Post# 1509406052

31-Oct-2017 5:27 am


মডারেট:


: আমার জন্য মডারেট হওয়া ঠিক আছে। কিন্তু একজন আলেমের জন্য মডারেট হওয়া ঠিক নেই।

: এটা আবার কি রকম কথা?

: আপনি এর আগে কোনো ঘটনায় বলছিলেন না "এক জন দ্বায়ীর জন্য এই রকম কাজ শোভনীয় না"?

: হুম।

: পার্থক্যের আরম্ভ এখানে।


"মডারেট মানে কি ধর্মনিরপেক্ষ?"

না। ধর্মনিরপেক্ষ ইংরেজি হলো সেকুলার। মডারেট অন্য জিনিস।

"তাহলে মডারেট মানে কি?"

মধ্যপন্থি।

"কিসের মধ্যপন্থি? সব ধর্মের মাঝে মধ্যপন্থি? নাকি ইসলামের মাঝে মধ্যপন্থি?"

এখানেই পার্থক্য। যদিও দুই দলই নিজেদের মডারেট দাবি করে।


আচ্ছা, নিজেকে মডারেট পরিচয় দেয়া কি জায়েজ?

31-Oct-2017 5:27 am

Published
31-Oct-2017