Post# 1509172533

28-Oct-2017 12:35 pm


দুনিয়ার বাকি সব দেশে যেভাবে ফ্লাইওভার বানায়।

ছবিতে একটা চৌরাস্তা। চার রাস্তার প্রতিটা রাস্তা দিয়ে গাড়ি এসে ডানে বামে সামনে সব দিকে যাচ্ছে। কিন্তু কোনো সিগন্যল নেই। কোনো গাড়িকে একটুও থামতে হবে না অন্য গাড়ির জন্য।

কিন্তু ফ্লাই ওভার বলতে শুধু মাঝে লাল রংয়ের অংশটা। বাকি সব মাটির উপরে নরমাল রাস্তা।

এটা তিনতলা-চারতলা ফ্লাই ওভার না। Just একটা ব্রিজ ডান থেকে বামে। আর কিছু নেই। এর পরও যে কোনো রাস্তা থেকে অন্য রাস্তায় যাওয়া যায় অন্য ট্রাফিক না আটকিয়ে।

দেখেন নিজে বের করতে পারেন কিনা কিভাবে সম্ভব।

এটাও পুরানো ডিজাইন। নতুন ডিজাইন আরো কমপেক্ট। সবগুলো সমাধান একটা ব্রিজ, কোনো ট্রাফিক সিগন্যল ছাড়া।

    Comments:
  • মনে করেন আমাদের দেশের মত রাস্তার বাম দিক দিয়ে গাড়ি চলে। এখন পশ্চিম দিক থেকে [ছবির বাম দিক] একটা গাড়ি এসে দক্ষিনে যাবে [ছবির নিচের দিক]।

    সে ফ্লাই ওভারের উপর দিয়ে পূর্ব দিকে গিয়ে, গোল লুপ দিয়ে ঘুরে আবার ফ্লাইওভারের নিচের দিক দিয়ে দক্ষিনে চলে যাবে। তার জন্য অন্য কোনো গাড়ি আটকাবে না।

    এভাবে যে কোনো দিক থেকে যে কোনো দিকে যাওয়া যাবে। সিগন্যল ছাড়া।

28-Oct-2017 12:35 pm

Published
28-Oct-2017