আজকে জানলাম,
কাকরাইলের জুবায়ের সাহেব আলমি শুরার পক্ষে। অন্যান্য আলেমগন ও ।
ওয়াসিফ ভাই, শিকদার স্যার ও আরো ভার্সিটির মুরুব্বিগন সাদ সাহেবের পক্ষে।
সাদ সাহেবকে আহলে হাদিস পন্থি বলছেন উনার বিরোধিরা।
আগে ধারনা ছিলো আলমি শুরা বন্ধ হয়ে গিয়েছিলো। কিন্তু না। ওয়াসিফ ভাইকে বাদ দিয়ে আলমি শুরা এখন চালু আছে।
আলমি শুরা মূলতঃ চলছে পাকিস্তান থেকে। ওহাব সাহেব ও লাট সাহেব আছেন এতে।
বাকি দেশগুলো আলমি শুরা নাকি সাদ সাহেবের পক্ষে তাতে বিভক্ত হচ্ছে।
বৃটেন কিছু মাস আগে ভাগ হয়েছিলো। শেষে ফয়সালা কি? আমার কাছে অস্পষ্ট।
বাংলাদেশের কিছু জেলা মারকাজেও কনফিউশন আছে।