আখিরাত ভাবনা:
১
আথারি মতবাদ ঠিক নাকি আশারি? আখিরাতে এই প্রশ্নের সম্মুখিন হবার ভয় করি না।
তবে এ নিয়ে যদি আমি তর্কে লিপ্ত হই আর এমন কথা বলি যা আল্লাহ তায়ালা বলেন নি -- তবে সে ব্যপারে আমি আখিরাতে ভয় করি।
২
আকিদার বিষয়গুলোর মাঝে শুধু "কদরের" ব্যপারে ভয় করি। এর বিশ্বাস আমার ঠিক আছে কিনা। এ এমন যে এই ব্যপারে কারো কাছে মুখ খোলাও উপায় নেই, "দেখেন তো এই বিশ্বাস ঠিক আছে কিনা?" তাই শুধু আল্লাহর উপর ভরসা।
আকিদার বাকিগুলোর ব্যপারে সারা জীবন ধরে যা শুনে আসছি তাই। নতুন কথায় আশংকা বেশি।
৩
ধরা খেলে আমি আমলের ব্যপারে ধরা খাবার আশংকা করছি।
আর আকিদার ব্যপারে বাড়া বাড়ি করে থাকলে সেটা।
- Comments:
- I played Mortal Combat.