৈনিক ইনকিলাব এর ইসলাম পৃষ্ঠা। সপ্তাহে একবার, ছোট বক্সে ৮/১০ টা উত্তর।

কলেজে, মাসিক মদিনার প্রশ্নোত্তর বিভাগ। উত্তর দিতেন মাওলানা মহিউদ্দিন খান। অসুস্থ হলে অন্য কেউ। উত্তর পড়ে বুঝতাম অন্য কেউ দিয়েছে। :V

৯৫ এর পর ইন্টারনেট। প্রথমে ask-imam, দক্ষিন আফ্রিকার একটা মাদ্রাসা থেকে চালাতো। উত্তর দিতেন মুফতি ইব্রাহীম দিশাই। এটা দেওবন্দি মাদ্রাসা ছিলো।

এর কয়েক বছর পর islam-qa. দলিল ভিত্তিক লম্বা উত্তর। সালাফিদের। তাই দুপক্ষের কাছে গ্রহনযোগ্য। বহু দিন এ থেকে চালিয়েছি। ask-imam তখন বন্ধ হয়ে গিয়েছিলো।


এখন,
শায়েখ মুনাজ্জিদ জেলে।
সৌদি-সালাফি স্থাপনা-শিক্ষায় কাপুনি চলছে।
২০০০ এর দিকে মিটিয়ে যাওয়া হানাফি-দেওবন্দিরা আবার ফিরে এসেছে, with force।


ফতোয়ার নতুন প্রাইমারি সোর্স ঠিক করার সময়।

    Comments:
  • FAQ:
    "বেহেস্তি জেওর? হা হা"
    "ইনকিলাব যে অমুকদের জানেন না?"
    "ask-imam আবার চালু হয়েছে"
    "দুই পক্ষের কাছে গ্রহনযোগ্য মানে? দুই নৌকায়..."
    "মিটিয়ে যাওয়া বলতে কি বুজাচ্ছেন? কখনোই মিটে..."
    "কাপুনি চলছে মানে? হক কখনো শেষ হয় না...."
  • গ্রামিন সাইবারনেট। দেশে দ্বিতীয় ছিলো। প্রথমদের ১ মাস পরে।
  • পক্ষে বা বিপক্ষে কোনো খবর আসে নি মানে খবর ঠিক। খবরে এসেছে যে: যাদের গ্রেফতার করছে তাদের নাম প্রকাশ করছে না। ইজরাইলিরা কোনো দেশে ট্রেনিং দেবার পর থেকে ঐ দেশে সাধারনতঃ এরকম হতে থাকে।

5-Oct-2017 3:22 pm

5-Oct-2017 3:59 pm


collected from someone's comment:

আমি কহিলাম, "শুধু দুটি রায়, ভিখ মাগি মহাশয়"
বাবু কহে হেসে, "বেটা সাধুবেশে পাকা সুশীল অতিশয়"
আমি শুনে হাসি, ঘুক ঘুক কাশি, এই ছিল মোর ঘটে,
তুমি মহারাজ, সাধু হলে আজ, আমি কর্কট রোগী বটে।

5-Oct-2017 3:59 pm

5-Oct-2017 10:05 pm


এই রকম নামাজ যে আমি ছোট কালে পড়ি নাই, সেটা বলছি না।

video:/img/photos_and_videos/videos/22275436_1848556382122945_8991902148895703040_n_10154962100668176.mp4

5-Oct-2017 10:05 pm

7-Oct-2017 3:05 pm



তালাক না দিয়ে স্ত্রীর সাথে সংসার করলেও স্ত্রীর দেনমহরের টাকা আপনাকে পরিশোধ করতে হবে।

তাই যারা মনে করে "বিশাল করে দেন মোহর ধরবো যেন কিছু দিন পরে স্বামি তালাক না দিতে পারে" -- তারা ভুল।


স্ত্রী যদি নিজে তালাক দেয়, তবুও স্ত্রীর দেন মোহর পরিশোধ করতে হবে।

তাই যারা মনে করে "আমি তালাক দেবো না, স্ত্রী দেক তাহলে আমাকে দেনমোহরের টাকা দিতে হবে না" -- তারা ভুল।


কাবিন নামায় যদি "স্ত্রীকে তালাকের অধিকার দিলাম" চেক করা থাকে তবে আপনার স্ত্রী আপনাকে তালাক দেবার জন্য আপনার অনুমতি নেবার দরকার নেই।

যে কোনো সময় সে তালাক দিত পারে এবং এর পর স্বামীকে পূর্ন দেনমোহর পরিশোধ করে তাকে বিদায় দিতে হবে। স্ত্রী কোনো কারন দর্শাতে বাধ্য না।

সংক্ষেপে লিখলাম তাদের জন্য যারা এর আগের জিনিস জানেন।
বিস্তারতি জানতে আলেমদের সাথে যোগাযোগ করেন।

7-Oct-2017 3:05 pm

7-Oct-2017 5:37 pm


সে যে ওজু করেছে এটা সে জানে। কিন্তু এর পর তার ওজু ভেঙ্গেছে কিনা যদি সন্দেহ থাকে তবে তার ওজু আছে।

এটা হানাফি ফিকাহ অনুযায়ি।

https://twitter.com/Darulfiqh/status/916595453973712896

    Comments:
  • FAQ:
    "ইসলামে স্ত্রী তালাক দিতে পারে না। পারবে শুধু যদি বিয়ের সময়..."
    "একজন সৌদি আলেম আমাকে বলেছেন স্ত্রীর তালাক দেবার কোনো অধিকার..."
    "কাবিনে চেক করা ছিলো না। এখন স্ত্রী কি করবে?..."

    এ ধরনের হাজারো প্রশ্ন। এই ধরনের প্রশ্নের উত্তর দেই না, কারন এই প্রশ্নগুলোর পিঠে আরো প্রশ্ন আসবে। এবং এ রকম সব প্রশ্ন উত্তর দেবার দায়িত্ব মুফতিদের, আমার না।

7-Oct-2017 5:37 pm

8-Oct-2017 7:04 am


For those that are pro N. Korea. Consider these facts.

- N. Korea is a Communist state.

- Possession of any religious book is punished with death sentence.

- The citizens are bound to worship the president as their God.

- Also read about Otto, Kim's uncle and the fate of 150 other officers sentenced to death for not "listening carefully enough" to Kim.

If a war breaks out, I would be supporting the USA, South Korea and Japan.

8-Oct-2017 7:04 am

8-Oct-2017 1:48 pm


ভালো অবস্থায় থাকতে থাকতে নিজেদেরকে Entitled মনে করি।
"আমাদের প্রাপ্য"
এগুলো Granted.
এর পর কি?

"এর পর আর কি পাবো?" -- সেটা যদি না পাই তবে মনে হয় জীবন অর্থহীন।
আমি একজন বঞ্চিত।
যেন কিছুই নেই।
বেচে থাকার কারন নেই।
যাদের সব আছে তাদের অনেকেই একারনে আত্মহত্যা করে।

দুঃখ কষ্ট এর নিরাময়ক।
উপর থেকে নিচে পতন কষ্টকর।
কিন্তু মানুষ বুঝতে পারে কোন কোন জিনিস তার প্রাপ্য ছিলো না --
এর পরও আল্লাহ তাকে দিয়েছিলেন।

যে যথেষ্ট শুকরিয়া আদায় করে, তার নিয়ামত আল্লাহ বাড়ান।
কিন্তু অধিকাংশ মানুষ শুকরিয়া করে না।

8-Oct-2017 1:48 pm

8-Oct-2017 3:35 pm



ছাত্রাবস্থায়।
ঠিক করলাম হাদিসে যেরকম নামাজের বর্ননা আছে হুবহু সে রকম নামাজ পড়বো।

দাড়ালাম।
লিখা আছে তকবির বলে দুই হাত উপরে তুলে নিচে নামালেন যতক্ষন না হাড়ের জোড়াগুলো তার স্বাভাবিক অবস্থানে আসে।

তকবির বলে হাত বাধলাম। হাড় তার স্বভাবিক অবস্থানে আসে? কাধ দুটো ছেড়ে দিলাম। ইঞ্চি পরিবর্তন হলো। আর কিছু করার নেই।


হাদিসে পড়লাম, নামাজে যদি কাউকে শয়তান ধোকা দেয় তবে সে যেন তর্জনি দিয়ে উরুতে চাপ দেয়।

আমাকে অনেক শয়তান ধোকা দেয়। নিয়ত বাধা অবস্থা থেকে হাত সরিয়ে এরকম করতে হবে? নামাজ ভাঙ্গবে না?


হাদিসে পড়লাম, নামাজের জামাতে অপ্রত্যাশিত কিছু হলে ছেলেরা পেছন থেকে সোবহানাল্লাহ বলবে। আর মেয়েরা উরুতে হাত দিয়ে বাড়ি দিয়ে শব্দ করবে, কারন এতে সবচেয়ে কম মুভমেন্ট হয়।

আমার মনে হলো নিয়ত বাধা অবস্থায় এক হাত দিয়ে অন্য হাতের উপর বাড়ি দিলে আরো কম মুভমেন্ট হবে।


হজ্জে গেলাম। কিছু লোক একেবারে হাত ছেড়ে নামাজ পড়ে। এদের মাঝে কিছু লোক দুই হাত সোজা করে শক্ত করে। দেখতে অত খারাপ লাগে না।

কিন্তু অন্য কিছু এমন ভাবে হাত ছেড়ে রাখে যেন হাতের ব্যপারে তার কোনো খেয়াল নেই।

দেখলাম তাদের মাঝে আলেম আর দ্বীনদাররা বরং হাত যেমন তেমন করে ছেড়ে রাখে।


ইউটুবে হামযা ইউসফের লেকচার শুনছিলাম। উনি মালেকি ফিকাহর।

8-Oct-2017 3:35 pm

8-Oct-2017 5:09 pm


আজকে জানলাম,

কাকরাইলের জুবায়ের সাহেব আলমি শুরার পক্ষে। অন্যান্য আলেমগন ও ।

ওয়াসিফ ভাই, শিকদার স্যার ও আরো ভার্সিটির মুরুব্বিগন সাদ সাহেবের পক্ষে।

সাদ সাহেবকে আহলে হাদিস পন্থি বলছেন উনার বিরোধিরা।

আগে ধারনা ছিলো আলমি শুরা বন্ধ হয়ে গিয়েছিলো। কিন্তু না। ওয়াসিফ ভাইকে বাদ দিয়ে আলমি শুরা এখন চালু আছে।

আলমি শুরা মূলতঃ চলছে পাকিস্তান থেকে। ওহাব সাহেব ও লাট সাহেব আছেন এতে।

বাকি দেশগুলো আলমি শুরা নাকি সাদ সাহেবের পক্ষে তাতে বিভক্ত হচ্ছে।

বৃটেন কিছু মাস আগে ভাগ হয়েছিলো। শেষে ফয়সালা কি? আমার কাছে অস্পষ্ট।

বাংলাদেশের কিছু জেলা মারকাজেও কনফিউশন আছে।

8-Oct-2017 5:09 pm

8-Oct-2017 6:44 pm


পাকিস্তানের ভুট্টো আর জেনারেল জিয়া। শেষে এই রকম সাবমিসিভ জিয়ার নির্দেশে ভুট্টোর ফাসি হয়।

    Comments:
  • FAQ:
    "জেনারেল জিয়া ভুট্টোকে ফাসি দেন না, দেয় ..."

8-Oct-2017 6:44 pm

8-Oct-2017 10:07 pm


"বিয়ের দাবিতে ছেলের বাসায় মেয়ের অবস্থান ও অনশন" -- এটা একটা কমন নিউজ টাইটেল গত অনেক বছর ধরে। যারা পত্রিকা পড়েন জানেন। প্রতি সপ্তাহে দু-একটা করে ঘটে। যারা আমরিকায় থাকেন বলে এই রকম খবর পড়েন নি, তারা "বিয়ের দাবিতে" দিয়ে সার্চ দিন। বা এখানে ক্লিক করে কয়েক হাজার কাহিনি পড়তে পারবেন।
https://www.google.com/search?q=বিয়ের+দাবিতে

ফরমুলা একই: মেয়ে বিষের বোতল নিয়ে ছেলের বাসার উঠানে উঠবে। বলবে আমাকে বিয়ে করতে হবে, "নয়তো আমি এইহানেই মরমু!!!"

ছেলের পলানোর কোনো সুযোগ নেই।
যদি মেয়েকে বাসা থেকে জোর করে বের করার চেষ্টা করে, তবে ছেলের পরিবার নারী নির্যাতনের মামলায় আটকাবে।
যদি মেয়ে আত্মহত্যা করে তবে আত্মহত্যায় প্ররোচনা দেবার জন্য মামলায় জড়াবে।

আর সাংবাদিক মারফতে যদি থানায় খবর যায় তবে থানার ওসি ডিসি এসে খবরের ক্রেডিট নেবার জন্য ছেলের পরিবারকে বাধ্য করবে বিয়ে করতে। রাজি না হলে বাপকে ধরে থানায় নিয়ে যাবে। শেষে খবর, "পাত্র পাত্রীর মাঝে আমি মিলন করিয়ে দিয়েছি, কি জয়!"

মেয়ের জন্য এটা win-win সিচুয়েশন। হারানোর কিছু নেই। পছন্দের ছেলে খুজে বের কর আর বিষের বোতল নিয়ে হাজির হয়ে যাও। এর পর ছেলের পলানোর সুযোগ নেই।

ছেলের জন্য lose-lose. সে যাই করুক, জীবনে সে পরাজিত।

    Comments:
  • এই ফরমুলা শুধু মেয়েদের জন্য। ছেলেদের জন্য কোনো সাকসেস স্টোরি আমি এখনো শুনি নি।
  • Pioneer :-) (Y)

8-Oct-2017 10:07 pm

9-Oct-2017 5:13 am


"If you can't intelligently argue for both sides of an issue, you don't understand the issue well enough to argue for either."

9-Oct-2017 5:13 am

9-Oct-2017 2:44 pm


নকল ডিম:
এটা ভুয়া খবর। সাদা ডিমের উপর লাল রং করে বিক্রি করতে পারে বাংলাদেশের বাজারে, কারন এখানে শুধু লাল ডিম চলে। এতটুকুই।

প্লাসটিক দিয়ে নকল ডিম তৈরি করতে খরচ পড়বে ডিম প্রতি ২০০০ টাকা। এবং তৈরি কারক এই অসাধ্য সাধন করার জন্য পুরষ্কার পাবে।

বেসিক্যলি নকল ডিম যদি তৈরি হয়ও, তবে এর তৈরিতে খরচ আর দাম হবে আসল ডিমের থেকে অনেক বেশি।

নকল চাল:
ভুয়া নিউজ। ঐ একই কারনে যেটা উপরে বললাম।

ব্লু হোয়েল:
তারা প্রথমে আপনাকে একটা আইডলজি শিখাবে। অধিকাংশ মুসলিম কেন কাফের সেটা প্রামান করে দেখাবে। এর পর ছোট ছোট মিশন দেবে।

9-Oct-2017 2:44 pm

9-Oct-2017 4:04 pm


-58-

৩-৫
উনি হবেন শ্রেষ্ঠ মানুষদের নেতা।
উনার সাহায্যকারি আর বায়াতকারি হবে কুফা বাসি,
ইয়ামেন বাসি, শামের আবদালগন।
অগ্রে থাকবেন জিব্রাঈল আর মিকাঈল,
সৃষ্টির সবচেয়ে পছন্দনিয়রা।

উনার হাত অন্ধ-ফিতানাকে দূর করবে।
দুনিয়াবাসী শান্তিতে থাকবে।
শেষে এক মহিলা হজ্জ করবে
পাচ জন মহিলার সাথে
যাদের সাথে অন্য কোনো লোক নেই
এর পরও আল্লাহ ছাড়া তাদের কোনো ভয় নেই।

৩-৬
অন্যান্য নবীদের বইয়ে এটা লিখা আছে যে উনার মাঝে
না জুলুম থাকবে, না দোষ।

৩-৭
তুরষ্কে উনি সেনা পাঠাবেন এবং তাদের পরাজিত করবেন।
তাদের মাল ও বন্ধিদের নেবেন।
এর পর সিরিয়ায় দিকে ছুটে সিরিয়াকে মুক্ত করবে।
এর সকল কৃতদাসদের মুক্ত করবেন।
তাদের মূল্য দিয়ে দেবেন।

৩-৮
তারা সঠিক পথে থাকবে ৩৯ বছর ধরে।
ছোটরা বলবে, "হায় যদি আমি বড় হতাম!"
বড়রা বলবে, "হায় যদি আমি ছোট হতাম।"

৩-৯
মাহদি থাকবেন ৪০ বছর।

৩-১০
মাহদির হায়াত হবে ৩০।
একে তিন ভাগে ভাগ করা যায়।
উনার হায়াত দ্বারা বুঝানো হতে পারে সম্রাজ্য টিকে থাকা।
ত্রিশ পার হবে ভাঙ্গন থেকে রক্ষায়।
চল্লিশ পার হবে এটা জোড়া লাগাতে।

( Note: শেষ পয়েন্টটা যতটুকু বুঝেছি, ভুল হতে পারে। আরবী পাশে দেয়া আছে in any case )

9-Oct-2017 4:04 pm

9-Oct-2017 6:40 pm


-59-

৩-১১
মাহদি থাকবেন ১৪ বছর।
এর অর্থ হতে পারে, খাছ ভাবে থাকবেন।
তাহলে আগের বর্ননাগুলোর বিরোধিতা হয় না।
সুলায়মান বিন ঈসার মতে, উনি বলেন:
আমার কাছে পৌছেছে যে মাহদি ১৪ বছর বাইতুল মুকাদ্দাসে থাকবেন।
হতে পারে পূর্বের বর্ননার অর্থ এই।

৩-১২
উনি চল্লিশ বছর থাকবেন
এর পর নিজের বিছানায় মৃত্যু বরন করবেন।

৩-১৩
মানুষ উনার ঘরে আসবে এমন সময়ে যে
ফিতনায় তারা রক্ত প্রবাহিত করছে।
উনাকে বলবে, "আমাদের সাথে দাড়াও!"
উনি অস্বিকার করতে থাকবেন।
শেষে উনাকে হত্যার ভয় দেখানো হবে।
যখন উনাকে হত্যার হুমকি দেয়া হবে তখন
তাদের সাথে দাড়াবেন।
কিন্তু হিজামায় যতটুকু রক্ত হয় ততটুকু রক্তপাত উনি করবেন না।

৩-১৪
মানুষ উনার কাছে জড়ো হবে ২০৪ বছর পরে।
মানে হাজারের পরে।
বর্ননায় এভাবে আছে।

৩-১৫
মাহদির সৈন্যে এক যুবক থাকবে।
অল্প বয়স। দাড়ি ছোট ও হলুদ।
পর্বতের সাথেও যদি সে যুদ্ধ করে তবে সেটা চুর্ন করে দেবে।
যতক্ষন না সে ইলিয়াতে পৌছে।

[ টিকাতে: ইলিয়া হলে বাইতুল মুকাদ্দাসের নাম ]

৩-১৬
উনার আগে সিরিয়ার সরকার প্রধানকে হত্যা করা হবে।
মিশরের সরকার প্রধানকে হত্যা করা হবে।
সিরিয়া বাসিরা মিশরের গোত্রগুলোকে বন্ধি করবে।
পূর্ব দিক থেকে এক লোক কালো পতাকা নিয়ে
সিরিয়া বাসিদের নেতৃত্ব গ্রহন করবে।
সে মাহদিকে অনুসরনের পথ দেখাবে।

শব্দ,
রাইয়াত-পতাকা : رايات

9-Oct-2017 6:40 pm

9-Oct-2017 8:13 pm


প্রশ্ন

একদিন মসজিদে গিয়ে দেখি, ইমাম সাহেব রুকুতে চলে গিয়েছেন। তখন আমি রুকুতে গিয়ে এক তাসবীহ পড়ার আগেই ইমাম সাহেব দাঁড়িয়ে যান। এ অবস্থায় আমি ঐ রাকাত পেয়েছি বলে ধর্তব্য হবে কি?

