Post# 1507049343

3-Oct-2017 10:49 pm



"আস সুলতানু দিল্লুল্লাহি ফিল আরদ..."
মেনেছি যখন চেয়েছি।
মানিনি যখন চাই নি।
শেষে প্রান্তে।
হয়তো আল্লাহ তায়ালা শেষ দরজা খুলে রেখেছেন ভুলকে শুদ্ধ করার।


সন্তান তার বাপের অবাধ্যতায় জীবন কাটিয়েছে।
বাপ বিছানায়। শেষ প্রান্তে।
হয়তো আল্লাহ তায়ালা ছেলেকে শেষ সুযোগ দিয়েছেন তৌবা করার।


যুক্তিকে প্রাধান্য দেই স্পষ্ট হুকুমের উপর।
অথচ আল্লাহর কথায় অস্পষ্টতা ছিলো না।

অবাধ্যতাকে বেছে নিয়েছি তাকওয়ার নামে।

3-Oct-2017 10:49 pm

Published
3-Oct-2017