পেত্রা-মক্কা - ৫
"আম্মানের উমাইয়া মসজিদ দক্ষিন দিকে মুখ করা। যদিও মক্কা হলো দক্ষিন-পুর্ব ঐ দিকে"
ভিডিওতে ভদ্রলোক হাত দিয়ে দেখাচ্ছেন দক্ষিন-পূর্ব দিকে।
এখানে মসজিদটা: গুগুল ম্যপে।
https://www.google.com.bd/maps/@31.9552604,35.9338153,224m/data=!3m1!1e3?hl=en
ছবি নিচে দেয়া আছে। মসজিদটা দক্ষিন পূর্ন দিকেই মুখ করা। মানে মক্কার দিকে। কিন্তু এনগেল কত? এবার আন্দাজ না করে মাপলাম ছবি থেকে। এক কোনা থেকে অন্য কোনা পিক্সেল ডিসটেন্স হলো
x=64
y=32
angle=atan(32/64) = 26 degree.
ভালো। আর বিয়ারিং কত? মানে কত হলে ঠিক? হিসাবে আসে
Amman-Mecca=160.72248101415
Amman-Petra=193.35509067444
অর্থাৎ এ মসজিদের দক্ষিন থেকে ২০ ডিগ্রি পূর্ব দিকে মক্কা।
পেত্রা ১৩ ডিগ্রি পশ্চিমে।
আর মসজিদটা ২৬ ডিগ্রি পূর্বে। অর্থাৎ মক্কার দিক পার হয়ে পেত্রার বিপরিত দিকে আরো ৬ ডিগ্রি সরে গিয়েছে। অর্থাৎ পেত্রার ধারের কাছেও না। তবে মক্কার ৬ ডিগ্রির মাঝে।
এটাই ভদ্রলোক হাত দিয়ে দেখাচ্ছেন।
প্রথমতঃ ভুল তথ্য দিয়েছেন।
দ্বিতীয়তঃ ভুল দিক দেখাচ্ছেন।
তৃতীয়তঃ পেত্রার উল্টো দিকে আরো ৬ ডিগ্রি গিয়েছে, তাতে কি? উনি নিজেও বলছেন না তাতে কি। কিন্তু দর্শকের মনে সন্দেহ ঘুকে যাচ্ছে। উনি হাত তুলে যেহেতু আরো সাইডে একটা দিক দেখাচ্ছে। "নিশ্চই কোনো উল্টো পাল্টা আছে" মাথা ঝাকিয়ে মানুষ মনে করবে।
#MeccaNotPetra
পরের পার্ট:
https://www.facebook.com/habib.dhaka/posts/10154989223753176
আগের পার্ট:
https://www.facebook.com/habib.dhaka/posts/10154988991558176
- Comments:
- মসজিদটা যে দিকে ফিরে আছে।
- উনি হাত দিয়ে যেভাবে ভুল দেখাচ্ছেন "মক্কা এদিকে"