দেখলাম,
১
সব্জি ১০০ টাকা কেজি। যেটাই কিনি।
সমাধান: আলু ভর্তা, ডাল।
আলুর কেজি ২৫ টাকা। কাচা মরিচ ২৫০ টাকা।
আলু ভর্তার মাঝে যে কয়েকটা কাচা মরিচের দিচ্ছি তার দাম সম্ভবতঃ আলুর থেকে বেশি।
২
আগে হোটেলে ভাত খাবার পয়সা থাকতো না। তাই ফাস্ট ফুড খেতাম। কনফেকশনারি দোকান থেকে সস্তায় বিফ বার্গার। দাম ২ থেকে ৫ টাকা। যদিও ভেতরে বিফ থাকতো না। ডালের বড়ার মত কি একটা থাকতো।
এ যুগে বিফ বার্গারের দাম ২০০ থেকে ৫০০।
যাদের অনেক টাকা, তারা ভাত না খেয়ে এগুলো খায়।
৩
"ঢাকা শহরে এত রেস্টুরেন্টের কারন কি?"
আগে মহিলারা বাসায় রান্না করতো। এখন তারা চাকরি করে।
তাদের রান্না পুরুষরা রেষ্টুরেন্টে করে তাদের বাসায় পৌছে দেয়।
ছেলেরা চাকরি পায় না। সব চাকরিতে চায় কেবল মহিলাদের।
তবে ঐ বেকার ছেলের চাহিদা রেস্টুরেন্টে রান্না করার জন্য অনেক। ২০-২৫ হাজার টাকা দিয়েও রেস্টুরেন্টগুলো বাবুর্চি পায় না।