১
তুরস্কের একটা জিনিস ভালো লেগেছে। তারা রাশিয়া থেকে S-400 কিনছে না। বরং অফার দিয়েছে বানানোর টেকনলজি তাদের দিতে হবে তারা এর জন্য টাকা দেবে। কারন টেকনলজি নিজেরা তৈরি করতেও খরচ হতো। এই রকম না হলে চুক্তি বাতিল।
কেনা অস্ত্র দিয়ে যুদ্ধ করা যায় না। এটা সৌদি আরব দেরিতে হলেও বুঝছে। তাই রাশিয়ায় গিয়ে সৌদি বাদশাহ সৌদিতেই AK তৈরির কারখানার অনুমতি নিয়ে এসেছে। এটা ৪০ বছর আগে করা উচিৎ ছিলো।
২
মুসলিমদের পতনের একটা কারন অনেকে বলছে বিজ্ঞান চর্চার অভাব। অস্ত্র তৈরি করতে বিজ্ঞান লাগে। এমন কি আধুনিক ফাইটার, মিসাইল, হেলিকপটার কিনে আনলেও সৈনিকরা চালাতে পারবে না, যদি না বিজ্ঞান জানে।
৩
একটা জাতির মাঝে সব দরকার আছে।
আলেম, দায়ী, বৈজ্ঞানিক, ইঞ্জিনিয়ার, ডাক্তার, ব্যবসায়ী, জাকেরিন, সৈনিক, ইমাম।
একজন সব হতে পারবে না।
আবার দেশের সবার এক কাজে ভীড় করারও দরকার নেই।