Post# 1506932900

2-Oct-2017 2:28 pm


সুদ:

"ব্যংকের সুদ আসলে সুদ না কারন inflation-monetory devaluation। তাদের সুদ এটাকে offset করছে। নয়তো আমি টাকা রেখে লস দেবো।"

কথাটা ঠিক ধরলে এটা হবে সুদের গন্ডিতে তোমার প্রথম প্রবেশ।

ব্যংকের রেইটে যদি আমি অন্যর থেকে সুদে খাই? acceptable? এর একটু কমে বা বেশিতে? ব্যংকের রেইটতো ফিক্সড না।

যাদেরকে আমি এই যুক্তির উপর উঠতে দেখেছি সবাইকে আস্তে আস্তে সুদের ব্যবসায় পুরো পুরি ঢুকে যেতে দেখেছি।

যখন চেতনা ফিরে এসেছে, তৌবা করে সব সুদ ফিরে এসেছে, ব্যংকের সহ।

তুমি এই সার্কেলে ঘুরতে চাও?

"কিন্তু হাদিসে আছে সুদ শুধু পাচটা জিনিসে, স্বর্ন, রূপা, খেজুর...। সরকারী ছাপানো কাগজের টাকার কথা নেই।"

এর পর? শুধু এই হাদিস?

এই ব্যখ্যায় দেশি স্বর্ন আর ২৪ ক্যরেটের দাম সমান হতে হবে। তুমি এরকম লেন দেন করো?

দালালি নিষিদ্ধের হাদিসগুলো পেয়েছো? জানার প্রয়োজন বোধ করেছো?

কিসের উপর ভিত্তি করে তুমি হাদিস সিলেকট করো? নিজের সুবিধা দেখে?

কিছুদিন পরে অন্য হাদিস পেয়ে যদি দেখো তোমার আগের সব ব্যখ্যা ভুল, এর পর কি?

"এদেশ দারুল কুফর ধরে নিয়ে একটা ইসলামি দলের লোকেরা সুদের ব্যবসা করছে। দারুল কুফরে করা যায়।"

আন্য আদেশগুলো অনুসরন করে? দারুল কুফরে জুম্মা পড়ে?

দারুল হারবে জিনা জায়েজের ফতোয়া পেয়েছে? খুজলে পাবে। এর উপর আমলকারীদের কথাও পড়েছি।

2-Oct-2017 2:28 pm

Published
2-Oct-2017