Post# 1507195362

5-Oct-2017 3:22 pm


ফতোয়ার সোর্স:


স্কুল জীবনে ছিলো বেহেস্তি জেওর।

হাই স্কুলে। দৈনিক ইনকিলাব এর ইসলাম পৃষ্ঠা। সপ্তাহে একবার, ছোট বক্সে ৮/১০ টা উত্তর।

কলেজে, মাসিক মদিনার প্রশ্নোত্তর বিভাগ। উত্তর দিতেন মাওলানা মহিউদ্দিন খান। অসুস্থ হলে অন্য কেউ। উত্তর পড়ে বুঝতাম অন্য কেউ দিয়েছে। :V

৯৫ এর পর ইন্টারনেট। প্রথমে ask-imam, দক্ষিন আফ্রিকার একটা মাদ্রাসা থেকে চালাতো। উত্তর দিতেন মুফতি ইব্রাহীম দিশাই। এটা দেওবন্দি মাদ্রাসা ছিলো।

এর কয়েক বছর পর islam-qa. দলিল ভিত্তিক লম্বা উত্তর। সালাফিদের। তাই দুপক্ষের কাছে গ্রহনযোগ্য। বহু দিন এ থেকে চালিয়েছি। ask-imam তখন বন্ধ হয়ে গিয়েছিলো।


এখন,
শায়েখ মুনাজ্জিদ জেলে।
সৌদি-সালাফি স্থাপনা-শিক্ষায় কাপুনি চলছে।
২০০০ এর দিকে মিটিয়ে যাওয়া হানাফি-দেওবন্দিরা আবার ফিরে এসেছে, with force।


ফতোয়ার নতুন প্রাইমারি সোর্স ঠিক করার সময়।

    Comments:
  • FAQ:
    "বেহেস্তি জেওর? হা হা"
    "ইনকিলাব যে অমুকদের জানেন না?"
    "ask-imam আবার চালু হয়েছে"
    "দুই পক্ষের কাছে গ্রহনযোগ্য মানে? দুই নৌকায়..."
    "মিটিয়ে যাওয়া বলতে কি বুজাচ্ছেন? কখনোই মিটে..."
    "কাপুনি চলছে মানে? হক কখনো শেষ হয় না...."
  • গ্রামিন সাইবারনেট। দেশে দ্বিতীয় ছিলো। প্রথমদের ১ মাস পরে।
  • পক্ষে বা বিপক্ষে কোনো খবর আসে নি মানে খবর ঠিক। খবরে এসেছে যে: যাদের গ্রেফতার করছে তাদের নাম প্রকাশ করছে না। ইজরাইলিরা কোনো দেশে ট্রেনিং দেবার পর থেকে ঐ দেশে সাধারনতঃ এরকম হতে থাকে।

5-Oct-2017 3:22 pm

Published
5-Oct-2017