উত্তর

রাকাত পাওয়ার জন্য রুকু পাওয়া জরুরি। আর রুকু পাওয়ার জন্য অল্প সময় ইমামের সাথে রুকুতে শরিক হওয়াই যথেষ্ট। ইমামকে এক তাসবীহ পরিমাণ পাওয়া জরুরি নয়। তবে ইমামের সাথে রুকুতে শরিক হওয়ার পর অন্তত এক তাসবীহ পরিমাণ বিলম্ব করে উঠবে।

-মুসান্নাফে ইবনে আবী শাইবা, হাদীস
২৫৩৪; শরহুল মুনইয়াহ ৩০৫; হালবাতুল মুজাল্লী

উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন।

9-Oct-2017 8:13 pm

9-Oct-2017 8:21 pm


প্রশ্ন

আমি মসজিদে গিয়ে যখন ইমাম সাহেবকে রুকুতে পাই তখন কি তাকবীরে তাহরীমা বলে হাত বেঁধে তারপর রুকুতে যাব, নাকি হাত না বেঁধে সোজা রুকুতে চলে যাব? এ অবস্থায় তাকবীরে তাহরীমার পর রুকুর জন্য কি আলাদা করে তাকবীর বলতে হবে?

উত্তর

প্রশ্নোক্ত ক্ষেত্রে দাঁড়ানো অবস্থায় তাকবীরে তাহরীমা বলবেন। অতপর হাত না বেঁধে তাকবীর বলে রুকুতে চলে যাবেন। অবশ্য এক্ষেত্রে রুকুর জন্য আলাদা করে তাকবীর না বললেও চলবে। সাহাবা-তাবেয়ীন থেকে এক্ষেত্রে রুকুর তাকবীর বলা না বলা উভয় ধরনের বক্তব্য ও আমল আছে।

-মুসান্নাফে আবদুর রাযযাক ২/২৭৮; মুসান্নাফে ইবনে আবী শাইবা, ২/৪৩১-২; ফাতাওয়া খানিয়া ১/৮৮; খুলাসাতুল ফাতাওয়া ১/৫২; ফাতহুল কাদীর ১/৪২০

উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন।

9-Oct-2017 8:21 pm

9-Oct-2017 8:28 pm


প্রশ্ন

ফরয গোসলকারী ব্যক্তি নাপাক কাপড় পরা অবস্থায় যদি শরীরে পানি ঢেলে অথবা কল ছেড়ে গোসল করে এবং ঐ কাপড় পরনে থাকা অবস্থায় পানি ঢেলে ভালোভাবে ধুয়ে নেয় তাহলে সে কাপড় পবিত্র হয়ে যাবে, নাকি তা খোলার পর তিনবার ধুয়ে নিতে হবে? জানিয়ে বাধিত করবেন।

উত্তর

নাপাক কাপড় পরে গোসল করার ক্ষেত্রে যদি বেশি পরিমাণ পানি কাপড়ের উপর
ঢালা হয় এবং কাপড় ভালোভাবে কচলে ধোয়া হয় যার ফলে কাপড় থেকে নাপাকি দূর হওয়ার ব্যাপারে প্রবল ধারণা হয় তাহলে এর দ্বারা কাপড়টি পাক হয়ে যাবে। আর দৃশ্যমান কোনো নাপাকি থাকলে ঐ নাপাকি কচলে ধুয়ে দূর করে নিলে কাপড় পাক হয়ে যাবে।

উল্লেখ্য, শরীর বা কাপড়ের কোনো অংশে নাপাকি লেগে থাকলে তা গোসলের আগেই পৃথকভাবে ধুয়ে পাক করে নেওয়া উচিত।

-আদ্দুররুল মুখতার ১/৩৩৩; শরহুল মুনইয়া ১৮৩; আলবাহরুর রায়েক ১/২৩৮; আননাহরুল ফায়েক ১/১৫০

মুফতী মেরাজ তাহসীন মুফতীঃ জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাহ্মণবাড়িয়া ৷

9-Oct-2017 8:28 pm

9-Oct-2017 8:36 pm


মসজিদে জুমার নামায না পেয়ে কয়েকজন মিলে রুমে জুমা আদায় করা৷

প্রশ্ন

শ্রদ্ধেয় মুফতী সাহেব ! আমার ৬/৭ জন একটি রুমে ভাড়া থাকি ৷ গত সপ্তাহে ঘুম থেকে জাগ্রত না হতে পেরে আমরা জুমার নামাযের জন্য রেডি হতে বিলম্ব হয়ে যায়। এমন সময় জাগ্রত হয়েছি যে, এখন আর জুমা পাওয়া যাবে না ৷ আমাদের মধ্যে দুজন হুজুর সাথীও ছিল ৷ তাই আমরা রুমের ভিতরেই খুতবা পড়ে জুমা আদায় করি। জানার বিষয় হল, আমাদের জুমার নামায সহীহ হয়েছে কি না?

উত্তর

জুমার নামায সহীহ হওয়ার জন্য মজসিদ হওয়া যেহেতু জরুরী নয়, এবং জুমা আদায়ের শর্ত খুতবাও দেওয়া হয়েছে তাই আপনাদের জুমা আদায় করা সহীহ হয়েছে। তবে বিশেষ জরুরত ব্যতীত মসজিদের জুমা ত্যাগ করা গুনাহের কাজ।

এবং জেনে রাখা উচিত, জুমার প্রথম আযানের পর পরই প্রয়োজনীয় প্রস্তুতি
সম্পন্ন করে মসজিদে উপস্থিত হওয়া জরুরি। কেননা আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে ঈমানদারগণ! যখন জুমার দিনে নামাযের জন্য আযান দেওয়া হয় তখন তোমরা আল্লাহর যিকির তথা জুমার নামাযের দিকে ধাবিত হও।
-সূরা জুম‘আ, আয়াত ৯ ৷

তাই আযানের পর জুমার নামাযের প্রস্তুতিমূলক কাজ ছাড়া অন্য কোনো কাজে ব্যস্ত হওয়া জায়েয নয় । প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনাদের এভাবে ঘুমিয়ে থাকাটাও ঠিক হয়নি। সামনে থেকে সতর্কতা অবলম্বন করবেন৷

-শরহুল মুনইয়াহ ৫৫১; আলবাহরুর রায়েক ২/১৫১৷
মুফতী মেরাজ তাহসীন মুফতীঃ জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাহ্মণবাড়িয়া ৷

    Comments:
  • possibly should be round 2.

9-Oct-2017 8:36 pm

10-Oct-2017 8:25 am


Highlights from History of Islam.

More events will gradually be added, inshaAllah.

https://habibur.com/history/

10-Oct-2017 8:25 am

10-Oct-2017 8:35 am


মহিলাদের হজ্বের জন্য পাসপোর্টের ছবি তোলা ও পর্দা লঙ্গনের আশংকায় বদলি হজ্ব করানো ৷

প্রশ্ন

আমার খালা একজন আলেমা ৷ তার উপর হজ্ব ফরজ হয়েছে ৷ তিনি পর্দার প্রতি অনেক গুরুত্ব দেন ৷ পাসপোর্টের ছবির কথা শুনে তিনি অত্যান্ত মনক্ষুন্ন হন ৷ কারন ছবি অনেক পরপুরুষের নজরে পরবে ৷ তাই তিনি অত্যান্ত চিন্তত এবং তিনি নিজে হজ্বে না গিয়ে বদলি হজ্ব করানো ইচ্ছা পোষন করছেন ৷ তাই জানার বিষয় হলো, এসব বিবেচনায় খালার জন্য নিজে হজ্বে না গিয়ে বদলি হজ্ব করানোর সুযোগ আছে কিনা?মহিলাদের হজ্বর জন্য পাসপোর্টের ছবি তোলা বৈধ কিনা? জানিয়ে বাধিত করবেন ৷

উত্তর

একজন পর্দানশীন মুমিন নারীর জন্য তার চেহারা পরপুরুষের সম্মুখে প্রকাশ হওয়া এবং তার ছবি অন্যদের সামনে প্রদর্শিত হওয়া স্বভাবতই মনোক্ষুন্নের কারণ। তবে পর্দা যেমন আল্লাহ তাআলার বিধান তেমনি হজ্বও তাঁরই গুরুত্বপূর্ণ ফরয বিধান । সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে উক্ত মহিলার উপর যদি হজ্ব ফরয এবং নিজে হজ্ব করার মতো শারীরিক শক্তি-সামর্থ্য থাকে, তার নিজের হজ্ব নিজেকেই গিয়ে করতে হবে। পাসপোর্টের ছবি পরপুরুষ দেখবে-এই কারণে বদলি করানো জায়েয হবে না। এক্ষেত্রে বদলি করালে তার ফরয হজ্ব আদায় হবে না।

আর হজ্বের জন্য ছবি এবং ইমিগ্রেশনে চেক-আপ ইত্যাদি সব কিছুই হজ্বের ব্যবস্থাপনাগত বিষয়। হজ্ব কারি ব্যক্তির এসব বিষয়ে কিছুই করার থাকে না ৷ বরং সে আইনগতভাবেই এসব কাজ করতে বাধ্য। তাই এসব ক্ষেত্রে ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়ের দায়ভার কর্তৃপক্ষের উপরই বর্তাবে। তার কোন গুনাহ হবে না ৷

-আদ্দুররুল মুখতার ২/৫৯৮; আল বাহরুর রায়েক ৩/৬০৷

মুফতী মেরাজ তাহসীন মুফতী: জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাহ্মণবাড়িয়া ৷

10-Oct-2017 8:35 am

10-Oct-2017 8:49 am


পুরুষ ও মহিলাদের নামাযে পার্থক্য৷

প্রশ্ন

কিছুদিন যাবৎ একটি মহল থেকে শুনা যাচ্ছে যে, পুরুষ মহিলার নামাযে কোন পার্থক্য নেই৷ কুরআন হাদীসে নাকি কোন পার্থক্যের কথা নেই৷ এতে জনসাধারন মারাত্বক বিভ্রান্তিতে পড়েছে৷ বিশেষ করে ইন্টার্নেটে একশ্রেনীর লোকেরা সরলমনা ইসলামপ্রীয় মেয়েদের কে বিভ্রান্ত করছে৷ তারা জর্জরিত হচ্ছে বহু সমস্যায়৷ মুফতী সাহেবের নিকট আকুল আবেদন এ বিষয়ে হাদীস মুতাবিক সঠিক সমাধান দিয়ে মুসলিম বোনদের বিভ্রান্তি থেকে রক্ষা করুন৷

উত্তর

আল্লাহ তায়ালা মানুষ সৃষ্টি করেছেন তাঁর ইবাদতের উদ্দেশ্যে৷ বিশেষ হেকমতের কারনেই মানুষকে পুরুষ ও মহিলা দুটি শ্রেনীভুক্ত করেছেন৷ মানুষ হিসেবে দুশ্রেনীর মাঝে ব্যবধান না থাকলেও বিশেষ কিছু দিক বিবেচনায় অনেক পার্থক্য রয়েছে৷ পার্থক্যের দিকটি বাহ্যিক জীবনে যেমন গুরত্ব দেয়া হয়েছে৷ ইবাদতের ক্ষেত্রেও পার্থক্যগুলো স্পষ্ট করে দেয়া হয়েছে৷ যেমন-

১৷ মহিলা পুরুষ উভয়ের উপর হজ্ব ফরজ৷ কিন্তু মহিলা যদি সফরের দুরত্ব থেকে আসে তাহলে পথ খরচ ছাড়াও হজ্বের সফরে তার সাথে মাহরাম পুরুষ থাকা শর্ত৷ (দলিল বুখারী হাঃ ১০৮৬; মুসলিম হাঃ ১৩৩৮)

২৷ ইহরাম অবস্থায় পুরুষের জন্য মাথা ঢাকা নিষেধ৷ অথচ মহিলাদের জন্য মাথা ঢাকা ফরজ৷ ( আবু দাউদ হাঃ ১৮৩৩; বায়হাকী ৯১২৮)

৩৷ পুরুষ উচু আওয়াজে তালবিয়া পড়বে, অথচ মহিলারা নিম্ন আওয়াজে পাঠ করা জরুরী ( দারাকুতনী হাঃ ২৮৪১)

৪৷ মহিলাদের রমল নিষেধ৷ পুরুষ রমল করবে৷ ( দারাকুতনী ২৭৪০)

৫) হালাল হওয়ার সময় পুরুষ মাথা মুন্ডাবে ৷ মহিলাদের মাথা মুন্ডানো হারাম ৷ ( দারাকুতনী ২৬৪০)

৬৷ পুরষের সতর নাভী থেকে হাটু পর্যন্ত৷ মহিলাদের মাথা থেকে পা পর্যন্ত পুর্ন শরীর৷ ( তিরমিযি হাঃ ১১৭৩)

৭৷ আযান ইকামত পুরুষের জন্য মহিলাদের জন্য নয়৷ ( বায়হাকী হাঃ ১৯৫৯,১৯৬৩)

৮৷ ইমাম খতিব হওয়া পুরুষের কাজ মহিলাদের নয়৷ (বুখারী হাঃ ৪৪২৫, মুসতাদরাকে হাকেম,হাঃ ৭৯৫২)

৯৷ জুমার নামায পুরুষের জন্য ফরজ, মহিলাদের নয়৷ ( বায়হাকী ১৯৬০)

এছাড়াও বহু বিষয়ে পুরুষ মহিলার মাঝে পার্থক্য রয়েছে৷

উপরোক্ত মাসালাগুলোতে লক্ষনীয় বিষয় হলো, অনেক কাজ ফরজ হওয়া সত্বেও মহিলাদের পর্দার বিধানকে প্রাধান্য দিয়ে তাদের জন্য সতন্ত্র হুকুম দেয়া হয়েছে৷

ঠিক তেমনি নামাযের মধ্যেও পুরুষ মহিলার বহু পার্থক্য রয়েছে৷ নিম্নে তা সংক্ষেপে হাদীস সহ উল্যেখ করা হলো৷

১৷ তাকবীরে তাহরীমার সময় পুরুষ কান পর্যন্ত হাত উঠাবে ৷ মহিলারা বুক পর্যন্ত৷ ( জুযয়ে রফয়ে ইদাইন পৃ ১৪, মুজামুল কাবীর হাঃ ২৪৯০, মুসান্নাফে ইবনে আবি শায়বা হাঃ ২৪৮৬, ২৪৮৭)

২৷ তাকবীরে তাহরীমার সময় পুরুষ চাদর থাকলে ভিতর থেকে হাত বের করবে মহিলারা ওড়নার ভিতর থেকে হাত বের করবে না৷ ( তিরমিযি হাঃ ১১৭৩, ইবনে হিব্বান হাল ৫৫৯৮, ৫৫৯৯,

৩৷ হাত উঠানোর সময় পুরুষ হাত বুকে মিলাবে না৷ মহিলারা বুকের সাতে মিলিয়ে রাখবে৷ ( মুসান্নাফে আব্দুর রজ্জাক ৫০৮০, ইবনে আবি শাইবা ২৪৮৯)

৪৷ পুরুষ হাতের আঙ্গুল সর্বাবস্থায় সাভাবিক রাখবে, মহিলারা মিলিয়ে রাখবে৷ ( ইবনে আবি শাইবা হাঃ ২৭৯৪)

৫৷ পুরুষ হাত নাভির নিচে বাধবে, মহিলাগন বুকের উপর বাধবে, কারন বুকে হাত বাধলে সতরের জন্য অধিক উপযুক্ত৷ ( তিরমিযি হাঃ ১১৭৩)

৬৷ পুরুষ ডান হাতের বৃদ্ধা ও কনিষ্ঠা আঙ্গুল দ্বারা বাম হাতকে শক্ত করে ধরবে৷ মহিলারা আলত ভাবে রাখবে৷ ( বুখারী হাঃ ৭৪১, ৪১৮)

৭৷ দাড়ানোর সময় মহিলারা দু পা মিলিয়ে রাখবে৷ পুরুষ দুপায়ে মাধ্যখানে ফাকা রাখবে৷ ( ইবনে আবি শাইবা হাঃ ২৭৯৪)

৮৷ মহিলারা সবসময় ক্বেরাত আস্তে পড়বে৷ ( বুখারী হাঃ ৬৮৪,১২০১, ১২০৪)

৯৷ রকুতে পুরুষের মাথা, কোমর, পিঠ সমান থাকবে৷ মহিলারা পুরোপুরি ঝুকবে না, হাত হাটু পর্যন্ত পৌছে পরিমান ঝুকবে৷ কারন এভাবে অধিক পর্দা হয়৷

১০৷ মহিলারা রুকুতে উভয় পায়ের গোড়ালি মিলিয়ে রাখবে, পুরুষ ফাকা করে রাখবে৷

১১৷ মহিলারা বাহুদ্বয় পাজরের সাথে মিলিয়ে রাখবে ৷ পুরুষ মিলাবে না৷
( ইবনে আবি শাইবা হাঃ ২৭৯৪)

১২৷ রুকুতে পুরুষ উভয় হাতে হাটু শক্ত করে ধরবে মহিলারা সাভাবিক রাখবে৷ ( বুখারী হাঃ ৫৬৭৩, ৬৪৬৩)

১৩৷ রুকুতে মহিলারা হাতের আঙ্গুল মিলিয়ে রাখবে৷ পুরুষ ছড়িয়ে রাখবে৷ ( ইবনে আবি শাইবা ২৭৯৪)

১৪৷ সিজদায় পুরুষ উভয় হাত কব্জি থেকে কনুই পর্যন্ত জমিন থেকে উপরে রাখবে, মহিলারা জমিনে বিছিয়ে রাখবে৷ (বায়হাকি হাঃ৩২৮৫,৩২৮৬)

১৫৷ সেজদায় পুরুষ পেট উরু থেকে পৃথক রাখবে৷ মহিলারা মিলিয়ে রাখবে৷ ( মুসান্নাফে আব্দুর রাজ্জাক হাঃ ৫০৮৬, ইবনে আবি শাইবা ২৭৯৬)

১৬৷ সেজদায় পুরুষ বাহু পাজর থেকে পৃথক রাখবে, মহিলারা মিলিয়ে রাখবে৷ ( ইবনে আবি শাইবা হাঃ২৭৯৭)

১৭৷ সেজদায় পুরুষ পায়ের পাতা খাড়া রাখবে৷ মহিলারা ডান দিক দিয়ে বের করে মাটিতে বিছিয়ে রাখবে৷ ( মুসান্নাফে আব্দুর রজ্জাক হাঃ ৫০৮২)

১৮৷ বসার ক্ষেত্রে পুরুষ বাম পায়ের উপর বসবে, মহিলারা নিতম্বের উপর বসবে৷ ( বায়হাকি ৩২৮৩, ইবনে আবি শাইবা ২৭৯৯)

১৯৷ পুরুষ বাম পা বিছিয়ে রাখবে, মহিলারা উভয় পা ডান দিকে বের করে মাটিতে বিছিয়ে রাখবে৷ ( ইলাউস সুনান ৩/২৭)

২০৷ পুরুষ উভয় উরু স্বাভাবিক রেখে বাম পায়ের পাতার উপর বসবে, মহিলারা উভয় পায়ের উরু মিলিয়ে রাখবে৷ (বায়হাকি হাঃ ৩২৮৩)

২১৷ পুরুষ বাম পায়ের পাতা বিছিয়ে ডান পা খাড়া রাখবে৷ মহিলারা ডান পায়ের গোছা বাম বায়ের গোছার উপর রাখবে৷ (বায়হাকী হাঃ ৩২৮৩)

২২৷ পুরুষ বসাবস্থায় হাতের আঙ্গুল স্বাভাবিক রাখবে৷ মহিলারা মিলিয়ে রাখবে৷ (যখীরা ২/১৯৩)

২৩৷ নামাযে পুরুষের জন্য নাভি থেকে হাটুর নিচ পর্যন্ত ঢাকা ফরজ৷ আর মহিলাদের জন্য চেহারা হাত কব্জি পর্যন্ত ও পায়ের পাতা ব্যতিত সম্পুর্ন শরীর ঢেকে রাখা ফরজ৷ (তিরমিযি হাঃ ১১৭২)

উল্লিখিত বর্ননা থেকে হাদীসের আলোকেই স্পষ্টভাবে প্রমানিত যে, পুরুষ ও মহিলার নামায এক রকম নয়৷ বরং বহু পার্থক্য রয়েছে৷

যারা বলে পার্থ্য নেই৷ তাদের হাদীসের নুন্যতম জ্ঞান রাখে না৷ গ্রহনযুগ্য কোন দলিল প্রমানের উপর ভিত্তি না করেই এসব অবান্তর কথা বলে মুসলমানদের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করে৷

আল্লাহ তায়ালা এসব ফেতনাবাজদের ফেতনা থেকে সকলকে, বিশেষ করে মা বোনদের কে রক্ষা করুন৷ সহীহ বুঝে আমল করে উভয় জগতে ধন্য হওয়া তৌফীক দান করুন৷ আমীন৷

উত্তর প্রদানে মুফতী মেরাজ তাহসীন
01756473393

10-Oct-2017 8:49 am

10-Oct-2017 8:55 am


প্রশ্ন

আমার বাসা ঢাকার মূল শহরে। বিদেশ সফরকালিন বাসা থেকে এয়ারপোর্ট যাওয়া- আসার সময় আমি কি মুকীম হব, নাকি মুসাফির?

