Post# 1508175848

16-Oct-2017 11:44 pm


পেত্রা-মক্কা - ৩

"ইসলামের প্রথম শত বছরে তৈরি সবগুলো মসজিদগুলোর কিবলা পেত্রার দিকে। এগুলো মক্কার দিকেও না, জেরুজালেমের দিকেও না।"

জবাব,

পেত্রার দিকে জোর করে মিলাতে চাইলে শুধু পেত্রার দিকে মিলবে।

তাই এর সাথে ভদ্রলোক যোগ করেছেন, FUD. মানে Fear, Uncertainity, Doubt. "দেখেছেন একেবারে নিশ্চিৎ মক্কার সাথে মিলছে না। তাহলে কি বুঝলেন? হা হা! মানে বুঝলেন তো পেত্রা!!! নিজেই বুইঝা লন।" আপনার মনের সন্দেহ দিয়েই আপনােক কুপকাত। সলিড কোনো প্রমানের দরকার নেই।


প্রথমে মসজিদে কিবলাতাইনের কথা টেনেছেন। এখানে উনি কিছু প্রমান করতে পারে নি। শুধু সন্দেহ ঢুকিয়ে দিয়েছে। বলছেন, কিবলা যে পরিবর্তিত হয়েছে এটা যেন মুসলিমরা পরবর্তিতে মাটি খুড়ে বের করেছেন।

উহু। এটা মুসলিমরা প্রথম থেকেই জানে। মাটি খুড়ে আবিষ্কার করে নি।


দ্বিতীয়, চীনের এই মসজিদ

https://en.wikipedia.org/wiki/Huaisheng_Mosque

উনি সেই মসজিদে গিয়ে GPS দিয়ে বের করেছেন যে মক্কা যে দিকে তার থেকে এর কিবলা আরো ১২ ডিগ্রী উত্তরে। মানে পেত্রার দিকে।

উহু ভুয়া কথা।

নিচে ডাটা:
মসজিদের লোকেশন
$mecca=[21.3891, 39.8579];
$petra=[30.32221, 35.47933];
$china=[23.1291, 113.2644];

এটা দিয়ে হিসাব করলে ঐ মসজিদ থেকে মক্কা আর পেত্রার bearing হিসাবে আসে নিচের মত।

China-Mecca=284.50951575052 degree
China-Petra=294.95192257505 degree

অর্থাৎ, ঐ মসজিদ থেকে মক্কা পশ্চিম থেকে আরো ১৫ ডিগ্রি উত্তরে।
আর পেত্রা পশ্চিম থেকে আরো ২৫ ডিগ্রি উত্তরে।

আর নিচে গুগুল আর্থ থেকে মসজিদের ছবি বের করে কিবলা কোন দিকে বের করলাম। উনার কথা মতই। নিজের কোনো আবিষ্কার না।

দেখলাম মসজিদের কিবলা ঠিক পশ্চিম থেকে মাত্র ৫ ডিগ্রি উত্তরে।

মানে পেত্রার দিকে তো নয়ই। বরং আরো দক্ষিনে। কিছুটা ইয়েমেনের দিকে।
এখন আরেক গ্রুপ বেরুবে নাকি, "ইয়েমেনই মক্কা?" :V


দুনিয়ার ঐ প্রান্ত চীনে বসে যে একটা মসজিদ তৈরি হয়েছে ১৩০০ বছর আগে যার কিবলা মক্কার ১০ ডিগ্রির মাঝে - এটাই একটা অবাক করা বিষয়। এই আলোচিত ভদ্রলোক GPS দিয়ে নাকি এই সব বের করেছেন। ঐ সময়ে তাদের কোনো GPS ও ছিলো না। উল্লেখ্য কিবলা plus-minus 45 degree হলেও চলে।


প্রথম কমেন্টে মসজিদের ছবি। লাল গোল দেয়া। সাইডে কম্পাস। দিক বের করা হয়েছে Great Circle Bearing দিয়ে। যারা Spherical Trigonometry পড়েছেন তারা বুঝবেন।

#MeccaNotPetra

পরের পার্ট:
https://www.facebook.com/habib.dhaka/posts/10154988991558176

আগের পার্ট:
https://www.facebook.com/habib.dhaka/posts/10154988527403176

    Comments:

16-Oct-2017 11:44 pm

Published
16-Oct-2017