১
জাকির নায়েকের লেকচার আমি শুনি নি। চলতে ফিরতে যা কানে যায় তা ছাড়া।
কিন্তু উনার বিরোধিদের বিরোধিতা আমার কাছে অতিরঞ্জিত লাগে। তাই উনার বিপক্ষে কেউ কিছু বললে আমি জাকির নায়েকের পক্ষ নেই।
২
হামজা ইউসুফের লেকচার শুনতাম আগ্রহ নিয়ে। ইয়াসির কাজীর পলিটিক্যল লেকচারগুলো শুনেছি। ইসমাইল মেংকের লেকচারগুলোর কিছু ক্লিপও।
তবে নুমান আলী খানের কোনো লেকচারই শুনি নি। তার পরও যখন উনার বিরোধিতা হয় তখন সমর্থন করি as a muslim.
কিন্তু এখন যারা উনাকে আউট করেছেন তাদের বিরুদ্ধে NAK এর পাল্টা মামলা একটা লাইন অতিক্রম করছে। তাই এখন NAK -কে সমর্থন করার কোনো কারন নেই।
৩
খুজলে যে কারো দোষ বের করা যায়। ফেসবুকের যত আইডি আছে সবার। যত বড় বড় আলেম আছে ইতিহাসে সবার।
উনাদের বিরোধিদের বইগুলো পড়েন তাহলেই পাবেন। আবু হানিফা থেকে ইবনে বাজ রাহি: পর্যন্ত।
আমি সেগুলো খুজি না। যার মাঝে যতটুকু ভালো আছে ততটুকু নেই।
- Comments:
- FAQ:
"শিয়াদের থেকেও তাহলে ভালো নেবেন?"
"কাদিয়ানি?"
"ভালো মন্দ সবাই বের করতে পারবে না।"
"দুর্জন বিদ্যান হলেও পরিত্যজ্য।"এই ধরনের লক্ষ যুক্তি।
- FAQ এ দিয়ে দিয়েছি। এই আপত্তি আসবে জানতাম। কিন্তু ধারনা ছিলো আমার FAQ পড়ে সবাই এতদিনে বুঝেছে।