উত্তর

প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনি বিমানবন্দরের পথে ও বিমান বন্দরে মুকীম থাকবেন তাই পুরো নামাযই পড়তে হবে। কেননা মুসাফির হওয়ার জন্য নিজ শহরের আবাদি অতিক্রম করা শর্ত। তদ্রূপ সফর থেকে ফিরে বিমান বন্দরে অবতরণ করলেই মুকীম হয়ে যাবেন। নাফে রাহ. থেকে বর্ণিত, তিনি বলেন, আবদুল্লাহ ইবনে ওমর রা. মদীনার ঘর-বাড়ি অতিক্রম করলে তখন নামায কসর পড়তেন এবং সফর থেকে ফেরার সময় মদীনার বসতিতে প্রবেশের আগ পর্যন্ত কসর পড়তেন।

-মুসান্নাফ আবদুর রাযযাক, হাদীস ৪৩২৩, ৪৩১৯, ৪৩২১; কিতাবুল আছল ১/২৩২; বাদায়েউস সানায়ে ১/২৬৪

10-Oct-2017 8:55 am

10-Oct-2017 4:15 pm


পরস্পর দুইজন একসাথে সালাম দিলে করনীয় ৷

প্রশ্ন

অনেক সময় আমরা সালাম দেওয়ার ক্ষেত্রে একে অপরকে একসাথে সালাম দিয়ে ফেলি। এক্ষেত্রে আমাদের করণীয় কী? আর যদি আগ-পর করে সালাম দেওয়া হয় তখন কি করনীয় ? জানিয়ে বাধিত করবেন।

উত্তর

দুইজন পরস্পরকে একসাথে সালাম দিলে প্রত্যেককে অন্যের সালামের জবাব দিতে হবে। আর যদি কারো সালাম আগে হয় অপর জনের
সালাম জবাব দেয়া় আবশ্যক হবে।

-সহীহ মুসলিম, হাদীস ২৮৪১; ফাতাওয়া তাতারখানিয়া ১৮/৭৮; রদ্দুল মুহতার ৬/৪১৬ ৷

মুফতী মেরাজ তাহসীন মুফতীঃ জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাহ্মণবাড়িয়া ৷

10-Oct-2017 4:15 pm

10-Oct-2017 4:21 pm


তাহাজ্জুদ নামাযের রাকাত সংখ্যা৷

প্রশ্ন

তাহাজ্জুদ নামায কত রাকাত? আমার আম্মু সবসময় বার রাকাত পড়েন ৷ তাহাজ্জুদ নামায নাকি বার রাকাত৷ এটা কতটুকু সঠিক?

উত্তর

রাসূল সাঃ তাহাজ্জুদ নামায নামায কখনো চার রাকাত পড়তেন, কখনো ছয় রাকাত পড়তেন। কখনো আট রাকাত পড়তেন। কখনো দশ রাকাত পড়তেন।
তাহাজ্জুদের নামায ১০ রাকাত পর্যন্ত পড়া রাসূল সাঃ থেকে সহীহ হাদীসে পাওয়া যায়।

যেমন,আবু সালামা ইবনে আব্দুর রহমান বলেন, আমি হযরত আয়েশা রা. কে জিজ্ঞাসা করলাম যে, রমযানে নবীজীর নামায কেমন হত? তিনি উত্তরে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমযানে এবং রমযানের বাইরে এগার রাকাতের বেশি পড়তেন না। প্রথমে চার রাকাত পড়তেন, যার সৌন্দর্য ও দীর্ঘতা সম্পর্কে জিজ্ঞাসা করো না! এরপর আরও চার রাকাত পড়তেন, যার সৌন্দর্য ও দীর্ঘতা তো বলাই বাহুল্য! এরপর তিন রাকাত পড়তেন।

সহীহ বুখারী ১/১৫৪, হাদীস ১১৪৭; সহীহ মুসলিম ১/২৫৪, হাদীস ৭৩৮৷

আব্দুল্লাহ ইবনে আবী কাইস থেকে বর্নিত তিনি বলেন, আমি হযরত আয়েশা রা.-এর কাছে জিজ্ঞাসা করলাম যে, নবীজী বিতর কত রাকাত পড়তেন? উত্তরে তিনি বলেন, চার এবং তিন, ছয় এবং তিন, আট এবং তিন, দশ এবং তিন। তিনি বিতরে সাত রাকাতের কম এবং তের রাকাতের অধিক পড়তেন না।

সুনানে আবু দাউদ ১/১৯৩, হাদীস ১৩৫৭; মুসনাদে আহমদ ৬/১৪৯, হাদীস ২৫১৫৯৷

তবে দশ রাকাতের চেয়ে বেশি পড়া যাবে না, এমন নয়। যেহেতু তাহাজ্জুদ নফল নামায তাই যত বেশি পড়া যায় ততই সওয়াব। তাই আপনার আম্মু বার রাকাত পড়লে কোন কোন সমস্যা নেই, তবে তাহাজ্জুদ নামায বার রাকাত, এমন মনে করা যাবে না৷

মুফতী মেরাজ তাহসীন মুফতীঃ জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাক্ষণবাড়িয়া ৷
01756473393

10-Oct-2017 4:21 pm

11-Oct-2017 6:18 am


Funny Pics.


তোমরা যারা...



When I post something on FB.



Honest confession.

11-Oct-2017 6:18 am

11-Oct-2017 6:30 am


ইন্টারনেট কোম্পানীতে চাকুরী করা৷

প্রশ্ন

আমি একটি ব্রডবেন্ড ইন্টারনেট কোম্পানীতে চাকুরী করি। আমার কাজ হল: প্রতি মাসের বিল গ্রাহকরা অফিসে দিয়ে যায় আমি তার হিসাব রাখি। এক্ষেত্রে এই চাকুরী করা কি জায়েজ হবে কিনা?

উত্তর

হারাম কাজ করে এমন কোনো প্রতিষ্ঠানে চাকরি করা ইসলাম অনুমোদন করে না। যেমন: সুদী ব্যাংক বা মাদক কোম্পানীতে চাকুরী করার অনুমোদন ইসলামে নেই।

পক্ষান্তরে যদি প্রতিষ্ঠানটি এমন কোনো কাজ করে যা মূলগতভাবে হারাম নয় কিন্তু মানুষ এটাকে মন্দ বা হারাম কাজে ব্যবহার করে, এধরণের প্রতিষ্ঠানে চাকরি করা বৈধ। সুতরাং আপনার ব্রডবেন্ড ইন্টারনেট কোম্পানীতে চাকুরী বৈধ হবে।

জদীদ ফিকহি মাসাইল 299৷
উত্তর প্রদানে মুফতী মেরাজ তাহসীন
01756473393

11-Oct-2017 6:30 am

11-Oct-2017 1:56 pm


আখিরাত ভাবনা:


আথারি মতবাদ ঠিক নাকি আশারি? আখিরাতে এই প্রশ্নের সম্মুখিন হবার ভয় করি না।

তবে এ নিয়ে যদি আমি তর্কে লিপ্ত হই আর এমন কথা বলি যা আল্লাহ তায়ালা বলেন নি -- তবে সে ব্যপারে আমি আখিরাতে ভয় করি।


আকিদার বিষয়গুলোর মাঝে শুধু "কদরের" ব্যপারে ভয় করি। এর বিশ্বাস আমার ঠিক আছে কিনা। এ এমন যে এই ব্যপারে কারো কাছে মুখ খোলাও উপায় নেই, "দেখেন তো এই বিশ্বাস ঠিক আছে কিনা?" তাই শুধু আল্লাহর উপর ভরসা।

আকিদার বাকিগুলোর ব্যপারে সারা জীবন ধরে যা শুনে আসছি তাই। নতুন কথায় আশংকা বেশি।


ধরা খেলে আমি আমলের ব্যপারে ধরা খাবার আশংকা করছি।
আর আকিদার ব্যপারে বাড়া বাড়ি করে থাকলে সেটা।

    Comments:
  • I played Mortal Combat.

11-Oct-2017 1:56 pm

11-Oct-2017 2:40 pm


With the drum beat of all historic events going on, the latest addition is Historic fire in California.

11-Oct-2017 2:40 pm

11-Oct-2017 2:59 pm



আবু নাসের জান্নাতি কিনা, সেটার উপর আমার নিজের জান্নাত নির্ভর করে না।

তবে আবু নাসেরকে কাফের সন্দেহ করে যদি আমি হত্যা করি, তার পর থেকে তার জান্নাতি হবার উপর আমার জান্নাত নির্ভর করে।


ডিনায়েল ফেইজ। যে কেউ আবু নাসেরের পক্ষে বিন্দু মাত্র ভালো কিছু বলবে, সে যেন আমার গায়ে আগুন লাগিয়ে দিয়েছে।

কারন আমি জানি: আবু নাসের জান্নাতি হলে আমার আখিরাত শেষ। আমার সারা জীবনের আমল বরবাদ। আমার অস্তিত্ব মূল্যহীন।


তাই আমি কোরআন হাদিস থেকে যুক্তি দেখাবো। কুফর তাগুত মুরজিয়াকে এক্সটেন্ড করে প্রমান দেখাবো।

কারন অন্তর থেকে আমি জানি : আবু-নাসের যদি জাহান্নামি না হয়, তবে আমি জাহান্নামি।

11-Oct-2017 2:59 pm

11-Oct-2017 6:41 pm


একটা কমন ধারনা আছে যে আমি তর্ক করি না।

এটা ভুল ধারনা। তর্ক করতে চায় এমন হয়তো হাজার হাজার আইডি আছে ফেসবুকে। কিন্তু তর্ক করতে হয় এক জন এক জন করে। আর সবাই চায় তার সাথে করি।

এই হাজার হাজার লোকের সাথে তর্ক করার মত সময় আমার নেই।

তবে প্রতি মাসে দু-চার জন যাদের সাথে তর্ক করেছি এর আগ পর্যন্ত, এর পর দেখেছি তারা সবাই তাদের স্টেটাস মুছে দিয়েছে। এর মাঝে x,y,z-বাবাজিও আছেন।

এটা বুঝায় তর্কে সময় দেয়া অর্থহীন।

11-Oct-2017 6:41 pm

12-Oct-2017 12:53 pm



তুরস্কের একটা জিনিস ভালো লেগেছে। তারা রাশিয়া থেকে S-400 কিনছে না। বরং অফার দিয়েছে বানানোর টেকনলজি তাদের দিতে হবে তারা এর জন্য টাকা দেবে। কারন টেকনলজি নিজেরা তৈরি করতেও খরচ হতো। এই রকম না হলে চুক্তি বাতিল।

কেনা অস্ত্র দিয়ে যুদ্ধ করা যায় না। এটা সৌদি আরব দেরিতে হলেও বুঝছে। তাই রাশিয়ায় গিয়ে সৌদি বাদশাহ সৌদিতেই AK তৈরির কারখানার অনুমতি নিয়ে এসেছে। এটা ৪০ বছর আগে করা উচিৎ ছিলো।


মুসলিমদের পতনের একটা কারন অনেকে বলছে বিজ্ঞান চর্চার অভাব। অস্ত্র তৈরি করতে বিজ্ঞান লাগে। এমন কি আধুনিক ফাইটার, মিসাইল, হেলিকপটার কিনে আনলেও সৈনিকরা চালাতে পারবে না, যদি না বিজ্ঞান জানে।


একটা জাতির মাঝে সব দরকার আছে।
আলেম, দায়ী, বৈজ্ঞানিক, ইঞ্জিনিয়ার, ডাক্তার, ব্যবসায়ী, জাকেরিন, সৈনিক, ইমাম।

একজন সব হতে পারবে না।
আবার দেশের সবার এক কাজে ভীড় করারও দরকার নেই।

12-Oct-2017 12:53 pm

12-Oct-2017 4:12 pm



জাকির নায়েকের লেকচার আমি শুনি নি। চলতে ফিরতে যা কানে যায় তা ছাড়া।

কিন্তু উনার বিরোধিদের বিরোধিতা আমার কাছে অতিরঞ্জিত লাগে। তাই উনার বিপক্ষে কেউ কিছু বললে আমি জাকির নায়েকের পক্ষ নেই।


হামজা ইউসুফের লেকচার শুনতাম আগ্রহ নিয়ে। ইয়াসির কাজীর পলিটিক্যল লেকচারগুলো শুনেছি। ইসমাইল মেংকের লেকচারগুলোর কিছু ক্লিপও।

তবে নুমান আলী খানের কোনো লেকচারই শুনি নি। তার পরও যখন উনার বিরোধিতা হয় তখন সমর্থন করি as a muslim.

কিন্তু এখন যারা উনাকে আউট করেছেন তাদের বিরুদ্ধে NAK এর পাল্টা মামলা একটা লাইন অতিক্রম করছে। তাই এখন NAK -কে সমর্থন করার কোনো কারন নেই।


খুজলে যে কারো দোষ বের করা যায়। ফেসবুকের যত আইডি আছে সবার। যত বড় বড় আলেম আছে ইতিহাসে সবার।

উনাদের বিরোধিদের বইগুলো পড়েন তাহলেই পাবেন। আবু হানিফা থেকে ইবনে বাজ রাহি: পর্যন্ত।

আমি সেগুলো খুজি না। যার মাঝে যতটুকু ভালো আছে ততটুকু নেই।

    Comments:
  • FAQ:
    "শিয়াদের থেকেও তাহলে ভালো নেবেন?"
    "কাদিয়ানি?"
    "ভালো মন্দ সবাই বের করতে পারবে না।"
    "দুর্জন বিদ্যান হলেও পরিত্যজ্য।"

    এই ধরনের লক্ষ যুক্তি।

  • FAQ এ দিয়ে দিয়েছি। এই আপত্তি আসবে জানতাম। কিন্তু ধারনা ছিলো আমার FAQ পড়ে সবাই এতদিনে বুঝেছে।

12-Oct-2017 4:12 pm

12-Oct-2017 6:11 pm


Splitting the hair. ব্যসিক্যলি এটা সময় নষ্ট।

যেমন,
: আপনি বললেন সবার ভালো থেকে নেন। তো শিয়াদের থেকেও নিবেন?

: সবাই বলতে সুন্নিদের বুঝিয়েছি।

: তো? সালাফিরা বলে দেওবন্দিরা আহলে সুন্নাহর বাইরে। দেওবন্দিদের অনেকে বলে সালাফিরা আহলে সুন্নাহ না। কাকে সুন্নি ধরবেন?

: মানে যে নিজেকে সুন্নি দাবি করে, আরকি।

: কাদিয়ানিরাও নিজেদের সুন্নি দাবি করে। তাদের থেকেও শিক্ষা নেন?

এভাবে তর্ক দুই ঘন্টা পর্যন্ত চালানো যাবে।

চার লাইনের একটা স্টেটাসের সব রেঞ্জ আর লিমিট যদি ডিফাইন আর এক্সপ্লেন করতে থাকি তবে এর সাথে আরো ২০০ লাইন দিতে হবে টিকা আর ব্যখ্যা।

তবে যারা বুঝার তারা রেঞ্জ আর লিমিট বুঝে কি বলছি বুঝে নেয়।

যে কারনে তর্কে জড়াই না। কমেন্টের প্রশ্নের জবাব দেই না। এবং অধিকাংশ কমেন্ট মুছে দেই। "জানতে চাই" "জানার জন্য জিজ্ঞাসা করেছি" টাইপের কমেন্ট হলেও।

    Comments:
  • ^ অনেক "যদি" আছে। যদি না হয়? তখন?

12-Oct-2017 6:11 pm

12-Oct-2017 7:38 pm


US withdraws from UNESCO. (Y)

it's pre-ww2 deja vu all over.

12-Oct-2017 7:38 pm

12-Oct-2017 9:22 pm


কথ্য আরবী আর কোরআন শরিফ পড়ার মাঝে একটা পার্থক্য লক্ষ্য করেছিলাম যে কথ্যতে জবর বা ফাতহাকে প্রায় সময়ে "এ" এর মত উচ্চারন করে।

যেমন : ফেয়েলে, দেহেবে, গেসেলে।

ভেরিফাই করার সময়

কোরআন শেখার সময় আমাকে শিখতে হয়েছিলো সব ফাতহা সবসময় "আ" উচ্চারন হবে। ফায়ালা, দাহাবা, গাসালা। এরকম।

12-Oct-2017 9:22 pm

12-Oct-2017 10:35 pm


অশুদ্ধ তিলাওয়াতকারীর পিছনে নামাযের ইক্তিদা করা৷

প্রশ্ন

আমাদের মসজিদের আগের ইমাম সাহেব চলে যাওয়ার পর এমন একজন ইমাম আনছে যার কুরআন তেলয়াত খুব অশুদ্ধ ৷ তাই জানতে চাই, এই ইমামের পিছনে নামায হবে কি? যদি না হয় তাহলে আমি কি জামাত বাদ দিয়ে একা বাড়িতে নামায পড়ব ? আমাদের বাড়ির পাশে কোন মসজিদ নাই ৷ অনেক দূরে আছে ৷

উত্তর

কুরআনে কারীম শুদ্ধ করে পড়তে পারে এমন ব্যক্তি অশুদ্ধ তিলাওয়াত কারী ইমামের পিছনে নামায পড়লে তার নামায হয় না। অতএব যদি আপনাদের মসজিদের ইমামের তিলাওয়াত অশুদ্ধ ও আপনার তিলাওয়াত শুদ্ধ হয় তাহলে উক্ত ইমামের পিছনে নামায পড়লে আপনার নামায হবে না ৷ নামায আবার দোহরিয়ে পড়তে হবে।

উল্লেখ্য যে, আপনাদের উচিত উক্ত ইমামকে পরিবর্তন করে শুদ্ধ তিলাওয়াতকারী কোন ইমামকে রাখা, অথবা উক্ত ইমামকে তিলাওয়াত শুদ্ধ করে আসার তাগিদ দেয়া। যদি তা সম্ভব না হয়, আপনি আশপাশের অন্য কোন মসজিদে জামাতে নামায আদায় করবেন ৷ তাও সম্ভব না হলে জামাতের সওয়াব পেতে উক্ত ইমামের ইক্তিদা করার পর, আবার নামাযটি দোহরিয়ে নিবেন।

-আল হিদায়া-১/১৩০; বাদায়েউস সানায়ে-১/৩৫২; আলবাহরুর রায়েক-১/৬৩০-৬৩১ ফাতাওয়া শামী- ২/৩২৪ ফাতাওয়া হিন্দিয়া-১/১৪৩-১৪৪ ৷

মুফতী মেরাজ তাহসীন মুফতীঃ জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাক্ষণবাড়িয়া৷

12-Oct-2017 10:35 pm

13-Oct-2017 6:03 am

13-Oct-2017 6:17 am

13-Oct-2017 1:50 pm


ডিমের খবর:

হুড়োহুড়ি আর ধাক্কাধাক্কিতে ডিম দেওয়া মিনিট দু-একের মধ্যেই বন্ধ হয়ে যায়। ধাক্কাধাক্কিতে একপর্যায়ে ডিম বিতরণের জন্য তৈরি অস্থায়ী মঞ্চ ভেঙে পড়ে। বেশ কয়েক খাঁচি ডিম ভেঙে নষ্ট হয়ে যায়। অনেকে ডিমের ওপরে গিয়ে পড়েন। রোদে দাঁড়িয়ে আর ধাক্কাধাক্কিতে কয়েকজন নারী অসুস্থ হয়ে পড়েছেন।

অধিকাংশই ডিম পাননি। এক লোকের হাতে তিনটা ডিম দেখা গেল। জিজ্ঞেস করতেই সে হেসে বলল, ‘ভাই আমি পাঁচটায় এসেছি, ডিম পাইনি কৌশলে চুরি করে নিছি।’

