Post# 1507367106

7-Oct-2017 3:05 pm



তালাক না দিয়ে স্ত্রীর সাথে সংসার করলেও স্ত্রীর দেনমহরের টাকা আপনাকে পরিশোধ করতে হবে।

তাই যারা মনে করে "বিশাল করে দেন মোহর ধরবো যেন কিছু দিন পরে স্বামি তালাক না দিতে পারে" -- তারা ভুল।


স্ত্রী যদি নিজে তালাক দেয়, তবুও স্ত্রীর দেন মোহর পরিশোধ করতে হবে।

তাই যারা মনে করে "আমি তালাক দেবো না, স্ত্রী দেক তাহলে আমাকে দেনমোহরের টাকা দিতে হবে না" -- তারা ভুল।


কাবিন নামায় যদি "স্ত্রীকে তালাকের অধিকার দিলাম" চেক করা থাকে তবে আপনার স্ত্রী আপনাকে তালাক দেবার জন্য আপনার অনুমতি নেবার দরকার নেই।

যে কোনো সময় সে তালাক দিত পারে এবং এর পর স্বামীকে পূর্ন দেনমোহর পরিশোধ করে তাকে বিদায় দিতে হবে। স্ত্রী কোনো কারন দর্শাতে বাধ্য না।

সংক্ষেপে লিখলাম তাদের জন্য যারা এর আগের জিনিস জানেন।
বিস্তারতি জানতে আলেমদের সাথে যোগাযোগ করেন।

7-Oct-2017 3:05 pm

Published
7-Oct-2017