ইন্টারনেট কোম্পানীতে চাকুরী করা৷
প্রশ্ন
আমি একটি ব্রডবেন্ড ইন্টারনেট কোম্পানীতে চাকুরী করি। আমার কাজ হল: প্রতি মাসের বিল গ্রাহকরা অফিসে দিয়ে যায় আমি তার হিসাব রাখি। এক্ষেত্রে এই চাকুরী করা কি জায়েজ হবে কিনা?
উত্তর
হারাম কাজ করে এমন কোনো প্রতিষ্ঠানে চাকরি করা ইসলাম অনুমোদন করে না। যেমন: সুদী ব্যাংক বা মাদক কোম্পানীতে চাকুরী করার অনুমোদন ইসলামে নেই।
পক্ষান্তরে যদি প্রতিষ্ঠানটি এমন কোনো কাজ করে যা মূলগতভাবে হারাম নয় কিন্তু মানুষ এটাকে মন্দ বা হারাম কাজে ব্যবহার করে, এধরণের প্রতিষ্ঠানে চাকরি করা বৈধ। সুতরাং আপনার ব্রডবেন্ড ইন্টারনেট কোম্পানীতে চাকুরী বৈধ হবে।
জদীদ ফিকহি মাসাইল 299৷
উত্তর প্রদানে মুফতী মেরাজ তাহসীন
01756473393