পরিস্থিতি সামাল দিতে তেজগাঁও থানার পুলিশ যোগ দেয়। তারা কয়েকবার লাটিচার্জ করে। তারপরও মানুষ ডিম নিয়ে বিক্ষোভ করতে থাকে।

ডিম না পেয়ে মানুষ ‘আর কোনো দাবি নাই, ডিম চাই বিচার চাই’, ‘ভুয়া ভুয়া’, ‘ডিম চোর, ডিম চোর’, ‘ডিম চাই ডিম চাই’—স্লোগানে বিক্ষোভ করতে থাকে।

একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী লিটন হালদার। তিনি প্রথম আলোকে বলেন, ‘কষ্ট লাগছে ডিম পেলাম না। যে কষ্ট করছি, এর চেয়ে ডিম দোকান থেকে কিনলেও শান্তি পেতাম।'

13-Oct-2017 1:50 pm

13-Oct-2017 2:14 pm

13-Oct-2017 3:13 pm


চিকেন ফ্রাই রেসিপি: (collected)

এক কেজি মুরগী কেটে পছন্দমত পিস করে কেটে ভাল করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এবার এতে দুই টেবিল চামচ সয়াসস, হাফ চা চামচ গোল মরিচের গুঁড়া, এক চা চামচ আদা বাঁটা, দেড় চা চামচ রসূন বাঁটা, ঝাল বুঝে লাল মরিচ গুঁড়ো, দুই টেবিল চামচ সয়াসস ও স্বাদমতো লবণ দিয়ে ভাল করে মেখে নিয়ে মেরেনিট হতে রেখে দিন আধ ঘণ্টা।

এবার একটা ছড়ানো পাত্রে হাফ কাপ পরিমাণ ময়দা নিয়ে এতে এক চিমটি লবণ নিয়ে ভালোভাবে মিশিয়ে রাখুন।

এখন মেরিনিট করা চিকেনে একটা ডিম দিয়ে ভালাভাবে মেখে নিন। এবার ময়দার মিশ্রণে চিকেনগুলো একে একে গড়িয়ে নিন। চিকেনের উপর ময়দার কভার বেশি পুরু হবে না আবার পাতলাও হবে না।

এখন ফ্রাই প্যানে তেল গরম হয়ে এলে এতে চিকেনগুলো এপিঠ-ওপিঠ বাদামী করে ভেঁজে নিন। ডুবো তেলে ভাঁজলে চিকেন বেশ মুচমুচে হবে। ব্যস, তৈরি আপনার চিকেন ফ্রাই বা ফ্রাইড চিকেন। সস বা চাটনির সাথে গরম গরম পরিবেশন করুন।

    Comments:
  • shipment বানান ঠিক আছে। শুধু sea বানান ভুল করেছে।
    //বুধবার by see এর shipment হবে//
  • ও আচ্ছা। :-) তবে sea বানান আগের পোষ্টগুলোতেও see লিখেছে।

13-Oct-2017 3:13 pm

13-Oct-2017 11:52 pm


Flight 666 made it to HEL.
It took off on Friday the 13th.
At the 13th hour. :V
    Comments:
  • https://apnews.com/820ed75badd54fdcb168e39d2593d62b
  • দেশে ডিমের দাম ৮ টাকা পিস। মন্ত্রনালয় ঘোষনা দিয়েছে ডিম দিবস উপলক্ষে ৩ টাকা পিস ডিম বিক্রি করবে। এই দামে ডিম কেনার জন্য পুরো শহর ময়দানে ঝাপিয়ে পড়েছে।

13-Oct-2017 11:52 pm

14-Oct-2017 2:35 pm


আকিদা:


আকিদার জন্য আমাদের মত আম-দের জন্য এতটুকু যথেষ্ট যে,

আমানতু বিল্লাহি - আল্লাহকে বিশ্বাস করি।
ওয়া মালাইকাতিহি - উনার ফিরিস্তাদের।
ওয়া কুতুবিহি - উনার কিতাব সমুহতে।
ওয়া রাসুলিহি - উনার রসুলদের।
ওয়াল ইয়ামুল আখিরি - আখিরাতে।
ওয়াল কাদরি, খাইরিহি.. - তকদিরে, ভালো মন্দ আল্লাহ থেকে আসে।
ওয়া বা'সা বা'দার মাউত - মৃত্যুর পরে আবার জীবিত হওয়াতে।

আর দ


এর মাঝে তর্ক, শর্ত, এক্সটেনশন আনা হয় এভাবে --
"আমানতু বিল্লাহি" হবে না, যদি না তুমি ___
"কুতুবিহি" তে তোমার বিশ্বাস মিথ্যা, যদি না তুমি ___


"কেউ যদি উপরের গুলো বলে, আবার বিশ্বাস করে এই, তাহলেও কি তাকে ঠিক বলবেন?"
এটা আলেমগন দেখবেন। এর জন্য ফতোয়া আছে।
ব্যক্তিগত ভাবে আমি নিজে যদি ঐ রকম কিছু বিশ্বাস না করি, তবে সেটা নিয়ে আমি এখনই বিচলিত না।

14-Oct-2017 2:35 pm

14-Oct-2017 6:19 pm


-60-

৩-১৭
উনার আগে নেতৃত্বে থাকবেন একজন আফ্রিকান ১২ বছরের জন্য।
এর পর নেতৃত্ব দেবেন বাদামি রংগের এক লোক।
এর পর মাহদির দিকে রওনা হবে
উনার অনুসরনের জন্য আর উনার পক্ষে যুদ্ধ করার জন্য।

৩-১৮
উনার আগে একটা কালো পতাকা আসবে খুরাসান থেকে, কুফা হয়ে।
এর পর মক্কার কাছে এলে মক্কাতে উনার কাছে দল পাঠাবে।

৩-১৯
উনার খুরুজের আলামত এই যে বনি আব্বাসের যাতা ঘুরবে।
পতাকাবাহীরা তাদের ঘোড়ার গায়ে সিরিয়ার জলপাই লাগাবে।
দুটো গোত্রের পতন হবে : বনু জাফর, বনু আব্বাস।
কলিজা খেকোর সন্তান, মানে সুফিয়ানি দামেশকের মিম্বরে বসবে।
আর বরবর জাতী সিরিয়ার রাস্তায় বেরুবে।

[ টিকায় : কলিজা খেকো বলতে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দ কে বুঝানো হয়েছে ]
বরবর : আফ্রিকার উপজাতিগুলো।

৩-২০
উনার আগে সুফিয়ানি তার ঘোড়া আর বাহিনী নিয়ে বেরুবে।
সে পূর্বদিকের লোকের কাছে যাবে, খুরাসান পারস্যে আর পারস্যের ভুমিতে।
তারা বিদ্রোহ করবে। তার সাথে বহুবার যুদ্ধ করবে সংখ্যায়।
এর পর এক হাশেমির ডান হাতে বায়াত নিবে।
আল্লাহ তার কাজ ও রাস্তাকে সহজ করে দেবেন।
এর পর খূরাসানবাসীদের থেকে ৫০০০ লোক বেরুবে।
যাদের নেতৃত্বে থাকবে শুয়াইব বিন সালেহ আল-তামিমি।
যিনি অনারব মুসলিম [মাওয়ালি]।
হলুদ রং।
অল্প হায়াতের।
কাউসাজ [মানে যার পুরো মুখে দাড়ি নেই, কিন্তু শুধু থুতনিতে দাড়ি]
পর্বতের মুখি মুখি হলেও তারা সেটা ধ্বংশ করে দেবে।
এর পর সুফিয়ানি বাহিনীর মুখোমুখি হবে।
প্রচন্ড যুদ্ধ হবে তাদের মাঝে।
সুফিয়ানি জিতবে, এবং হাশেমিরা পলাবে।
তামিমি পলিয়ে বাইতুল মুকাদ্দাসে পৌছবে।
*হাশেমি শামের রাস্তায় পৌছলে তাকে তার পদ দেয়া হবে।
এই হাশেমির ভাই হলো মাহদি, পিতার দিক থেকে।
বা বলা হয়েছে, চাচাতো ভাই।
পরাজিত বাহিনির বাকিরা মক্কায় পৌছবে।
এবং মাহদি যখন বাহির হবে তখণ তারাও বেরিয়ে আসবে।

এই লাইনের অনুবাদে ভুল থাকতে পারে। ভুল ধরা পড়লে ঠিক করে দেবো ইনশাল্লাহ।

14-Oct-2017 6:19 pm

14-Oct-2017 6:41 pm


-61-
৩-২১
সুফিয়ানির বাহিনী মদিনার পৌছবে। এবং হুকুম দেবে সেখানে যত হাশেমি আছে সবাইকে হত্যা করার জন্য। তাদের হত্যা করা হবে। আর তারা পাহাড়ে জঙ্গলে ছড়িয়ে পড়বে। মাহদি বের হবার পর তারা আবার তার কাছে এসে একত্রিত হবে।

৩-২২
উনার খুরুজের আলামত হলো পশ্চিম দিক থেকে একটা বাহন আসবে যার উপরে থাকবে কিন্দা বংশের এক পঙ্গু লোক।

14-Oct-2017 6:41 pm

14-Oct-2017 7:28 pm


তর্ক : দরবারী আলেম।


: আপনার দলের সাথে কোনো আলেম আছে? নাকি আলেম নেই?
: নেই মানে? অনেক আছে। নাম আমি দিচ্ছি না সিকিউরিটির জন্য....
: মানলাম। আপনারা ক্ষমতায় গেলেও কি তারা আপনাদের সাথে থাকবে? নাকি চলে যাবে?
: চলে যাবে কেন? আছে সবসময়।
: তখন কি তাদের দরবারী বলা যাবে?


খতিব ওবায়দুল হকের চাকরি ছিলো সরকারি। সরকার গাড়িও দিয়েছিলো। কেউ উনাকে দরবারি বলেনি।

এই উপমহাদেশে এখন ফিকাহগত ব্যপার শেষ ফতোয়া আসে তাকি উথমানি সাহেব থেকে। একজন রিসেন্ট কওমি আলেমকে জিজ্ঞাসা করেছিলাম। উনি বললেন মাদ্রাসায় তাকি সাহেবের ফতোয়ার বই পড়ায়। তাকি উথমানি আর উনার পিতা মুফতি শফি সাহেবের পরিচয় দেয়া হয় উনাদের সরকারি চাকরি দিয়ে।

"থামেন ভাই, কিছুক্ষন পরে আপনি মাসুদ সাহেবের পক্ষে সাফাই গাইবেন।"


তবে কে দরবারী কে দরবারী না?

ডেফিনিশন কিতাবে আছে। আমিও জানি আপনিও জানেন।

তবে সেগুলো কিতাবে থাক। ট্যগটাকে অস্ত্র করি। বিরোধি মতকে ঘায়েল করার জন্য।

সব যখন বাতেল। তখন সেই শুন্য মাঠে আমার মতকে প্রতিষ্ঠা করা সহজ। বাজারে যেহেতু দোকান আমারটাই।

14-Oct-2017 7:28 pm

15-Oct-2017 1:46 pm


Someone has built the illusion staircase. And it works as expected.
This post had an attachment, which is now missing

15-Oct-2017 1:46 pm

16-Oct-2017 7:01 pm


সৌদির বিন-সালমান দেশ চালান। বয়স ৩২।
কাতারের আমিরের বয়স ৩৭।
ফ্রান্সের মেক্রন, বয়স ৩৯।
উত্তর কোরিয়ার কিম, বয়স ৩৩।
অস্ট্রিয়ার নতুন চ্যন্সেলর নির্বাচিত হলো গতকাল। উনার বয়স ৩১। নতুন রেকর্ড।

যুবকদের শাসন আর ৭০ এর উপর বৃদ্ধদের শাসন থেকে আল্লাহর কাছে পানাহ চাওযার কথা আছে হাদিসে।

যুবক কাদের বলবো? ৪০ এর নিচে যারা।

16-Oct-2017 7:01 pm

16-Oct-2017 9:43 pm


পেত্রা-মক্কা - ২

"হাদিসে মক্কার এক বন্ধির আংগুর খাবার কথা আছে। অথচ মক্কায় কোনো ফলের গাছ ছিলো না। এটা মাটি পরিক্ষা করে বের করা গিয়েছে। অথচ পেত্রায় বহু ফলের গাছ। তাই পেত্রাই ছিলো আদি মক্কা"


ব্যখ্যাটা আউট অফ কনটেক্সট। এবং ইনটেনশন্যলি উল্টো।

এই বন্ধির নাম ছিলো খুবায়েব রা:। আংগুর খাওয়া ছিলো উনার মজেজা, অলৌকিক কাজ। হাদিসে এইভাবে বর্ননা আছে। বলা আছে ঐ সময়ে মক্কায় কোনো ফল ছিলো না, কিন্তু উনি আংগুর খাচ্ছিলেন।

হাদিসটা
https://sunnah.com/bukhari/56/251


হাদিস পড়ে বুঝা যায়, এটা মক্কা মক্কাই। পেত্রা হলে আনেক ফল মূল থাকতো এবং "শহরে ফল ছিলো না" বলা হতো না। মজেজা হিসাবে এটা দেখানো হতো না।

"মাটি পরিক্ষা" করার কথা একটা এক্সাগ্রেটেড ডিসট্রেকশন। একটা দুর্বল কথার পক্ষে বিজ্ঞান নিয়ে আসা যেন মূল কথার দুর্বলতা চোখে না পড়ে।


মক্কায় কখনো ফল থাকতো না, তাও না। মক্কার ৭০ কিলোমিটার দূরে তায়েফ। এবং সেখানে প্রচুর ফল উৎপাদন হয়-হতো। যেগুলো মক্কায় আনে। ঢাকা-কুমিল্লা ডিসটেন্সের মত।

#MeccaNotPetra

পরের পর্ব:
https://www.facebook.com/habib.dhaka/posts/10154988820603176
আগের পর্ব:
https://www.facebook.com/habib.dhaka/posts/10154988418068176

    Comments:
  • ইউটুবে খুজলে পাবেন। তবে খপ্পরে এখনো না পড়লে নতুন করে ফিতনা জানার দরকার নেই।
  • আমি তিন দিন দেখার চেষ্টা করেছি। তিনবারই ঘুমিয়ে পড়েছি।
    Apparently অন্যেদের ধৈর্য অনেক বেশি। যদি সেটা catchy নতুন কোনো কথা হয়।

16-Oct-2017 9:43 pm

16-Oct-2017 11:44 pm


পেত্রা-মক্কা - ৩

"ইসলামের প্রথম শত বছরে তৈরি সবগুলো মসজিদগুলোর কিবলা পেত্রার দিকে। এগুলো মক্কার দিকেও না, জেরুজালেমের দিকেও না।"

জবাব,

পেত্রার দিকে জোর করে মিলাতে চাইলে শুধু পেত্রার দিকে মিলবে।

তাই এর সাথে ভদ্রলোক যোগ করেছেন, FUD. মানে Fear, Uncertainity, Doubt. "দেখেছেন একেবারে নিশ্চিৎ মক্কার সাথে মিলছে না। তাহলে কি বুঝলেন? হা হা! মানে বুঝলেন তো পেত্রা!!! নিজেই বুইঝা লন।" আপনার মনের সন্দেহ দিয়েই আপনােক কুপকাত। সলিড কোনো প্রমানের দরকার নেই।


প্রথমে মসজিদে কিবলাতাইনের কথা টেনেছেন। এখানে উনি কিছু প্রমান করতে পারে নি। শুধু সন্দেহ ঢুকিয়ে দিয়েছে। বলছেন, কিবলা যে পরিবর্তিত হয়েছে এটা যেন মুসলিমরা পরবর্তিতে মাটি খুড়ে বের করেছেন।

উহু। এটা মুসলিমরা প্রথম থেকেই জানে। মাটি খুড়ে আবিষ্কার করে নি।


দ্বিতীয়, চীনের এই মসজিদ

https://en.wikipedia.org/wiki/Huaisheng_Mosque

উনি সেই মসজিদে গিয়ে GPS দিয়ে বের করেছেন যে মক্কা যে দিকে তার থেকে এর কিবলা আরো ১২ ডিগ্রী উত্তরে। মানে পেত্রার দিকে।

উহু ভুয়া কথা।

নিচে ডাটা:
মসজিদের লোকেশন
$mecca=[21.3891, 39.8579];
$petra=[30.32221, 35.47933];
$china=[23.1291, 113.2644];

এটা দিয়ে হিসাব করলে ঐ মসজিদ থেকে মক্কা আর পেত্রার bearing হিসাবে আসে নিচের মত।

China-Mecca=284.50951575052 degree
China-Petra=294.95192257505 degree

অর্থাৎ, ঐ মসজিদ থেকে মক্কা পশ্চিম থেকে আরো ১৫ ডিগ্রি উত্তরে।
আর পেত্রা পশ্চিম থেকে আরো ২৫ ডিগ্রি উত্তরে।

আর নিচে গুগুল আর্থ থেকে মসজিদের ছবি বের করে কিবলা কোন দিকে বের করলাম। উনার কথা মতই। নিজের কোনো আবিষ্কার না।

দেখলাম মসজিদের কিবলা ঠিক পশ্চিম থেকে মাত্র ৫ ডিগ্রি উত্তরে।

মানে পেত্রার দিকে তো নয়ই। বরং আরো দক্ষিনে। কিছুটা ইয়েমেনের দিকে।
এখন আরেক গ্রুপ বেরুবে নাকি, "ইয়েমেনই মক্কা?" :V


দুনিয়ার ঐ প্রান্ত চীনে বসে যে একটা মসজিদ তৈরি হয়েছে ১৩০০ বছর আগে যার কিবলা মক্কার ১০ ডিগ্রির মাঝে - এটাই একটা অবাক করা বিষয়। এই আলোচিত ভদ্রলোক GPS দিয়ে নাকি এই সব বের করেছেন। ঐ সময়ে তাদের কোনো GPS ও ছিলো না। উল্লেখ্য কিবলা plus-minus 45 degree হলেও চলে।


প্রথম কমেন্টে মসজিদের ছবি। লাল গোল দেয়া। সাইডে কম্পাস। দিক বের করা হয়েছে Great Circle Bearing দিয়ে। যারা Spherical Trigonometry পড়েছেন তারা বুঝবেন।

#MeccaNotPetra

পরের পার্ট:
https://www.facebook.com/habib.dhaka/posts/10154988991558176

আগের পার্ট:
https://www.facebook.com/habib.dhaka/posts/10154988527403176

    Comments:

16-Oct-2017 11:44 pm

17-Oct-2017 1:00 am


পেত্রা-মক্কা - ৪

"দক্ষিন জর্দানে আব্বাসিয়দের একটা মসজিদ ছিলো যেটার কিবলা জেরুজালেমের দিকে ছিলো না। এর পর লেবাননের বালবিকে একটা মসজিদ তৈরি হয় যার কিবলা মক্কার দিকে না।"


প্রথমতঃ দক্ষিন জর্দানের মসজিদের কিবলা জেরুজালেমের দিকে ছিলো না? তবে কোন দিকে ছিলো? মক্কার দিকে? উনি বলেন নি চেপে গিয়েছেন। জেরুজালেমের দিকে হলেই বরং উল্টো হতো।

কিন্তু শ্রোতা এত মনোযোগ দিয়ে তো শুনবে না। তার সন্দেহ বাড়তে থাকবে।

এখানে উনি কোনো ম্যপ-ডিরেকশন দেন নি। তাই কিছু বলার নেই।


লেবাননের বালবিকের মসজিদের কিবলা মক্কার দিকে ছিলো না।
এটাও ভুয়া কথা।

উল্লেখ্য উনি বলেছেন এখন গুগুল আর্থ থেকেই এগুলো সব চেক করা যায়। সাইটে যাবার দরকার নেই। এবং উনিও তাই করেছেন।

আমিও গুগুল আর্থ থেকে চেক করলাম।

প্রথমে হিসাব,
ঐ মসজিদ থেকে বিয়ারিং
Lebanon-Mecca=164.75778657374
Lebanon-Petra=189.74473888667

অর্থাৎ
মক্কা দক্ষিন থেকে ১৫ ডিগ্রি পূর্ব।
পেত্রা দক্ষিন থেকে ১০ ডিগ্রি পশ্চিমে।

নিচে ছবিতে দেখতে পাবেন মসজিদটি দক্ষিন থেকে ১০ ডিগ্রি পূর্বে। মানে স্পষ্টতই মক্কার দিকে। ৫ ডিগ্রির মাঝে। পেত্রার দিকে হতে হলে এটা নিচের দিকে একটু ডানে কিবলা না হয়ে বায়ের দিকে হতো।

মানে উনার কথা ভুল। এবং এখানে মিথ্যা করে ভদ্রলোক একটা লম্বা লাল দাগ টেনে দেখিয়েছেন এই মসজিদের কিবলা পৃর্ব না গিয়ে পশ্চিমে কোনো দিকে যায়। নিচে ছবিতে উনার গ্রাফ দেয়া আছে।

পুরোই ভুয়া।

#MeccaNotPetra

পরের পার্ট:
https://www.facebook.com/habib.dhaka/posts/10154989189678176

আগের পার্ট:
https://www.facebook.com/habib.dhaka/posts/10154988820603176

    Comments:
  • লেবাননের মসজিদটার মুখ কম্পাস সহ।

    - লেবাননের বালবিক থেকে যে দিকে মক্কা আর যে দিকে পেত্রা।

    - ভদ্রলোক মিথ্যা দেখাচ্ছেন এই মসজিদের কিবলা নাকি পূর্ব দিকে যায়, এই ছবির লাল দাগ ধরে। ছবিটা উনার ভিডিও থেকে কালেকটেড।

17-Oct-2017 1:00 am

17-Oct-2017 2:29 am


পেত্রা-মক্কা - ৫

"আম্মানের উমাইয়া মসজিদ দক্ষিন দিকে মুখ করা। যদিও মক্কা হলো দক্ষিন-পুর্ব ঐ দিকে"
ভিডিওতে ভদ্রলোক হাত দিয়ে দেখাচ্ছেন দক্ষিন-পূর্ব দিকে।

এখানে মসজিদটা: গুগুল ম্যপে।
https://www.google.com.bd/maps/@31.9552604,35.9338153,224m/data=!3m1!1e3?hl=en

ছবি নিচে দেয়া আছে। মসজিদটা দক্ষিন পূর্ন দিকেই মুখ করা। মানে মক্কার দিকে। কিন্তু এনগেল কত? এবার আন্দাজ না করে মাপলাম ছবি থেকে। এক কোনা থেকে অন্য কোনা পিক্সেল ডিসটেন্স হলো

x=64
y=32
angle=atan(32/64) = 26 degree.

