১০ ডিগ্রি মানে কত বড়? এর অর্থ কি?
কাটা ঘড়ি দেখেছেন না? এর প্রতিটা ছোট ছোট মিনিটের দাগের মাঝে ফাক ৬ ডিগ্রি।
১০ ডিগ্রি মানে মিনিটের ছোট দুটো দাগের মাঝের পার্থক্যের সমান, একটু কম।
আর বড় বড় করে যে 1 2 3 ঘন্টাগুলো লিখা। এগুলোর প্রতিটার মাঝে পার্থক্য ৩০ ডিগ্রি।
মানে ১০ ডিগ্রি হলো খুবই সামান্য একটা ডিসটেন্স।
সাধারন ভাবে কিবলার ৪৫ ডিগ্রি ডানে বামের মাঝে থাকলেই নামাজ হয়।
- Comments:
- কাটা ঘড়ি। ছোট দাগগুলোর মাঝে ফাক হলো ৬ ডিগ্রি করে।