সৌদি আরব এখনো সিনেমা হলের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে দেয় নি। তবে তুলে দেয়ার প্রথম ধাপে কিং ফাহাদ সেন্টারে সিনেমা প্রদর্শন হয়েছে। এ বছরের মাঝে তুলে নিবে বলে খবরে প্রকাশ।
এবং মধ্যপ্রাচ্যের জনপ্রীয় গায়িকা উম্মে কুলসুমের গান প্রচার আরম্ভ করেছে সৌদি টিভি। ৭০ এর দিকে যখন মধ্যপ্রাচ্যে ছিলাম তখন দেখতাম তার গান টিভিতে আসলে আশে পাশে সব নিঃশব্দ হয়ে যেতো।
এদিকে ভারতে পত্রিকায় ছবি আসে মুসলিম মহিলা পুজা দিচ্ছে। দেওবন্দ ফতোয়া দেয় এর বিরুদ্ধে। দেওবন্দের এহেন তাকফিরি সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন সেই মহিলা, "শ্রীরাম হলেন আমাদের পূর্বপুরুষ। আমরা আমাদের নাম আর ধর্ম পরিবর্তন করে হিন্দু বা মুসলিম হতে পারি। কিন্তু নিজেদের পূর্বপুরুষকে কিভাবে বদলাবো? দেবতা শ্রীরামের নামে গান গাইলে শুধু হিন্দু-মুসলিমদের মধ্যকার দূরত্বই ঘুচবে না, ইসলামের মহানুভবতাও প্রকাশ পাবে।" :V