ভালো। আর বিয়ারিং কত? মানে কত হলে ঠিক? হিসাবে আসে

Amman-Mecca=160.72248101415
Amman-Petra=193.35509067444

অর্থাৎ এ মসজিদের দক্ষিন থেকে ২০ ডিগ্রি পূর্ব দিকে মক্কা।
পেত্রা ১৩ ডিগ্রি পশ্চিমে।

আর মসজিদটা ২৬ ডিগ্রি পূর্বে। অর্থাৎ মক্কার দিক পার হয়ে পেত্রার বিপরিত দিকে আরো ৬ ডিগ্রি সরে গিয়েছে। অর্থাৎ পেত্রার ধারের কাছেও না। তবে মক্কার ৬ ডিগ্রির মাঝে।

এটাই ভদ্রলোক হাত দিয়ে দেখাচ্ছেন।

প্রথমতঃ ভুল তথ্য দিয়েছেন।
দ্বিতীয়তঃ ভুল দিক দেখাচ্ছেন।
তৃতীয়তঃ পেত্রার উল্টো দিকে আরো ৬ ডিগ্রি গিয়েছে, তাতে কি? উনি নিজেও বলছেন না তাতে কি। কিন্তু দর্শকের মনে সন্দেহ ঘুকে যাচ্ছে। উনি হাত তুলে যেহেতু আরো সাইডে একটা দিক দেখাচ্ছে। "নিশ্চই কোনো উল্টো পাল্টা আছে" মাথা ঝাকিয়ে মানুষ মনে করবে।

#MeccaNotPetra

পরের পার্ট:
https://www.facebook.com/habib.dhaka/posts/10154989223753176

আগের পার্ট:
https://www.facebook.com/habib.dhaka/posts/10154988991558176

    Comments:
  • মসজিদটা যে দিকে ফিরে আছে।

    - উনি হাত দিয়ে যেভাবে ভুল দেখাচ্ছেন "মক্কা এদিকে"

17-Oct-2017 2:29 am

17-Oct-2017 2:48 am


পেত্রা-মক্কা - ৬


"উমাইয়ারা একটা প্রাসাদ করেছিলো যাতে একটা নামাজ ঘর ছিলো। সেটা জেরুজালেমের দিকে মুখ করা ছিলো না।"

জেরুজালেমের দিকে মুখ করা হতে হবে কেন?


"ইরাকের পুরানো মসজিদ বের করে প্রত্নতাত্বিকরা প্রথমে বলছেন এটা জেরুজালেরম দিকে মুখ করা, এর পর আরো গবেষনা করে বলেছেন আসলে জেরুজালেমের দক্ষিন দিকে মুখ করা।"

জেরুজালেমের দক্ষিনে হলো মক্কা। ঠিক আছে তাহলে। :V


এর পর ভদ্রলোক মসজিদুল আকসা নিয়ে কি যেন আরম্ভ করেছেন। আর শুনার বা রিফিউটেশনের ইচ্ছা নেই।

যথেষ্ট :-P

#MeccaNotPetra

আগের পার্ট:
https://www.facebook.com/habib.dhaka/posts/10154989189678176

17-Oct-2017 2:48 am

17-Oct-2017 2:38 pm


পেত্রা-মক্কা - ৭


FAQ:
"কিবলা কোন দিকে এর এংগেল বের করেছেন কিভাবে?"

Great Circle Bearing ফর্মুলা দিয়ে। নেটে খূজলে পাবেন। javascript এ ফর্মুলাও পাবেন কিছু পেইজে যেটা দিয়ে নিজে হিসাব করতে পারবেন।

"আপনি কোন পেইজ থেকে হিসাব করেছেন?"

নিজের কোড দিয়ে।

"বিয়ারিং এংগেল কি বুঝায়? এ থেকে দিক বের করেন কিভাবে?"

উত্তর দিকে থেকে ঘড়ির কাটার দিক ধরে কত ডিগ্রী। এই ভাবে ৯০ ডিগ্রি বিয়ারিং মানে পূর্বে। আবার ২৭০ ডিগ্রি মানে পশ্চিমে।

"বিয়ারিং দিয়ে হিসাব কি ঠিক আছে? অন্যরা কিভাবে করে?"

সবাই বিয়ারিং দিয়ে করে। সব এপস এ।


Limits & Assumptions:

গ্লোব হলো একটা sphere। এবং sphere এর projection যখন একটা flat surface map এর উপর ফেলা হয় তখন এর alignment, proportion, angle পারফেক্ট থাকে না।

এ জন্য খুব বেশি একুরেসি এখানে খূজতে যাওয়া ভুল। কিন্তু ভদ্রলোক এগুলো নিজেও বুঝেন কিনা সন্দেহ আছে। এবং উনি বলছেন উনি google earth থেকে হিসাব করেছেন। তাই উনার কথা মত google earth থেকেই হিসাব করে দেখলাম উনার কথা ঠিক আছে কিনা।


এত সুক্ষ্ম এংগেল ধরে সাধারনতঃ মসজিদ তৈরি হয় না। যেমন বাংলাদেশে মসজিদ তৈরি হয় পশ্চিম দিকে। পশ্চিম থেকে এত ডিগ্রি উত্তরে বা দক্ষিনে ঘুরিয়ে করতে হবে এটা কেউ ফলো করে না। আর মক্কা ও পেত্রা দুটোই বাংলাদেশ থেকে পশ্চিমে।

এখন এগুলো থেকে যে কেউ GPS দিয়ে মেপে দাবি করতে পারে "বাংলাদেশের মসজিদগুলোর কিবলা পেত্রার দিকে। আমি মেপে দেখেছি।" :V

উল্লেখ্য GPS দিয়ে angle মাপা যায় না। শুধু লোকেশন। কিন্তু উনি angle মেপেছেন বলে দাবি করছেন, তাই বললাম।


Conclusion:

উনি যে মসজিদগুলোর কথা বলেছেন সেগুলোর কিবলা সোজা মক্কা থেকে ১০ ডিগ্রির মাঝে। যেটা এক্সেপটেবেল। বাংলাদেশের মসজিদগুলোর কিবালাও মক্কা থেকে ৮-১০ ডিগ্রির মাঝে।

কোনোটা ডানে ৫-১০ ডিগ্রি। আবার কোনোটা বায়ে ৫-১০ ডিগ্রি। এর সাথে পেত্রার কোনো সম্পর্কে নেই। এবং আর্ধক মসজিদ বরং পেত্রা যেদিকে তার উল্টো দিকে ৫-১০ ডিগ্রি বাকানো।

এবং উনি এই সব জায়গায় মিস লিডিং কথাবার্তার আশ্রয় নিয়েছেন।

মানে nothing to see here. ভুয়া।

#MeccaNotPetra

17-Oct-2017 2:38 pm

17-Oct-2017 3:20 pm


১০ ডিগ্রি মানে কত বড়? এর অর্থ কি?

কাটা ঘড়ি দেখেছেন না? এর প্রতিটা ছোট ছোট মিনিটের দাগের মাঝে ফাক ৬ ডিগ্রি।

১০ ডিগ্রি মানে মিনিটের ছোট দুটো দাগের মাঝের পার্থক্যের সমান, একটু কম।

আর বড় বড় করে যে 1 2 3 ঘন্টাগুলো লিখা। এগুলোর প্রতিটার মাঝে পার্থক্য ৩০ ডিগ্রি।

মানে ১০ ডিগ্রি হলো খুবই সামান্য একটা ডিসটেন্স।

সাধারন ভাবে কিবলার ৪৫ ডিগ্রি ডানে বামের মাঝে থাকলেই নামাজ হয়।

    Comments:
  • কাটা ঘড়ি। ছোট দাগগুলোর মাঝে ফাক হলো ৬ ডিগ্রি করে।

17-Oct-2017 3:20 pm

18-Oct-2017 9:01 am


: মৃত্যুর মুখ থেকে ফিরে এলাম আমি!
: কি হয়েছিলো ভাই?
: ব্লু হোয়েল গেমটা ডাউনলোড করতে গিয়ে করি নি, তাই বললাম।

18-Oct-2017 9:01 am

19-Oct-2017 12:04 am


"এন্ড ইজ নিয়ার" এর বদলে এই সাইনটা ব্যবহার করবো।
আর "আলামত" আবার কি? সব Global Warming.

19-Oct-2017 12:04 am

19-Oct-2017 12:33 pm


"সবকিছু তো আর global warming এর কারনে না?"

সে ক্ষেত্রে বলবেন, ঘটনাটা global warming situation কে আরো খারাপ করছে। সব কিছু হয় cause নয়তো effect. তবে সবই global warming.

"একটু ব্যখ্যা করবেন?"

যেমন উল্কাপাত বেড়ে যাচ্ছে। এটা একটা আলামত। কিন্তু বলতে হবে global warming এর সাথে লাগিয়ে।

যেমন: আমেরিকাতে যে আগ্নিকান্ড ঘটছে, অনেকের মতে এর আসল কারন উল্কাপাতের আগুন।

ভূয়া না, এখানে লিংক:
http://boston.cbslocal.com/2017/10/04/did-a-meteor-cause-a-brush-fire-in-new-hampshire/

এর সাথে আছে solar flare, yellow stone super volcano সবই global warming কে আরো খারাপ করছে।

"হুম, বুঝলাম। কিন্তু এত না ঘুরিয়ে, সোজা কথা সরাসরি বললে হয় না?"

সরা সরি বললে কেউ মনে করবে আপনি weirdo, কেউ বলবে আপনি এজেন্ট, উদ্যশ্য মূলক ভাবে মুসলিমদেরকে inactive বা hyperactive করার জন্য এই সব কথা নিয়ে এসেছেন। এর সাথে দশ মুনির দশ মত আসবে।

কিন্তু global warming লাগিয়ে দেবেন। সব চুপ। কারন science! :V

"হুম science!"

19-Oct-2017 12:33 pm

19-Oct-2017 2:11 pm


With the drum roll of all young leaders now leading the world, the newest addition is New Zealand.

New 37 years old female prime minister will be the youngest to lead the nation in recent history.

19-Oct-2017 2:11 pm

19-Oct-2017 2:49 pm


Life



IP and IP mask.




যারা আরবী পারেন শুধু তাদের জন্য। পলিটিক্যল কথা তাই অনুবাদ করা অনিরাপদ।

    Comments:
  • https://www.facebook.com/habib.dhaka/posts/10154995339948176

19-Oct-2017 2:49 pm

19-Oct-2017 5:13 pm


বিজ্ঞান না? তাহলে মুসলিমদের পতনের কারন কি?


সত্যিকার কারন যেটা আমি বিশ্বাস করি সেটা হলো "ওয়াহান" যা হাদিসে বর্নিত আছে। দুনিয়ার লোভ আর মৃত্যুর ভয়।

বস্তুত্ব ওয়াহান অন্তরে আসার পর, হাদিসে বলা আছে, কাফেররা একে অন্যকে ডাকতে থাকবে মুসলিমদের দেশ দখলরে জন্য। এবং ১২০০ হিজরি [১৮০০ সাল] থেকে এটাই হচ্ছে, exactly হাদিসে যেভাবে বলা হয়েছে সেভাবে। কর্ডোভার পতন যে এই কারনে হয়েছে সেটা জানি।

১৮০০ সাল থেকে মুসলিমদের অন্তরে ওহান এসেছ কিনা? এবং এর আগে ছিলো না কিনা? সেটা আমি নিশ্চিৎ জানি না। কিন্তু এটা জানি ঐ সময় নাগাদ এই পতন আরম্ভ হয়েছে।


তবে আমি কোনটা বিশ্বাস করি সেটা আলোচনা করা অধিকাংশ ক্ষেত্রে আমার উদ্দ্যেশ্য থাকে না। আমার উদ্দ্যেশ্য থাকে অন্যরা আর কি বলছে সেটা জানা।

So lets continue. এগুলোকে ভুলও বলছি না। ঠিকও বলছি না।


আল্লামা ইকবালের কথা বলছিলাম। শেকায়া লিখার কিছু বছর পরে, উনি নিজেই "জবাবে শেকায়া" নামে আরেকটা কবিতা লিখেন। শেকায়াতে দেয়া নিজের প্রশ্নগুলো জবাব দিয়ে। এটা আমার পড়া নেই, কারন এর বাংলা অনুবাদ পাই নি। তবে সামারি জানি।

উনি বলেছেন মুসলিমরা যখন থেকে রাসুলুল্লাহ ﷺ এর মহব্বত নিজ অন্তর থেকে হারিয়ে ফেলেছে তখন থেকেই তাদের পতন আরম্ভ হয়েছে। এর সমাধান হলো উনার মহব্বত আবার অন্তরে আনা।

এবং উনি আন্তরিক ভাবে এটা বিশ্বাস করতেন। উনার শেষ জীবনের দিকে উনার সামনে কেউ রাসুলুল্লাহ ﷺ এর নাম উচ্চারন করলে উনার চোখ ভিজে আসতো।


তবে ইকবালকে অনেকে সুফি ঘরানার ধরে। যদিও উনার দাড়ি ছিলো না। এবং তাদের মতে মুসলিমদের পতনের কারন হলো সুফিজম। একটা যুগ পর্যন্ত মুসলিমরা জিহাদ করতো আর বাকি দুনিয়া তাদের ভয় করে চলতো। এর পর ৬০০ হিজরীর দিকে সুফিজমের বিস্তার লাভ করে। মুসলিমরা যুদ্ধ ছেড়ে তাসাউফ এবং নিজস্ব ইবাদতে ঝুকে পড়ে। এবং এই দুর্বলতার সুযোগে বাকি দুনিয়া তাদের উপর ঝাপিয়ে পড়ে। তারা পরাজিত হতে থাকে।


পঞ্চম মত হলো মুসলিমদের মাঝে সত্যিকার ঈমান আমল এখন আর বাকি নেই। তাই আল্লাহর সাহায্য হারিয়ে ফেলেছে। এগুলো কি করে ফিরে আসবে? এর সমাধান দাওয়াহ। এবং কিছুটা সুফিজমের চর্চা। অন্তরকে ঠিক করার জন্য।

কোনটা ঠিক? Up for debate.

    Comments:
  • FAQ:
    "কর্ডোবার পতন ১৮০০ সালে অনেক আগেই হয়েছে।"
    এবং এধরনের নিট পিক।

19-Oct-2017 5:13 pm

19-Oct-2017 7:20 pm


মিসেলেনিয়াস কিছু পোষ্ট করলে -- "দেখেন এই লোক ইসলামিষ্ট হয়ে কি সব হাবি জাবি পোষ্ট করছে!!!"

আর ইসলাম নিয়ে কিছু লিখলে -- "জানে না কিছু ব্যটা নিজের অজ্ঞতাকে জাহির করছে!!!"

Vicious cycle. এখনো বের হয়ে আসার পথ খুজছি। :V :-P

    Comments:
  • শুধু A-level হলেই চলে। ধারনা ছিলো আরো কঠিন কিছু।
  • Most likely you won't be able to chose. But have to end up with one or the other without a choice.

    // experience speaks.

  • ব্যর্থ হতে হলে আমাকে একটা মিশন নিয়ে আসতে হবে। কিন্তু আমি এসেছিলাম রাস্তা খুজতে। দেখাতে না। :V
  • যাদের মাঝে পথ খুজছিলাম তাদের মাঝে পাই নি। তাই ব্যর্থ।
    এর পর তাদের সাথে তর্কে নামলে হতো আমার ধ্বংশ।

19-Oct-2017 7:20 pm

19-Oct-2017 8:59 pm


নিজের কথা : "আপনি তর্ক করেন না কেন?"

এই জিনিসগুলো মনে রেখে তর্ক করি না।


কোরআন নিয়ে তর্কে মু'মিন হেরে যায়। মুনাফিক জিতে যায়। হাদিসের কথা।

তাই হেরে গিয়ে আমি মু'মিন থাকতে চাই।


হযরত ওমর রা: এর কাছে দুজন যদি এইরকম প্রশ্ন নিয়ে আসতো, কোরআনে আমরা এই কথা পেয়েছি আবার ঐ কথাও পেয়েছি, মিলাবো কিভাবে? সমাধান করে দিন -- তবে উনি প্রশ্নকারি দুজনকেই চাবুক দিয়ে পিটাতেন।

তাই প্রশ্ন করে আমি চুবক পিটার যোগ্য হতে চাই না।


রাসুলুল্লাহ ﷺ একবার দেখেছিলেন দু জন কোরআন নিয়ে তর্ক করছে। উনি প্রচন্ড রেগে গিয়েছিলেন এবং বলেছিলেন, তোমাদের আগের কওম এই কারনে ধ্বংশ হয়ে গিয়েছিলো। বরং এই রকম তর্ক আসলে বলবে, আমরা আল্লাহর আয়াত সবগুলোতেই বিশ্বাস করি। যে অর্থে উনি নাজিল করেছেন সে অর্থে।

আমি রাসুলুল্লাহ ﷺ কে রাগাতে চাই না।

//part-1
//হাদিসগুলো সৃতি থেকে লিখা। রেফারেন্স খুজে নিন।

    Comments:
  • ঠিক। এবং আমি আমার বশ্যতা-বায়াত-আনুগত্য এই লোকদের দিতে চাচ্ছি না। কারন তাদেরকে আমি বিশ্বাস করি না।
  • ইসলামে যে প্রবেশ করলো সেই মুসলিমদের দলে যোগ দিলো। এটাতে তার সন্তুষ্ট হয়ে যাওয়া উচিৎ।

19-Oct-2017 8:59 pm

19-Oct-2017 10:34 pm


নিজের কথা - ২ : "তর্কে আপনি জবাব দেন না কেন?"

