Post# 1508180437

17-Oct-2017 1:00 am


পেত্রা-মক্কা - ৪

"দক্ষিন জর্দানে আব্বাসিয়দের একটা মসজিদ ছিলো যেটার কিবলা জেরুজালেমের দিকে ছিলো না। এর পর লেবাননের বালবিকে একটা মসজিদ তৈরি হয় যার কিবলা মক্কার দিকে না।"


প্রথমতঃ দক্ষিন জর্দানের মসজিদের কিবলা জেরুজালেমের দিকে ছিলো না? তবে কোন দিকে ছিলো? মক্কার দিকে? উনি বলেন নি চেপে গিয়েছেন। জেরুজালেমের দিকে হলেই বরং উল্টো হতো।

কিন্তু শ্রোতা এত মনোযোগ দিয়ে তো শুনবে না। তার সন্দেহ বাড়তে থাকবে।

এখানে উনি কোনো ম্যপ-ডিরেকশন দেন নি। তাই কিছু বলার নেই।


লেবাননের বালবিকের মসজিদের কিবলা মক্কার দিকে ছিলো না।
এটাও ভুয়া কথা।

উল্লেখ্য উনি বলেছেন এখন গুগুল আর্থ থেকেই এগুলো সব চেক করা যায়। সাইটে যাবার দরকার নেই। এবং উনিও তাই করেছেন।

আমিও গুগুল আর্থ থেকে চেক করলাম।

প্রথমে হিসাব,
ঐ মসজিদ থেকে বিয়ারিং
Lebanon-Mecca=164.75778657374
Lebanon-Petra=189.74473888667

অর্থাৎ
মক্কা দক্ষিন থেকে ১৫ ডিগ্রি পূর্ব।
পেত্রা দক্ষিন থেকে ১০ ডিগ্রি পশ্চিমে।

নিচে ছবিতে দেখতে পাবেন মসজিদটি দক্ষিন থেকে ১০ ডিগ্রি পূর্বে। মানে স্পষ্টতই মক্কার দিকে। ৫ ডিগ্রির মাঝে। পেত্রার দিকে হতে হলে এটা নিচের দিকে একটু ডানে কিবলা না হয়ে বায়ের দিকে হতো।

মানে উনার কথা ভুল। এবং এখানে মিথ্যা করে ভদ্রলোক একটা লম্বা লাল দাগ টেনে দেখিয়েছেন এই মসজিদের কিবলা পৃর্ব না গিয়ে পশ্চিমে কোনো দিকে যায়। নিচে ছবিতে উনার গ্রাফ দেয়া আছে।

পুরোই ভুয়া।

#MeccaNotPetra

পরের পার্ট:
https://www.facebook.com/habib.dhaka/posts/10154989189678176

আগের পার্ট:
https://www.facebook.com/habib.dhaka/posts/10154988820603176

    Comments:
  • লেবাননের মসজিদটার মুখ কম্পাস সহ।

    - লেবাননের বালবিক থেকে যে দিকে মক্কা আর যে দিকে পেত্রা।

    - ভদ্রলোক মিথ্যা দেখাচ্ছেন এই মসজিদের কিবলা নাকি পূর্ব দিকে যায়, এই ছবির লাল দাগ ধরে। ছবিটা উনার ভিডিও থেকে কালেকটেড।

17-Oct-2017 1:00 am

Published
17-Oct-2017