Post# 1509151959

28-Oct-2017 6:52 am


এই একটা ছবি দেখে বুঝা যায়।
  • পৃথিবীর কোথায় সন্ধ্যা, সকাল, দুপুর। হালকা কালো রং সন্ধ্যা-সকাল। গাড় কালো রং ইশা-সোবহে সাদিকের বর্ডার।
  • যে বাংলাদেশে এখন মাত্র সকাল হলো।
  • ঢাকা থেকে উত্তর বা দক্ষিনের জেলাগুলোতে সূর্যাস্ত ঢাকার আগে হবে নাকি পরে।
  • যে এখন শীতকাল চলছে। সূর্য দক্ষিন গোলার্ধে।
  • উত্তর মেরুর ৬ মাস রাত আরম্ভ হয়েছে। এবং দক্ষিন মেরুর ৬ মাসের দিন। কিভাবে এটা হলো সেটাও বুঝা যায়।
  • পৃথিবীর কোন জায়গায় ইশা বা সেহরির ওয়াক্ত এখন হবে না সেটা।
  • চাদের তারিখ। যে আজকে ৭ তারিখের মত।
  • আজকে আকাশে চাদ দেখা যাবে কিনা। এবং কখন চাদ উঠবে ও ডুববে।

    এবং এডভান্সড আরো ৭-৮ টা জরুরী তথ্য যেগুলোর ব্যখ্যা কমপ্লিকেটেড হয়ে যাবে।

    28-Oct-2017 6:52 am

  • Published
    28-Oct-2017