১
এলাকায় যাদের জালেম মনে করতাম, তাদের একাধিক জন হটাৎ করে মসজিদের মুসুল্লি হয়ে যায়। ৬ মাস পর মৃত্যু।
যাদের হামারখোর মনে করতাম, তারা হজ্জ করে আসে। রাস্তায় মাথা নামিয়ে চলে। কিছু দিন পর মৃত্যু।
এলাকায় যে ফাহেশ হিসাবে পরিচিত ছিলো তার মৃত্যু কি ভাবে হয়েছে জানো? ইতেকাফে বসে। সিজদা রত অবস্থায় নামাজে।
আল্লাহ হয়তো তাদের ক্ষমা করবেন।
আমার পরিনতি আমি জানি না।
২
সময়ের সাথে সাথে রাগ-ঘৃনাতে মরিচা পড়ে।
পুরানো শত্রুদের মনে হয় পুরানো বন্ধু।
৩
আশংকার কথা হলো পরিনতি আগেই ঠিক করা আছে।
আশার কথা? তাই হতাশ হয়ে লাভ নেই।