১৯৮৪ সালে ঢাকা এয়ারপোর্টে বিমানের ফকার প্লেন দুর্ঘটনায় পড়ে ৫০ জনের মত মারা যায়, প্লেনের সবাই। এর মাঝে ছিলো রোকসানা, বাংলাদেশের প্রথম মহিলা পাইলট।
এর কিছু বছর আগে থেকে রোকসানাকে টিভি পত্রিকায় দেখিয়ে হিরো বানিয়ে ফেলা হয়েছিলো। তাই দুর্ঘটনাটা অনেকদিন পর্যন্ত আলোচনায় থাকে।
#feeling_nostalgic