Post# 1508460547

20-Oct-2017 6:49 am


বেশি প্রশ্ন করাকে ইসলামে নিরুৎসাহিত করা হয়েছে। সুরা বাকারার "কালুদউ লানা রাব্বাকা..." আয়াতের তফসির দ্রষ্টব্য। ইহুদিরা যখন প্রশ্ন করছিলো কোন গরু জবাই করবো?

আল্লাহ তায়ালা যতটুকু জরুরী তা বলে দিয়েছেন। বাকিটায় স্বাধীনতা আছে।

এজন্য গায়ে পড়ে আমি ফতোয়া নিতে যাই না। যতটুকু স্পষ্ট ফতোয়া আমার কাছে পৌছেছে সেটুকুর উপর আমল যথেষ্ট মনে করি।

তাই,
"এটা কি জায়েজ?" "ওটা কি ঠিক?" "এই কাজ করলেন যে, আলেমদের থেকে আগে জেনে নিয়েছেন জিনিসটা ঠিক কিনা?"

এই ধরনের প্রশ্নের কমন উত্তর : আমি জানি না। জানতে চাইও না। কিন্তু আপনি যদি জানা জরুরী মনে করেন তবে নিজে জেনে নিন। এর পর কি উত্তর পেয়েছেন সেটা আমাকে জানানোর দরকার নেই। বরং আপনি নিজে আমল করুন।

আমি যখন জানা প্রয়োজন মনে করবো, তখন নিজে জেনে নিবো।

    Comments:
  • I thought everyone knew that.

20-Oct-2017 6:49 am

Published
20-Oct-2017