কেউ কিছু বললো। জবাব দিতে হবে। রেফারেন্স খুজতে যাই। খুজার সময় মন হয়,


সেই হাদিস যেখানে : তর্কে জিতার জন্য যে ইলম অর্জন করে তাকে হুশিয়ার করা হয়েছে।


সেই হাদিস যেখানে : মজমায় প্রশংসা পাবার জন্য যে ইলম অর্জন করে তাকে হুশিয়ার করা হয়েছে। ফেসবুক আমাদের মজমা।


সেই হাদিস যেখানে : যে চায় তার কাথাই সবাই শুনুক-মানুক তাকে হুশিয়ার করা হয়েছে।

এর পর হাত গুটিয়ে ফেলি।
যা জানা শুধু নিজের প্রয়োজনে জানা।
তর্কে জবাব দেবার জন্য না।

হাশরের মাঠে জিতলেই হলো।
বাকিগুলোতে পরাজয়ের কষ্ট এর পর আর মনে থাকবে না, ইনশাল্লাহ।

    Comments:
  • There's large discussion on this topic with varying opinion. Therefore it's hard to come up with a single conclusion. But as always the truth lies somewhere in the middle. And where in the middle, that you probably will self realize over time as you go on reading books, or scholarly discussions on it.

19-Oct-2017 10:34 pm

20-Oct-2017 6:49 am


বেশি প্রশ্ন করাকে ইসলামে নিরুৎসাহিত করা হয়েছে। সুরা বাকারার "কালুদউ লানা রাব্বাকা..." আয়াতের তফসির দ্রষ্টব্য। ইহুদিরা যখন প্রশ্ন করছিলো কোন গরু জবাই করবো?

আল্লাহ তায়ালা যতটুকু জরুরী তা বলে দিয়েছেন। বাকিটায় স্বাধীনতা আছে।

এজন্য গায়ে পড়ে আমি ফতোয়া নিতে যাই না। যতটুকু স্পষ্ট ফতোয়া আমার কাছে পৌছেছে সেটুকুর উপর আমল যথেষ্ট মনে করি।

তাই,
"এটা কি জায়েজ?" "ওটা কি ঠিক?" "এই কাজ করলেন যে, আলেমদের থেকে আগে জেনে নিয়েছেন জিনিসটা ঠিক কিনা?"

এই ধরনের প্রশ্নের কমন উত্তর : আমি জানি না। জানতে চাইও না। কিন্তু আপনি যদি জানা জরুরী মনে করেন তবে নিজে জেনে নিন। এর পর কি উত্তর পেয়েছেন সেটা আমাকে জানানোর দরকার নেই। বরং আপনি নিজে আমল করুন।

আমি যখন জানা প্রয়োজন মনে করবো, তখন নিজে জেনে নিবো।

    Comments:
  • I thought everyone knew that.

20-Oct-2017 6:49 am

20-Oct-2017 2:53 pm


ইয়ংদের মাঝে একটা misconception আছে যে কোনো দলে যোগ দেয়া এবং সেই দলের অনুগত হয়ে চলা ফরজ বা ওয়াজিবের মত। যে এরকম করলো না সে যেন নিজের খেয়াল খুশি মত চলছে, যা খারাপ।

এটা ভুল ধারনা।

বরং কেউ যখনই ইসলাম গ্রহন করলো তখনই সে মুসলিমদের জামাতে প্রবেশ করলো। এর পর এই জামাতের উপরই তার সন্তুষ্ট হয়ে যাওয়া উচিৎ।

বিশাল এই মুসলিম জামাতের মাঝে থেকেও কেউ যদি এর উপর সন্তুষ্ট না থাকে। এবং ভয় করে : এত বিশাল সংখ্যক লোকদের মাঝে থেকে আমি পথ হারা হয়ে যাবো। বরং আমার উচিৎ আরো ছোটো কোনো দলে যোগ দেয়া। যারা আমাকে একের পর এক মিশন এসাইন করবে এবং আমি সেগুলো অনুগত হয়ে পালন করে একের পর এক লেভেল অতিক্রম করবো। তবে সে বস্তুত্ব একটা ব্লু হোয়েল গেইমে ঢুকে গিয়েছে।

আমি জিনিসটাকে এই ভাবে দেখি।

    Comments:
  • FAQ: এর পর যা প্রশ্ন আছে নিজে খুজে নিন।

20-Oct-2017 2:53 pm

20-Oct-2017 6:28 pm


আজকে Amazon তাদের Windmill ব্যবসা উদ্ভোদন করলো।

Peak oil theory এক সময় জনপ্রীয় ছিলো। এটার মতে মাটির নিচের তেল একসময় শেষ যয়ে যেতে থাকবে। এবং এই কারনে তেলের দাম বাড়তে থাকবে।

সৌদি তেল মন্ত্রী বলতেন ভিন্ন কথা। উনার মত ছিলো মানুষ তেলের বিকল্প বের করে ফেলবে। সে জন্য তেল তোলা কমিয়ে দেবে। তেল শেষ হবে না।

সব মানুষ বিশ্বাস করতো peak oil theory. সৌদি মন্ত্রীর কথা কেউ বিশ্বাস করতো না।

এখন ২০১৭ তে এসে দেখছি সৌদি তেল মন্ত্রী কথাই ঠিক।

20-Oct-2017 6:28 pm

20-Oct-2017 11:03 pm


বদরের মাঠ। মদিনা শরিফ থেকে ১০০ কিলোমিটার পশ্চিমে।

গুগুল ম্যপে লিংক।

https://www.google.com/maps/place/Badr+Saudi+Arabia/@23.7719697,38.7899156,214m/data=!3m1!1e3!4m5!3m4!1s0x15bed72364c4f107:0x18683403d60b6f24!8m2!3d23.7558629!4d38.7577605

20-Oct-2017 11:03 pm

20-Oct-2017 11:18 pm


তুর পাহাড়। মুসা আ: কে আল্লাহ তায়ালা যেখানে ডেকেছিলেন।

গুগুল ম্যপে লিংক
https://www.google.com/maps/@28.5392986,33.9752157,1033m/data=!3m1!1e3?hl=en

20-Oct-2017 11:18 pm

21-Oct-2017 6:54 am


শেষ যখন দেখেছিলাম তখন সমূদ্রের নিম্নচাপ শেষ হয়ে গিয়েছিলো।
এখন দেখছি ডাংগায় উঠে পুরো বাংলাদেশের উপর নতুন নিম্নচাপ।

এটা দেড় দিন ধরে অনবরত বৃষ্টির কারন।
নতুন বন্যা হয় কিনা সেই খবরের অপেক্ষায়।

21-Oct-2017 6:54 am

21-Oct-2017 7:56 am


আটলানটিকের সর্বশেষ ঝড় ছিলো Ophelia. আঘাত করে বৃটেনকে। ক্ষয় ক্ষতি বেশি না। তবে এটা আসার আগে সূর্য লাল হয়ে যায়। আর আকাশ হলুদ। ভীতিকর পরিবেশ। আরেকটা রেকর্ড : সবচেয়ে পূর্ব দিকে আটলান্টিক ঝড়।


21-Oct-2017 7:56 am

21-Oct-2017 2:21 pm


জেরুজালেম বিজয়ের সময় ওমর রা: সেখানে যান চুক্তি করতে। যেটা আমরা পড়েছি "...ভৃত্য চলিল উটের পিঠেতে"।

সাইন আপ হবার পরে ওমর রা: বলেন নামাজ পড়বো।
পাদ্রিরা বললো গির্জাতে পড়েন।
ওমর রা: বললেন : না, এখানে পড়লে পরবর্তিরা এখানে মসজিদ বানাবে।

একটু বাইরে গিয়ে পড়লেন। এবং সত্যি পরে সেখানে মসজিদ হয়েছিলো। গির্জা রয়ে গিয়েছে এখনো হাজার বছর পরেও।

ইন্টারেস্ট ছিলো জায়গাগুলোর লোকেশন সম্পর্কে।

ম্যপে ঐ গির্জা, আর মসজিদের লোকেশন।
গুগুল ম্যপ লিংক:
https://www.google.com/maps/@31.7778208,35.2298383,249m/data=!3m1!1e3

21-Oct-2017 2:21 pm

21-Oct-2017 3:54 pm


খবর : "ইসলাম গ্রহণ করলেন ময়মনসিংহের তারাকান্দা থানার এসআই বিপ্লব মহন্ত।"

কেউ বলছিলো, ইসলাম শেষ হয় না। মুসলিমরা শেষ হয়। ইসলামকে আল্লাহ তায়ালা অন্য কোনো জাতির কাছে পৌছে দিয়ে তাদেরকে দিয়ে বাচিয়ে রাখেন।

এভাবে পারস্য - তাতার - তুর্কি - মোগল।

মুসলিম কোনো জাতির আমল যখন আল্লাহ তায়ালার অপছন্দ হয় তখন অন্য কোনো জাতিকে আল্লাহ তায়ালা বিজয়ি করেন। এর পর সেই নতুন জাতিকে ইসলাম দান করে তাদের মাঝে ইসলামকে বাচিয়ে রাখেন।

Just a reminder.

21-Oct-2017 3:54 pm

21-Oct-2017 5:23 pm


বীরে মাওনা। ওহুদের পরাজয়ের পর রাসুলুল্লাহ ﷺ এর কাছে এক কাফের এসে বলে আমার সাথে লোক দিন যারা আমার জাতিকে ইসলাম শিখাবে।

রাসুলুল্লাহ ﷺ ৭০ জন সাহাবী দেন। তাদের নিয়ে গিয়ে সেই লোক এই জায়গায় সবাইকে হত্যা করে। আল্লাহ তায়ালা এই শহিদদের জান্নাতি বলে ঘোষনা করেছেন।

মদিনা থেকে পূর্বে ১৩০ কিলোমিটার।

এই ঘটনাটা রাসুলুল্লাহ ﷺ এর নিকট অত্যান্ত কষ্টকর ছিলো।

গুগুল ম্যপের লিংক। এখানে কোনো বসতি গড়ে উঠে নি। বা এখানে কোনো ট্রেভেল স্পট নেই। উন্মুক্ত মরুভুমি।

https://www.google.com.bd/maps/place/Ad+Dumayriyah+Saudi+Arabia/@24.2016247,40.6083662,24309m/data=!3m1!1e3!4m5!3m4!1s0x159673ce68af3667:0xe7f386e026a5f173!8m2!3d23.9835923!4d40.380291?hl=en

21-Oct-2017 5:23 pm

21-Oct-2017 6:21 pm


এই বছরের চার দফা বন্যায় ক্ষতি হয়েছিলো উত্তর অঞ্চলের। এইবার বৃষ্টিতে ভাসলো দক্ষিনাঞ্চল।

আমন ধানের শীষ বেরুচ্ছে এখন। কয়েকদিন পর থেকে ক্ষতির রিপোর্ট আসা আরম্ভ করবে।

21-Oct-2017 6:21 pm

21-Oct-2017 7:42 pm


আজকে সন্ধ্যা থেকে বাংলাদেশে সফর মাস আরম্ভ হয়েছে। মুহাররম মাস শেষ। চাদ দেখার চেষ্টা হয়েছিলো গতকাল। দেখা যায় নি। তাই মুহাররম ৩০ দিন পূর্ন হবার পর কালকে শনিবার ১ তারিখ।

21-Oct-2017 7:42 pm

21-Oct-2017 8:39 pm


: ঢাকা শহরের আজকের ছবি।
: কিন্তু এটা তো কক্সবাজার।
: ওহ! গুলিয়ে ফেলেছিলাম। :V

21-Oct-2017 8:39 pm

21-Oct-2017 10:32 pm



মুশফিক স্যার যখন আলাদা জামাত বের করেন তখন তাদের পিটিয়ে বের করে দেয়া আরম্ভ হয়।

যারা পিটাতো তাদের বিশ্বাস ছিলো, ফিতনা দুর করছে। সোয়াবের কাজ।


মুশফিক স্যারের বিরুদ্ধে যা বলা হতো সে কথার ফাদে এখন ঐ কথার বক্তারা।

এখন এক গ্রুপ জিতবে, একগ্রুপ হারবে।

যারা জিতবে তাদের জীবনটা কাটবে পিটিয়ে। প্রথমে মুশফিক স্যারকে পিটিয়েছে। এখন দ্বিতীয় দলকে পিটাবে।

যারা হারবে তারা তাদের নিজেদের কথায় আটকাবে।
মুশফিক স্যারের বিরুদ্ধে যা বলতো, সেটা তাদের উপরও খাটবে।


ফিতনা।
যা জানি সব বলার উপায় নেই।
বিন্দু মাত্র মতবিরোধে মানুষ এখন ঝাপিয়ে পড়বে।
এখন না হলেও সামনে, শিগ্রই।

শুধু কাকরাইল না।

21-Oct-2017 10:32 pm

22-Oct-2017 12:06 am


News: "Trump signs executive order to draft retired pilots back into military service"

I am marking this winter as possible timeline for the next war to start.

And, by the way, the draft is back.

22-Oct-2017 12:06 am

22-Oct-2017 6:26 am


এই বছরের চার দফা বন্যায় ক্ষতি হয়েছিলো উত্তর অঞ্চলের। এইবার বৃষ্টিতে ভাসলো দক্ষিনাঞ্চল।

আমন ধানের শীষ বেরুচ্ছে এখন। কয়েকদিন পর থেকে ক্ষতির রিপোর্ট আসা আরম্ভ করবে।

ঢাকা শহরে ৬ ইঞ্চি বৃষ্টি হয়েছে। এক যুগের মাঝে রেকর্ড।
দক্ষিনাঞ্চলে হয়েছে ১০ থেকে ১১ ইঞ্চি।

22-Oct-2017 6:26 am

22-Oct-2017 12:23 pm


কপালের টুপির উপর সিজদা করা।

প্রশ্ন:
শীতকালে আমাদের এলাকায় কানটুপি পাওয়া যায়। যা পরিধান করলে সাধারণত কপাল ঢেকে যায়। প্রশ্ন হল, কানটুপি পরে কপাল ঢাকা অবস্থায় সিজদা করলে সিজদা আদায় হবে কি?

উত্তর:
টুপি ইত্যাদি দ্বারা কপাল আবৃত অবস্থায় সিজদা করা অনুত্তম। নাফে রহ. বলেন, আবদুল্লাহ ইবনে উমর রা. পাগড়ীর পেঁচ (কপাল থেকে) না সরিয়ে তার উপর সিজদা করা অপছন্দ করতেন। (আলআওসাত ৩/৩৪৩) ইবরাহীম নাখায়ী রহ. বলেন, (সিজদার সময়) কপাল খুলে রাখা আমার কাছে বেশি পছন্দনীয় (মুসান্নাফে ইবনে আবী শাইবা, হাদীস : ২৭৭৬) তাই নামাযের আগে এ ধরনের টুপি কপাল থেকে সরিয়ে নেওয়া উচিত। অবশ্য এভাবে সিজদা করলেও তা সহীহ হবে এবং নামায আদায় হয়ে যাবে।

-আদ্দুররুল মুখতার ১/৫০০; শরহুল মুনইয়াহ ২৮৬-২৮৭; আলমুহীতুল বুরহানী ২/৮৩; খুলাসাতুল ফাতাওয়া ১/৫৯

(আল-কাওসার)

22-Oct-2017 12:23 pm

22-Oct-2017 1:32 pm


A barking dog doesn't bite? The problem is, the dog isn't barking anymore.

Big news are coming subtly, without hype. More like the mystery of the dog that didn't bark.

Nelson Report now calling for personal assets to be withdrawn from S. Korea. This time it's different -- they say.

22-Oct-2017 1:32 pm

22-Oct-2017 7:17 pm



সত্যিকার ভাবে আমার আরবির লেভেল এখনো ক্লাস থ্রী এর বাচ্চার সমান রয়ে গিয়েছে। এর থেকে বাড়ে নি।


বয়সের একটা প্রান্তে পৌছে গেলে নতুন কিছু শেখার দিকে আগ্রহ থাকে না। একটা বয়সের পর নতুন কিছু শিখলেও সেটা আমল করার সময় সে পাবে না।


সামনের বিশ বছরে কোন ইলম-জ্ঞান একজন মানুষের দুনিয়াতে সবচেয়ে বেশি কাজে লাগবে?

সেটা নির্ভর করে সামনে কি উঠবে কি নামবে সেটা সে কতটুকু সঠিক ভাবে ধারনা করতে পারছে তার উপর।

22-Oct-2017 7:17 pm

22-Oct-2017 10:51 pm



এলাকায় যাদের জালেম মনে করতাম, তাদের একাধিক জন হটাৎ করে মসজিদের মুসুল্লি হয়ে যায়। ৬ মাস পর মৃত্যু।

যাদের হামারখোর মনে করতাম, তারা হজ্জ করে আসে। রাস্তায় মাথা নামিয়ে চলে। কিছু দিন পর মৃত্যু।

এলাকায় যে ফাহেশ হিসাবে পরিচিত ছিলো তার মৃত্যু কি ভাবে হয়েছে জানো? ইতেকাফে বসে। সিজদা রত অবস্থায় নামাজে।

আল্লাহ হয়তো তাদের ক্ষমা করবেন।
আমার পরিনতি আমি জানি না।


সময়ের সাথে সাথে রাগ-ঘৃনাতে মরিচা পড়ে।
পুরানো শত্রুদের মনে হয় পুরানো বন্ধু।


আশংকার কথা হলো পরিনতি আগেই ঠিক করা আছে।
আশার কথা? তাই হতাশ হয়ে লাভ নেই।

22-Oct-2017 10:51 pm

23-Oct-2017 6:11 am


ঐশীকে মুক্তি দেয়া হোক।

প্রথমতঃ সে নিজের বাপ-মা কে খুন করেছে। নিজেরা নিজেরাই। তৃতীয় কোনো পক্ষের কোনো আংগুল সে স্পর্শ করেছে বলে কোনো প্রমান নেই।

দ্বিতীয়তঃ তার এখন লিখা পড়া করার বয়স। এই বয়সে একজনকে যাবৎ জীবন কারাদন্ড দিয়ে তার জীবনটা শেষ করে দেয়া অর্থহীন।

তৃতীয়তঃ সে অত্যান্ত মেধাবী। এবং মেধাবীদের মেধার কারনে তাদের জেল না দিয়ে মুক্তি দেবার উধাহরন আছে। http://www.telegraph.co.uk/news/2017/09/25/oxford-student-judge-suggested-bright-prison-spared-jail-stabbing/

এ জন্য ঐশী মুক্তি সংগ্রাম পরিষধ তৈরি করার আহ্বান জানাচ্ছি।
একটি জীবন বাচাতে এগিয়ে আসুন।

/sarcasm.

23-Oct-2017 6:11 am

23-Oct-2017 2:41 pm


ইকামতের সময় কখন দাড়াতে হবে?

প্রশ্ন:
ক) নামাযের জামাত শুরু হওয়ার সময় ইকামত কখন দিবে এবং মুসল্লিরা নামাযের জন্য কখন দাঁড়াবে? তারা কি ইকামতের শুরুতেই দাঁড়িয়ে যাবে নাকি হাইয়াআলাল ফালাহ বা ক্বাদকামাতিস সালাহ বলার সময় দাঁড়াবে?

