Post# 1509183873

28-Oct-2017 3:44 pm


আইডিওলজিস:

বিভিন্ন আইডিওলজি এখন প্রচলিত আছে। সব রিফিউট করতে নামলে আমিও "রিফিউটেশন বাবা" হয়ে যাবো। তাই কোট করে ছেড়ে দিচ্ছি।


"আনুষ্ঠানিক ইবাদতের মূল্য নেই"
কোরআনে 'আকিমুস সালাতের' কথা বলা আছে। সালাত বলতে প্রচলিত নামাজ বুঝায় না, বরং সমস্ত ভালো কাজ বুঝায়। তাই এই সমস্ত আনুষ্ঠানিক ইবাদতের কোনো মূল্য নেই।


"সুদের ব্যবসা এই দেশে জায়েজ"
যেহেতু এটা দারুল হরব। এবং দারুল হরবে সুদ খাওয়ার ব্যপারে কোনো নিষেধাজ্ঞা নেই।

এই আইডলোজির ফলোয়ারদের সংখ্যা এই দেশে বিশাল। চিন্তা করতে পারবেন না কত বড়। এরা কিন্তু মডারেট না, ইসলামিষ্ট।


"এ দেশে ব্যংক ডাকাতি জায়েজ"
যেহেতু এই তাগুত সরকার আর এর অনুসারিরা কাফের। এবং চুক্তিবদ্ধ কাফের ছাড়া বাকিদের হত্যা করা এবং তাদের সম্পদ লুট করা জায়েজ।

নেটে যাদের সর্বোচ্চ তকওয়াধারী মনে করি তাদের একটা বড় অংশ এই আইডোলজি ফলো করে।

এগুলো তারা নরমালি বলে না। চেপে ধরে কথা বের করতে হয়। অধিকাংশ সময় তারা তাকিয়া ফলো করে।

প্রতিটা আইডলজির সাথে সংশ্লিষ্ঠ দলের নাম দিতে পারতাম। কিন্তু দিলাম না তর্ক এড়াতে।

    Comments:
  • হানাফি-দেওবন্দি Sakib Ahmed Tanvir
  • Appreciating.
  • না।
  • এখানে আমি নেই।

28-Oct-2017 3:44 pm

Published
28-Oct-2017