Post# 1507987710

14-Oct-2017 7:28 pm


তর্ক : দরবারী আলেম।


: আপনার দলের সাথে কোনো আলেম আছে? নাকি আলেম নেই?
: নেই মানে? অনেক আছে। নাম আমি দিচ্ছি না সিকিউরিটির জন্য....
: মানলাম। আপনারা ক্ষমতায় গেলেও কি তারা আপনাদের সাথে থাকবে? নাকি চলে যাবে?
: চলে যাবে কেন? আছে সবসময়।
: তখন কি তাদের দরবারী বলা যাবে?


খতিব ওবায়দুল হকের চাকরি ছিলো সরকারি। সরকার গাড়িও দিয়েছিলো। কেউ উনাকে দরবারি বলেনি।

এই উপমহাদেশে এখন ফিকাহগত ব্যপার শেষ ফতোয়া আসে তাকি উথমানি সাহেব থেকে। একজন রিসেন্ট কওমি আলেমকে জিজ্ঞাসা করেছিলাম। উনি বললেন মাদ্রাসায় তাকি সাহেবের ফতোয়ার বই পড়ায়। তাকি উথমানি আর উনার পিতা মুফতি শফি সাহেবের পরিচয় দেয়া হয় উনাদের সরকারি চাকরি দিয়ে।

"থামেন ভাই, কিছুক্ষন পরে আপনি মাসুদ সাহেবের পক্ষে সাফাই গাইবেন।"


তবে কে দরবারী কে দরবারী না?

ডেফিনিশন কিতাবে আছে। আমিও জানি আপনিও জানেন।

তবে সেগুলো কিতাবে থাক। ট্যগটাকে অস্ত্র করি। বিরোধি মতকে ঘায়েল করার জন্য।

সব যখন বাতেল। তখন সেই শুন্য মাঠে আমার মতকে প্রতিষ্ঠা করা সহজ। বাজারে যেহেতু দোকান আমারটাই।

14-Oct-2017 7:28 pm

Published
14-Oct-2017