খ) আমাদের এলাকায় কোনো কোনো মসজিদে দেখা যায়, মুআযযিন ইকামাত বলার সময় ইমাম সাহেব কাতারে বা মুআযযিনের স্থানে বসে থাকেন। হাইয়াআলাল ফালাহ বলার পর তিনি দাঁড়িয়ে তাঁর স্থানে চলে যান। আবার অনেক সময় ইকামতের সময় ইমাম সাহেব মসজিদে প্রবেশ করলে তিনি নিজ স্থানে এসে প্রথমে বসে যান। অতপর হাইয়াআলাল ফালাহ বলার পর দাঁড়ান। এ আমলটি কেমন? এ সম্পর্কে শরীয়তের নির্দেশনা জানতে চাই।

উত্তর:
ক) ইমাম নামাযের জন্য প্রস্ত্তত হওয়ার পরই ইকামত শুরু করা উচিত। ইমামের প্রস্ত্তত হওয়ার আগে ইকামত শুরু করা ঠিক নয়। তদ্রূপ মুসল্লিদের জন্যও আগে থেকে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকা ঠিক নয়; বরং মুসল্লিগণ ইকামত আরম্ভ হওয়ার সময় দাঁড়িয়ে যাবে। যাতে ইকামতের শেষ পর্যন্ত কাতার সোজা হয়ে যায় এবং ইকামত শেষ হওয়ার পর ইমাম সাহেব নামায শুরু করতে পারেন।

সহীহ মুসলিমে বর্ণিত হাদীসে আছে, বিলাল রা. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসতে দেখে ইকামত বলা শুরু করতেন। আর অন্যরা কাতার সোজা করা শুরু করতেন। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জায়গায় পৌঁছার পূর্বেই কাতার পুরোপুরি সোজা হয়ে যেত। (সহীহ মুসলিম ১/২২০)

অপর হাদীসে আছে, মুআযযিন আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে ইকামত বলামাত্রই লোকেরা নামাযের জন্য দাঁড়িয়ে যেত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জায়গায় পৌঁছতে পৌঁছতে কাতার সোজা হয়ে যেত। (মুসান্নাফে আবদুর রাযযাক ১/৫০৭) এসব হাদীস থেকে সুস্পষ্টভাবে প্রমাণিত হয় যে, মুক্তাদীগণ হাইয়া আলাল ফালাহ বলা পর্যন্ত অপেক্ষা করবে না; বরং ইকামতের শুরুতেই দাঁড়িয়ে যাবে।

খ) ইকামত শুরু হওয়ার পর ইমাম বা কোনো মুক্তাদীর দাঁড়ানো থেকে বসে যাওয়া অতপর হাইয়াআলাল ফালাহ বা ক্বাদকামাতিস সালাহ বলার পর দাঁড়ানোর প্রচলনটি শরীয়তসম্মত নয়। কেননা পূর্বে বর্ণিত সহীহ মুসলিমের হাদীস থেকে এ কথা সুস্পষ্ট যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে আসতে দেখলেই ইকামত শুরু হয়ে যেত এবং সাহাবায়ে কেরাম শুরুতেই দাঁড়িয়ে কাতার সোজা করতেন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোজা ইমামের জায়গায় পৌঁছে যেতেন। এমন ক্ষেত্রে মসজিদে প্রবেশ করে নবীজীর বা কোনো সাহাবীর বসে যাওয়া অতপর হাইয়াআলাস সালাহ বলার সময় দাঁড়ানোর কোনো বর্ণনা পাওয়া যায় না।

সুতরাং প্রশ্নের বর্ণনা অনুযায়ী ইকামত শুরু হওয়ার পর ইমামের জন্য মসজিদে এসে বসে যাওয়ার আমলটি একেবারে ভিত্তিহীন ও নবআবিষ্কৃত। আর ইকামতের পূর্ব থেকে যারা বসে আছে তাদের জন্যও ‘হাইয়া আলাল ফালাহ’ বা ‘ক্বদকামাতিস সালাহ’ বলা পর্যন্ত বসে অপেক্ষা করতে থাকা ঠিক নয়। এটিও সুন্নত পরিপন্থী কাজ।

জাওয়াহিরুল ফিকহ ২/৪২৭; শরহে মুসলিম, নববী ১/২২০
(আল-কাওসার)

    Comments:
  • (Y)

23-Oct-2017 2:41 pm

23-Oct-2017 7:55 pm


সহজ হিসাব:
৪০ ইঞ্চিতে এক মিটার।
৩০ সেন্টিমিটারে এক ফুট।
    Comments:
  • FAQ দিলে মানুষ আমাকে নাক উচু মনে করে। আবার না দিলেও ঐ একই প্রশ্নগুলো করে।
    কি করবো ভাবছি :-P
  • FAQ:
    "এত সহজ নিশ্চই না?"
    এরকম সহজ।

    "দশমিক কই?"
    দশমিক নাই।

    "এইটা কি ঠিক হইলো? অপনি এখন বিজ্ঞানেরও অপব্যখ্যা আরম্ভ করলেন?"
    এখানে error plus minus 2% এর নিচে। এবং 5% এর নিচে হলেই practically usable.

    "ভাই আমি এত কিছু বুঝি না। আমি বুঝি যে ...."
    অকে :-)

  • So, what should be an acceptable error limit for engineering?

23-Oct-2017 7:55 pm

23-Oct-2017 10:28 pm


ঢাকা শহরে ৯ থেকে ১২ হাজার টাকা বেতন + একটা ফ্রি ফ্লাট। বাসা বাড়িতে এরকম চাকরির জন্য কারো তবলিগওয়ালা বা আলেম জানা শুনা থাকলে তাকে বলেন আমাকে ইনবক্স করতে।

FAQ:
"ভাই আমার একজন জানাশুনা আছে, অমি আরো ডিটেলস জানতে চাচ্ছি..."
যে চাকরিটা চাচ্ছেন তাকে সরাসরি ইনবক্স করতে বলেন। ডিটেলস তাকে দেবো ইনশাল্লাহ।

    Comments:
  • অনেকটা। তবে আমরা বলি ম্যনেজার। কাগজ পত্র, হিসাব নিকাশ, কম্পিউটার চালাতে হবে। প্লাস অন্যান্য।
  • good for everyone other than rocket scientists = good enough for almost everyone.
  • No initial value is good enough for chaos theory -- they say.
  • That's not how real life things work though. There's tolerance, clearance, allowance and approximation on every step which will exceed an error o্‌f 5m/300m for railroad.

    If their project fails for that difference, their railroad was designed to fail from the start.

  • Scientists go for perfect calculation. While engineers engage in practical approximation -- they say.
    Which brings up the question. What is a good error limit in calculation?

23-Oct-2017 10:28 pm

24-Oct-2017 6:57 am


সৌদি আরব এখনো সিনেমা হলের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে দেয় নি। তবে তুলে দেয়ার প্রথম ধাপে কিং ফাহাদ সেন্টারে সিনেমা প্রদর্শন হয়েছে। এ বছরের মাঝে তুলে নিবে বলে খবরে প্রকাশ।

এবং মধ্যপ্রাচ্যের জনপ্রীয় গায়িকা উম্মে কুলসুমের গান প্রচার আরম্ভ করেছে সৌদি টিভি। ৭০ এর দিকে যখন মধ্যপ্রাচ্যে ছিলাম তখন দেখতাম তার গান টিভিতে আসলে আশে পাশে সব নিঃশব্দ হয়ে যেতো।

এদিকে ভারতে পত্রিকায় ছবি আসে মুসলিম মহিলা পুজা দিচ্ছে। দেওবন্দ ফতোয়া দেয় এর বিরুদ্ধে। দেওবন্দের এহেন তাকফিরি সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন সেই মহিলা, "শ্রীরাম হলেন আমাদের পূর্বপুরুষ। আমরা আমাদের নাম আর ধর্ম পরিবর্তন করে হিন্দু বা মুসলিম হতে পারি। কিন্তু নিজেদের পূর্বপুরুষকে কিভাবে বদলাবো? দেবতা শ্রীরামের নামে গান গাইলে শুধু হিন্দু-মুসলিমদের মধ্যকার দূরত্বই ঘুচবে না, ইসলামের মহানুভবতাও প্রকাশ পাবে।" :V

24-Oct-2017 6:57 am

24-Oct-2017 1:04 pm


কয়েক বছর আগে নাস্তিকরা বের করেছিলো "শুন্য থেকে মহাবিশ্ব" নামে একটা বই। থিউরি : কোয়ান্টাম ফ্লাকচুয়েশন দিয়ে মহাবিশ্বের সৃষ্টি ব্যখ্যা করা যায়।

সমস্যা হলো কোয়ান্টাম ফ্লাকচুয়েশন দিয়ে সম পরিমান মেটার আর এন্টি-মেটার তৈরি হবে। Matter মহাবিশ্বের চার দিকে সব জায়গায় আছে।

এন্টি-মেটার গুলো গেলো কোথায়?

অনেক রকম পরিক্ষা-চেষ্টা করলো তারা ব্যখ্যা বের করার। কিছু মিলাতে পারে নি বৈজ্ঞানিকরা এখনো। Fail.

http://www.independent.co.uk/news/science/universe-exist-cern-universe-matter-bizarre-behaviour-scientists-a8015216.html

24-Oct-2017 1:04 pm

24-Oct-2017 11:24 pm


সৌদিতে বহু কিছু হচ্ছে:

বিদেশিদের ইনভেষ্টমেন্টের জন্য বিশাল জায়গা আলাদা করে দিয়েছে। এখানে সৌদি আইন প্রযোজ্য হবে না।

উদ্ভোদনিতে ঘোষনা দিয়েছে সৌদি আবার "মডারেট ইসলামে" ফিরে যাবে। যেখানে সব ধর্মের লোকদের সুযোগ আছে। অর্থ যাই হোক।

সিনেমা হল, গায়িকাদের গান এগুলোও আসছে।

সৌদি স্কলাররা এখন কি করে রিএক্ট করে সেটা দেখার বিষয়। এতদিন তারা সরকারের সাথে একপথে চলতো।

24-Oct-2017 11:24 pm

25-Oct-2017 2:15 am


তারিক রামাদান। নাম শুনেছি কিন্তু কে জানি না। ধুমারসে পিটানো হচ্ছে মিডিয়ায়।

ট্রাম্প নিজের দলের এক সিনেটকে ঝাড়ছে টুইটারে। আরেক সিনেট পদত্যগ করছে উনার উপর অনাস্থা দিয়ে।

25-Oct-2017 2:15 am

25-Oct-2017 9:39 pm


দেখলাম,

সব্জি ১০০ টাকা কেজি। যেটাই কিনি।
সমাধান: আলু ভর্তা, ডাল।

আলুর কেজি ২৫ টাকা। কাচা মরিচ ২৫০ টাকা।

আলু ভর্তার মাঝে যে কয়েকটা কাচা মরিচের দিচ্ছি তার দাম সম্ভবতঃ আলুর থেকে বেশি।


আগে হোটেলে ভাত খাবার পয়সা থাকতো না। তাই ফাস্ট ফুড খেতাম। কনফেকশনারি দোকান থেকে সস্তায় বিফ বার্গার। দাম ২ থেকে ৫ টাকা। যদিও ভেতরে বিফ থাকতো না। ডালের বড়ার মত কি একটা থাকতো।

এ যুগে বিফ বার্গারের দাম ২০০ থেকে ৫০০।
যাদের অনেক টাকা, তারা ভাত না খেয়ে এগুলো খায়।


"ঢাকা শহরে এত রেস্টুরেন্টের কারন কি?"

আগে মহিলারা বাসায় রান্না করতো। এখন তারা চাকরি করে।
তাদের রান্না পুরুষরা রেষ্টুরেন্টে করে তাদের বাসায় পৌছে দেয়।

ছেলেরা চাকরি পায় না। সব চাকরিতে চায় কেবল মহিলাদের।

তবে ঐ বেকার ছেলের চাহিদা রেস্টুরেন্টে রান্না করার জন্য অনেক। ২০-২৫ হাজার টাকা দিয়েও রেস্টুরেন্টগুলো বাবুর্চি পায় না।

25-Oct-2017 9:39 pm

25-Oct-2017 11:17 pm



সেই বিখ্যাত হাফেজ-মাওলানা-মুফতি সাহেব নাস্তিক হবার পর এক "জিহাদী ভাই" এর কাহিনী শুনিয়েছিলেন। ডিটেলস পরিচয় ছাড়া।

আজকে আব্দুল জব্বার মাহমুদ ওরফে জিহাদীর খবর এসেছে পত্রিকায়। এই জিহাদী ঐ জিহাদী কিনা জানি না।


ভেতরে পচন ধরলে নিয়েম হলো পচনটা কেটে ফেলে দেয়া।

তবে কারো কারো মতে এগুলো প্রকাশ করলে "ফিতনা দেখা দিবে"। তাই তারা চেপে রাখে।

পচন বেড়ে পুরো গাছ এক দিন উল্টে পড়ে। আশে পাশের লোকেরা প্রশ্ন করে আর কত গাছ এরকম পচে আছে?


শেষ যুগে এই উম্মাহর উপর উল্কা পাত হবে। উল্কা এক ঘরের ছাদ ভেদ করে একজনের মাথা ভেদ তাকে হত্যা করে মাটিতে থামবে। সে তখন থাকবে এই গুনাহতে লিপ্ত।

আমরা আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। ক্ষমা চাচ্ছি।

    Comments:
  • FAQ:
    "বুঝলাম না ভাই।"
    উত্তর: সমস্যা নেই।

25-Oct-2017 11:17 pm

26-Oct-2017 12:10 am



কাকরাইলের সমস্যার বর্ননায় বিদ্রোহিদের নামের লিষ্টে প্রথমে পড়ি "আলতাফ ভাই" এর নাম। আজকে জানলাম উনি আমাদের এলাকার আলতাফ ভাই, একই ব্যক্তি।

মঙ্গলবারের মাশোয়ারা বন্ধ। কাজ পরিচালনা করবে কে? কিভাবে?


উত্তর কোরিয়ায় আরো দুটো ক্যরিয়ার পাঠিয়েছে আমেরিকা। ফ্লিট সহ। আগের একটা আছে।


"বেল পাকলে কাকের কি?"

কোন দেশে কে কাকে মারলো কাটলো নিধন করলো এগুলো নিয়ে "আন্তর্জাতিকদের" জানিয়ে তাদেরকে দিয়ে সমাধান করানোর দিন শেষ।

এখন যার যার চিন্তা নিয়ে সে ব্যস্ত। যার চিন্তা তার।

"এর সাথে কাকরাইলের সম্পর্কে?"

হয়তো ইফেক্ট দেখবেন।

26-Oct-2017 12:10 am

26-Oct-2017 6:47 am


Funnies.


Most damning point against Capitalism.
/sarcasm.


That's me.


Job ads these days.


মন্তব্য নিস্প্রোয়োজন।


Deeeep!!!

    Comments:
  • But the point was to disprove Capitalism.
    We have nothing against Oxygen as per se.

26-Oct-2017 6:47 am

26-Oct-2017 4:45 pm


ফিতনা:

বিশাল একটা সম্রাজ্য। দুর্দান্ত এক শাসক চালাচ্ছেন। উনার মৃত্যুর পর উনার ভাই ক্ষমতা নিলো। যে প্রচন্ড জালেম, খারাপ লোক।

জনগন কি করবে?


বিশাল একটা দল সুন্দর ভাবে দ্বিনের কাজ করে আসছে। এর পর এমন একজন নেতৃত্বে আসলেন যিনি দলা-দলি ভাগা-ভাগি করে সব ছারখার করে ফেলছেন।

করনীয় কি?


বস্তুতঃ এগুলো কোনোটাই নতুন সমস্যা না। ইসলামের প্রথম যুগ থেকেই চলে আসছে।

এই ওমর আসলেন তো এর পর হাজ্জাজ।
এই বাবর আসলেন তো এর পর আকবর।

তাই উলামা কিরামগনও এই ব্যপারে সমাধান দিয়ে গিয়েছেন।

সমাধান কোথায় পাবো? ফিকাহর বইগুলোতে।

অল্টারনেট হলো ফেসবুকের বড় ভাইরা কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে নিজেদের বুঝ মত যা বলেন সবাই সেটার অন্ধ অনুসরন করবে।

26-Oct-2017 4:45 pm

26-Oct-2017 7:03 pm


কসম করে তা ভঙ্গ করা।

প্রশ্ন
আমাদের এলাকার এক ব্যক্তি দাড়ি রাখার দৃঢ় প্রতিজ্ঞা করতে গিয়ে এভাবে বলে, আমি যদি আর দাড়ি কাটি তাহলে আমি মুসলমান না। পরে সে দাড়ি কেটেছে। এখন তার বিধান কী? তার ঈমান ও বৈবাহিক সম্পর্কের কী হবে? কেউ কেউ বলেন, তার এ কথা কোনো হলফই হয়নি। কারণ দাড়ি যে একেবারে কাটা যায় না এমন তো নয়। এক মুষ্ঠির বেশি হলে তো কাটা যায়। উল্লেখ্য, তার উদ্দেশ্য ছিল দাড়ি যত বড়ই হোক মোটেই কাটবে না। এক মুষ্ঠির বেশি হলে কাটা যায়- এটা তার জানা ছিল না।

উত্তর
প্রশ্নোক্ত অঙ্গীকার ভঙ্গ করার দ্বারা ঐ ব্যক্তির ঈমান নষ্ট হয়নি এবং বিবাহও ভাঙ্গেনি। তবে এ কথা বলার দ্বারা দাড়ি না কাটার হলফ হয়েছে। অতএব হলফ ভাঙ্গার কারণে তার উপর কসমের কাফ্ফারা আদায় করা ওয়াজিব। যারা বলেছে, এক মুষ্ঠির বেশি হলে দাড়ি কাটা যায় বিধায় হলফ হবে না তাদের কথা ঠিক নয়। কেননা বৈধ কাজ না করার উপরও হলফ হয়।

আর কোনো অঙ্গীকারের ক্ষেত্রেও ‘আমি মুসলমান নই’ এমন কথা বলা মারাত্মক অন্যায় ও গুনাহ। অতএব ঐ কথা বলার কারণে তাকে তাওবা করতে হবে।

-বাদায়েউস সনায়ে ৩/১৬; ফাতহুল কাদীর ৪/৩২৬; ফাতাওয়া হিন্দিয়া ২/৫৪; আদ্দুররুল মুখতার ৩/৭১৩, ৭১৭; এলাউস সুনান ১১/৩৫৮

উত্তর দিয়েছেন : মাসিক আল-কাওসার

26-Oct-2017 7:03 pm

27-Oct-2017 4:53 am


নামাজের মাঝে মোবাইল বন্ধ করা।

প্রশ্ন
নামাযে মোবাইল বেজে উঠলে যদি নিম্নোক্ত পদ্ধতিগুলো অবলম্বন করে তা বন্ধ করা হয় তাহলে নামাযের হুকুম কী হবে? কোন সুরতে নামায ভাঙ্গবে আর কোন সুরতে ভাঙ্গবে না। জানালে উপকৃত হব।

১. পাঞ্জাবি বা প্যান্টের পকেটে মোবাইল আছে। তা বের করা ছাড়াই পকেটের উপর থেকে চাপ দিয়ে কিংবা হাত ঢুকিয়ে সেখানেই এক হাত দ্বারা তা বন্ধ করা।

২. পাঞ্জাবি বা প্যান্টের সাইড পকেট থেকে বের করে এনে দেখে দেখে বন্ধ করা।

৩. বুক পকেট থেকে এনে দেখে বন্ধ করা।

৪. পকেট থেকে ফোল্ডিং সেট বের করে খুলে তারপর বন্ধ করা।

উত্তর
১. মোবাইলের দিকে না তাকিয়ে এক হাত দিয়ে দ্রুত বন্ধ করে দিলে নামায ফাসেদ হবে না। চাই পকেটের উপর থেকে বন্ধ করা হোক বা ভেতরে হাত দিয়ে বন্ধ করা হোক। নামায অবস্থায় মোবাইল বেজে উঠলে তা বন্ধ করার এটি উত্তম ব্যবস্থা।

২. পকেট থেকে বের করে দেখে দেখে বন্ধ করলে, এক হাত দিয়ে বন্ধ করলেও নামায ভেঙ্গে যাবে। কারণ এ অবস্থায় কোনো আগন্তুক তাকে দেখলে সে নামাযে নেই বলেই প্রবল ধারণা করবে।

৩. বুক পকেট থেকে বের করে দেখে দেখে বন্ধ করলেও নামায ভেঙ্গে যাবে।

৪. ফোল্ডিং সেটও না দেখে এক হাত দ্বারা দ্রুত বন্ধ করে দিলে নামায ভাঙ্গবে না। কিন্তু যদি দুই হাত ব্যবহার করে কিংবা দেখে দেখে বন্ধ করে তবে নামায ভেঙ্গে যাবে। তেমনিভাবে এক হাত দিয়ে বন্ধ করতে গিয়ে যদি তিন তাসবীহ পরিমাণ সময় ব্যয় হয়ে যায় তবুও নামায ফাসেদ হয়ে যাবে।

-ফাতাওয়া তাতারখানিয়া ১/৫৬৪; শরহুল মুনইয়াহ পৃ. ৪৪৩; ফাতাওয়া হিন্দিয়া ১/১০৫; আলবাহরুর রায়েক ২/১১, ১২; রদ্দুল মুহতার ১/৬২৪, ৬২৫

উত্তর দিয়েছেন : মাসিক আল-কাওসার

27-Oct-2017 4:53 am

27-Oct-2017 6:33 am


৬৪ জেলার নামাজের সময়সূচির স্থায়ী ক্যলেন্ডর। সারা বছরের জন্য। এখানে পাবেন। বাংলায়।

প্রিন্ট করতে চাইলে প্রিন্ট করে নিতে পারবেন "Print" এ ক্লিক করে এর পর। A4 কাগজে প্রতি পৃষ্ঠাতে এক মাস। ফন্ট ম্যকে ভালো আসে। উইন্ডোজে কি রকম আসবে জানি না।

বেশি খারাপ আসলে PDF জেনারেট করে দিতে হবে।

https://habibur.com/salat/districts/

27-Oct-2017 6:33 am

27-Oct-2017 2:58 pm


Programmers'


: আপনার বাসা কোথায়?
: ব্যংকের পাশে।
: ব্যংকটা কোথায়?
: আমার বাসার পাশে স্যার।
: আচ্ছা, ঐ দুইটা কোথায়?
: পাশা পাশি :-P


Real version control.


