Post# 1507552826

9-Oct-2017 6:40 pm


-59-

৩-১১
মাহদি থাকবেন ১৪ বছর।
এর অর্থ হতে পারে, খাছ ভাবে থাকবেন।
তাহলে আগের বর্ননাগুলোর বিরোধিতা হয় না।
সুলায়মান বিন ঈসার মতে, উনি বলেন:
আমার কাছে পৌছেছে যে মাহদি ১৪ বছর বাইতুল মুকাদ্দাসে থাকবেন।
হতে পারে পূর্বের বর্ননার অর্থ এই।

৩-১২
উনি চল্লিশ বছর থাকবেন
এর পর নিজের বিছানায় মৃত্যু বরন করবেন।

৩-১৩
মানুষ উনার ঘরে আসবে এমন সময়ে যে
ফিতনায় তারা রক্ত প্রবাহিত করছে।
উনাকে বলবে, "আমাদের সাথে দাড়াও!"
উনি অস্বিকার করতে থাকবেন।
শেষে উনাকে হত্যার ভয় দেখানো হবে।
যখন উনাকে হত্যার হুমকি দেয়া হবে তখন
তাদের সাথে দাড়াবেন।
কিন্তু হিজামায় যতটুকু রক্ত হয় ততটুকু রক্তপাত উনি করবেন না।

৩-১৪
মানুষ উনার কাছে জড়ো হবে ২০৪ বছর পরে।
মানে হাজারের পরে।
বর্ননায় এভাবে আছে।

৩-১৫
মাহদির সৈন্যে এক যুবক থাকবে।
অল্প বয়স। দাড়ি ছোট ও হলুদ।
পর্বতের সাথেও যদি সে যুদ্ধ করে তবে সেটা চুর্ন করে দেবে।
যতক্ষন না সে ইলিয়াতে পৌছে।

[ টিকাতে: ইলিয়া হলে বাইতুল মুকাদ্দাসের নাম ]

৩-১৬
উনার আগে সিরিয়ার সরকার প্রধানকে হত্যা করা হবে।
মিশরের সরকার প্রধানকে হত্যা করা হবে।
সিরিয়া বাসিরা মিশরের গোত্রগুলোকে বন্ধি করবে।
পূর্ব দিক থেকে এক লোক কালো পতাকা নিয়ে
সিরিয়া বাসিদের নেতৃত্ব গ্রহন করবে।
সে মাহদিকে অনুসরনের পথ দেখাবে।

শব্দ,
রাইয়াত-পতাকা : رايات

9-Oct-2017 6:40 pm

Published
9-Oct-2017