তোমরা যারা আইডিয়া খোজো :-P


Thought that was only me.


Data science. :-P

    Comments:
  • তাহলে এখন কি করতে বলবেন? পেত্রাই তাহলে আদি মক্কা? আমাদের কি করতে হবে? আর আপনি এখন কোন দিকে ফিরে নামাজ পড়েন? পেত্রার দিকে নাকি মক্কার দিকে? Real Mango Dhaly
  • মুসলিম জাতি যদি ঐক্যবদ্ধভাবে এটা নিয়ে কিছু বের না করতে চায় তবে তখন কি করবেন?
    যখন এমন জায়গায় যাবেন যেখানে পেত্রা এক দিকে মক্কা অন্য দিকে তখন কি করবেন?
    যারা এমন জায়গায় আছে, তাদেরকে কি করতে বলবেন?
  • যারা মদিনা আর পেত্রার মাঝা মাঝি আছে, তারা? কোন দিকে ফিরে নামাজ পড়বে? মদিনা নাকি পেত্রা?
  • তবে যে কোনো দিকে ফিরে নামাজ পড়লেই হবে? এদেশ থেকে পশ্চিম হওয়াও শর্ত না?
  • আপনি যা বুঝেছেন, তাতে আপনি কোনটা অনুসরন করেন? কংক্লুশন কি? আমাদের পশ্চিমে ফিরে নামাজ পড়ার দরকার আছে। নাকি যে কোনো দিকে ফিরে নামাজ পড়লেই হবে?
  • আমি নামাজ পড়ার সময়ে পশ্চিমে ফিরে নামাজ পড়ি না। ঠিক মক্কার দিকে ফিরে নামাজ পড়ি। পশ্চিম মুখি হবার পর আরো ৭ ডিগ্রি ডান দিকে ঘুরে। পেত্রার দিকে ফিরে পড়তে হলে ২০ ডিগ্রি ঘুরতে হবে। আমাকে কি করতে বলবেন?
  • আমরা সার্কেল খাচ্ছি। কোনটা ঠিক? স্পষ্ট ভাবে বলুন:
    ১। পেত্রার দিকে ফিরে নামাজ পড়তে হবে।
    ২। মক্কার দিকে ফিরে নামাজ পড়তে হবে।
    ৩। যে কোনো দিকে ফিরে নামাজ পড়লেই চলে।
  • যুক্তি দিয়ে আমার কাছে প্রমান করার দরকার নেই। কারন আমি আপনাকে চ্যলেঞ্জ করছি না। শুধু উত্তরটা চাচ্ছি : উপরের ১, ২, ৩ এর মাঝে কোনটা আপনার উত্তর?
  • ইমাম মাহদি আসার আগে পর্যন্ত নামাজ পড়বো না? পড়লে ১,২,৩ এর মাঝে উত্তর কোনটা? আপনি যে আয়াতগুলো শেয়ার করেছেন সেগুলো সব আমি মেনে নিলে?
  • তাহলে কি বুঝাচ্ছেন? কোরআন বুঝার আগে নামাজ পড়তে হবে না? যদি আপনার কথা ঠিক মত বুঝে থাকি।
  • অকে। আপনার মত জানলাম। :-P

27-Oct-2017 2:58 pm

28-Oct-2017 6:52 am


এই একটা ছবি দেখে বুঝা যায়।
  • পৃথিবীর কোথায় সন্ধ্যা, সকাল, দুপুর। হালকা কালো রং সন্ধ্যা-সকাল। গাড় কালো রং ইশা-সোবহে সাদিকের বর্ডার।
  • যে বাংলাদেশে এখন মাত্র সকাল হলো।
  • ঢাকা থেকে উত্তর বা দক্ষিনের জেলাগুলোতে সূর্যাস্ত ঢাকার আগে হবে নাকি পরে।
  • যে এখন শীতকাল চলছে। সূর্য দক্ষিন গোলার্ধে।
  • উত্তর মেরুর ৬ মাস রাত আরম্ভ হয়েছে। এবং দক্ষিন মেরুর ৬ মাসের দিন। কিভাবে এটা হলো সেটাও বুঝা যায়।
  • পৃথিবীর কোন জায়গায় ইশা বা সেহরির ওয়াক্ত এখন হবে না সেটা।
  • চাদের তারিখ। যে আজকে ৭ তারিখের মত।
  • আজকে আকাশে চাদ দেখা যাবে কিনা। এবং কখন চাদ উঠবে ও ডুববে।

    এবং এডভান্সড আরো ৭-৮ টা জরুরী তথ্য যেগুলোর ব্যখ্যা কমপ্লিকেটেড হয়ে যাবে।

    28-Oct-2017 6:52 am

  • 28-Oct-2017 7:06 am


    নতুন ফ্লাইওভার ঘুরে এসে রিভিউ:
  • হ্যা। ফ্লাইওভারের উপর ডান-বামের রাস্তার জন্য ট্রাফিক সিগনাল আছে।
  • বিশাল জ্যমের জন্য সময় আগে যা লাগতো এখনো তাই লাগছে।

    এর মাঝে Pros (+)

  • GDP বেড়েছে।
  • Digital যুগে আমরা আরেক ধাপ প্রবেশ করেছি।

    28-Oct-2017 7:06 am

  • 28-Oct-2017 12:35 pm


    দুনিয়ার বাকি সব দেশে যেভাবে ফ্লাইওভার বানায়।

    ছবিতে একটা চৌরাস্তা। চার রাস্তার প্রতিটা রাস্তা দিয়ে গাড়ি এসে ডানে বামে সামনে সব দিকে যাচ্ছে। কিন্তু কোনো সিগন্যল নেই। কোনো গাড়িকে একটুও থামতে হবে না অন্য গাড়ির জন্য।

    কিন্তু ফ্লাই ওভার বলতে শুধু মাঝে লাল রংয়ের অংশটা। বাকি সব মাটির উপরে নরমাল রাস্তা।

    এটা তিনতলা-চারতলা ফ্লাই ওভার না। Just একটা ব্রিজ ডান থেকে বামে। আর কিছু নেই। এর পরও যে কোনো রাস্তা থেকে অন্য রাস্তায় যাওয়া যায় অন্য ট্রাফিক না আটকিয়ে।

    দেখেন নিজে বের করতে পারেন কিনা কিভাবে সম্ভব।

    এটাও পুরানো ডিজাইন। নতুন ডিজাইন আরো কমপেক্ট। সবগুলো সমাধান একটা ব্রিজ, কোনো ট্রাফিক সিগন্যল ছাড়া।

      Comments:
    • মনে করেন আমাদের দেশের মত রাস্তার বাম দিক দিয়ে গাড়ি চলে। এখন পশ্চিম দিক থেকে [ছবির বাম দিক] একটা গাড়ি এসে দক্ষিনে যাবে [ছবির নিচের দিক]।

      সে ফ্লাই ওভারের উপর দিয়ে পূর্ব দিকে গিয়ে, গোল লুপ দিয়ে ঘুরে আবার ফ্লাইওভারের নিচের দিক দিয়ে দক্ষিনে চলে যাবে। তার জন্য অন্য কোনো গাড়ি আটকাবে না।

      এভাবে যে কোনো দিক থেকে যে কোনো দিকে যাওয়া যাবে। সিগন্যল ছাড়া।

    28-Oct-2017 12:35 pm

    28-Oct-2017 3:44 pm


    আইডিওলজিস:

    বিভিন্ন আইডিওলজি এখন প্রচলিত আছে। সব রিফিউট করতে নামলে আমিও "রিফিউটেশন বাবা" হয়ে যাবো। তাই কোট করে ছেড়ে দিচ্ছি।


    "আনুষ্ঠানিক ইবাদতের মূল্য নেই"
    কোরআনে 'আকিমুস সালাতের' কথা বলা আছে। সালাত বলতে প্রচলিত নামাজ বুঝায় না, বরং সমস্ত ভালো কাজ বুঝায়। তাই এই সমস্ত আনুষ্ঠানিক ইবাদতের কোনো মূল্য নেই।


    "সুদের ব্যবসা এই দেশে জায়েজ"
    যেহেতু এটা দারুল হরব। এবং দারুল হরবে সুদ খাওয়ার ব্যপারে কোনো নিষেধাজ্ঞা নেই।

    এই আইডলোজির ফলোয়ারদের সংখ্যা এই দেশে বিশাল। চিন্তা করতে পারবেন না কত বড়। এরা কিন্তু মডারেট না, ইসলামিষ্ট।


    "এ দেশে ব্যংক ডাকাতি জায়েজ"
    যেহেতু এই তাগুত সরকার আর এর অনুসারিরা কাফের। এবং চুক্তিবদ্ধ কাফের ছাড়া বাকিদের হত্যা করা এবং তাদের সম্পদ লুট করা জায়েজ।

    নেটে যাদের সর্বোচ্চ তকওয়াধারী মনে করি তাদের একটা বড় অংশ এই আইডোলজি ফলো করে।

    এগুলো তারা নরমালি বলে না। চেপে ধরে কথা বের করতে হয়। অধিকাংশ সময় তারা তাকিয়া ফলো করে।

    প্রতিটা আইডলজির সাথে সংশ্লিষ্ঠ দলের নাম দিতে পারতাম। কিন্তু দিলাম না তর্ক এড়াতে।

      Comments:
    • হানাফি-দেওবন্দি Sakib Ahmed Tanvir
    • Appreciating.
    • না।
    • এখানে আমি নেই।

    28-Oct-2017 3:44 pm

    29-Oct-2017 11:56 pm


    শীতকাল। দীর্ঘ রাত।


    আগে মানুষ শীতের রাতে কুপির আলোতে পুথি পাঠ শুনতো। কোনো একটা কাহিনী বই থেকে পুথি পাঠক পড়ে শুনায়। গানের সুরে। সবাই চারিদিকে গোল হয়ে বসে তাই শুনে।

    যে কেউ পড়তে পারে না। প্রথমতঃ সবাই লিখা পড়া পারে না। দ্বিতীয়তঃ বই থাকে হাতে গুনা কিছু লোকের কাছে।

    মাইক, লাউডস্পিকার, কারেন্ট ছিলো না বলে, মজমা এর থেকে বড় করার উপায় নেই।


    এখন মানুষ ওয়াজ মাহফিল করে। সবাই একটু দর্শনীয় ভাবে করতে চায়। বিখ্যাত বক্তা আনে। টাকা দিয়ে হলেও। সংগে হেলিকপ্টার। দর্শনীয় করতে পারলে এলাকার সম্মান বাড়ে।

    এতে আমি খারাপ কিছু দেখি না। ওয়াজির যদি অনুষ্ঠানকে উপভোগ্য করে না তুলতে পারেন, তবে লোকেরা আনন্দ খুজতে যাবে যাত্রা, কনসার্ট, গানের শো তে।


    লোকেরা এলাকায় হেলিকপ্টার নামা দেখতে চায়। তাদের হেলিকপ্টার থেকে কোনো ওয়াজীর নামতে পারে, বা কোনো গায়িকা।

    অনেকে দুটোকেই নিন্দা করে। আমি করি শুধু একটাকে।

    29-Oct-2017 11:56 pm

    30-Oct-2017 2:05 pm


    তিন ধরনের সময় আমরা ব্যবহার করি:

  • স্ট্যন্ডার্ড টাইম : আমাদের ঘড়ির সময়। সবার ঘড়ি-মোবাইলে যে সময় দেখায়।

    - লোকাল টাইম : সূর্য যে এলাকায় যখন ঠিক মাথার উপর থাকে তখন সেই এলাকার লোকাল টাইম দুপুর ১২ টা। ঘড়ি আসার আগে সবাই এই সময় ব্যবহার করতো। স্ট্যন্ডার্ড টাইমের সাথে এর পার্থক্য এ দেশে সর্বোচ্চো ১৫ মিনিট। আগে বা পরে হয়।

    - সাইডেরিয়াল টাইম : সূর্যের বদলে আকাশের তারকা বা বুরুজ ঘুরে দিনের শেষে একই জায়গায় ফিরে আসলে ২৪ ঘন্টা। এটা বেশি ব্যখ্যা করলাম না।


    "সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরে, নাকি পৃথিবী সূর্যের চারি দিকে?"

    দুটোই ঠিক। উত্তর নির্ভর করে কেন্দ্র কোথায় ধরা হচ্ছে তার উপর। কেন্দ্র তিন জায়গায় ধরার প্রচলন আছে। বিভিন্ন হিসাবের সার্থে।

    - সূর্যের কেন্দ্রে। একে বলে হেলিও সেন্ট্রিক কোঅর্ডিনেট সিসটেম। তখন সবকিছু সূর্যের চারদিকে ঘুরে।

    - পৃথিবীর কেন্দ্রে। একে বলে জিও সেন্ট্রিক কোঅর্ডিনেট সিসটেম। তখন সূর্য সহ সবকিছু পৃথিবীর চারদিকে ঘুরে।

    - কোনো শহর বা এলাকাকে কেন্দ্র ধরে। একে বলে টপো সেন্ট্রিক কোঅর্ডিনেট সিসটেম। সবকিছু ঐ এলাকাকে কেন্দ্র করে ঘুরে।

    নামাজের সময় হিসাবের সময় আমরা আরম্ভ করি সূর্যের কেন্দ্র থেকে, সেখান থেকে হিসাব আসে পৃথিবীর কেন্দ্রে। শেষে শহর বা এলাকার হিসাব দিয়ে শেষ করা হয়।

    30-Oct-2017 2:05 pm

  • 30-Oct-2017 5:20 pm


    উত্তর কোরিয়ার যুদ্ধ? এই ডিসেম্বরের শেষ নাগাদ লাগে কিনা তাকিয়ে আছি।

    গুটি সব জায়গা মত চলে আসছে। বাবাজি বলে দিয়েছেন এই সমস্যা এখন সমাধান না করলে পরে আরো বিশাল হয়ে যাবে।

    প্রশ্ন : "উত্তর কোরিয়া যুদ্ধ লাগা মানে কি ৩য় বিশ্ব যুদ্ধ লাগবে?"
    উত্তর : না।

    "পারমানবিক যুদ্ধ?"
    কিছু ফুটতে পারে। চার-টা?

    just prediction. এর কতটুকু মিলে কতটুকু মিলে না সেটা এখন বসে বসে দেখবো।

    FAQ:
    "এই রকম প্রেডিকশন করা কি জায়েজ?"
    জানা নেই :-)

    "না জেনে কথা বলেন কেন? আর কত মানুষকে আপনি বিভ্রান্ত করবেন?"
    উত্তর : :-P

    30-Oct-2017 5:20 pm

    30-Oct-2017 9:00 pm


    আমেরিকার পলিটিক্স এখন কোথায় গিয়ে দাড়ায় সেটা আজকে দিনের শেষে বুঝা যাবে।

    তবে বাবাজি আছেন। যতক্ষনা না দেয়ালটা তোলা হয়।

    30-Oct-2017 9:00 pm

    31-Oct-2017 5:27 am


    মডারেট:


    : আমার জন্য মডারেট হওয়া ঠিক আছে। কিন্তু একজন আলেমের জন্য মডারেট হওয়া ঠিক নেই।

    : এটা আবার কি রকম কথা?

    : আপনি এর আগে কোনো ঘটনায় বলছিলেন না "এক জন দ্বায়ীর জন্য এই রকম কাজ শোভনীয় না"?

    : হুম।

    : পার্থক্যের আরম্ভ এখানে।


    "মডারেট মানে কি ধর্মনিরপেক্ষ?"

    না। ধর্মনিরপেক্ষ ইংরেজি হলো সেকুলার। মডারেট অন্য জিনিস।

    "তাহলে মডারেট মানে কি?"

    মধ্যপন্থি।

    "কিসের মধ্যপন্থি? সব ধর্মের মাঝে মধ্যপন্থি? নাকি ইসলামের মাঝে মধ্যপন্থি?"

    এখানেই পার্থক্য। যদিও দুই দলই নিজেদের মডারেট দাবি করে।


    আচ্ছা, নিজেকে মডারেট পরিচয় দেয়া কি জায়েজ?

    31-Oct-2017 5:27 am

    31-Oct-2017 1:44 pm


    একটা থিউরি আছে : মুসলিমদের কোনো দলের বিরুদ্ধে অতিরিক্ত কঠোর হলে এক সময়ে সেই কঠোরতা আবার তার দিকে ফিরে আসে যে কঠোর ছিলো।


    আহলে হাদিসের অনুসারীরা এক সময় হানাফিদের বিরুদ্ধে গায়ে পড়ে লাগতো। বহু বছর যায় এরকম।

    এর পর ফারাজী সাহেব এবং আরো অন্যান্যরা এগিয়ে আসেন। আল্লাহ তায়ালা তাদের দিয়ে অনেক সমস্যা সমাধান করান।

    তবে ফারাজী সাহেবের মাঝে কিছু অতিরিক্ত কঠোরতা চোখে পড়তো। যেমন আন-ইনভাইটেড কারো মজমায় হাজির হয়ে যাওয়া। বার বার ফোন করে বিরক্ত করতে থাকা, এবং অডিও রেকর্ড প্রকাশ করা। এ ধরনের।

    এখন হুবহু একই কাজগুলো ফারাজী ভাই এবং অন্যদের উপর করছে উনাদের পরের ইয়ং জেনারেশনের ছেলেপেলেরা যারা ভারত থেকে আসছে।


    কঠোরতা দরকার আছে নয়তো জীবন চলবে না। তবে অতিরিক্ত না।
    চেক এন্ড ব্যলেন্সের এই দাগটা কোথায় টানতে হবে?

    জানা নেই।

    কেউ যদি বলে "আমি জানি! এইখানে টানতে হবে।" তবে তার কথাও যে ঠিক এমন কোনো নিশ্চয়তা নেই।


    সঠিক আর ভুলের মাঝে জীবন চলে।
    মু'মিন নিয়ত করে গুনাহ করে না। ভুল করে করে।
    আল্লাহ তায়ালা আমাদের সবাইকে ক্ষমা করুন।

      Comments:
    • সপ্তাহ দুয়েক ধরে খোলা।

    31-Oct-2017 1:44 pm

    31-Oct-2017 9:34 pm



    মুসলিমদের বর্তমান অবস্থার মত কিংকর্তব্যবিমুড়, কনফিউজড, নিঃস্তব্ধ বোধ হয় আমি অন্য কখনো দেখি নি। অনেক বড় বিপদও আমাদের উপর এসেছে কিন্তু তখন চারিদিকে চিৎকার শোনা যেতো। এখনকার মত না।

    Last man standing বলতে আমি এতদিন বলতাম তবলিগ আর চরমোনাই। আজকে চিন্তা করে দেখলাম এ দুটোর একটা আর নেই। একেবারে নেই হয়ে যায় নি, কিন্তু স্পিরিটটা নিঃশেষ হয়ে গিয়েছে বা যাবে।


    এখন কাথা কম্বল নিয়ে হুজরা বাসি হবার সময়। "করতে হবে", "আমরা সবাই যদি..." টাইপের কথার দিন শেষ।

    সামনের কিছু দিন আমি তাসাউফ নিয়ে পোষ্ট দেবো ইনশাল্লাহ। যাদের অপছন্দ স্কিপ করে যাবেন।


    মৃত্যু তাকে শকড করে, যে মৃত্যুর আশংকা করছিলো না।
    যে মৃত্যুর আশায় বসে ছিলো, তার চোখে আলো আর ঠোটে হাসি থাকে।

      Comments:
    • হালকা পোষ্ট। don't read too deep inside.
    • জানা নেই।

    31-Oct-2017 9:34 pm