নিজের কথা : "আপনি তর্ক করেন না কেন?"
এই জিনিসগুলো মনে রেখে তর্ক করি না।
১
কোরআন নিয়ে তর্কে মু'মিন হেরে যায়। মুনাফিক জিতে যায়। হাদিসের কথা।
তাই হেরে গিয়ে আমি মু'মিন থাকতে চাই।
২
হযরত ওমর রা: এর কাছে দুজন যদি এইরকম প্রশ্ন নিয়ে আসতো, কোরআনে আমরা এই কথা পেয়েছি আবার ঐ কথাও পেয়েছি, মিলাবো কিভাবে? সমাধান করে দিন -- তবে উনি প্রশ্নকারি দুজনকেই চাবুক দিয়ে পিটাতেন।
তাই প্রশ্ন করে আমি চুবক পিটার যোগ্য হতে চাই না।
৩
রাসুলুল্লাহ ﷺ একবার দেখেছিলেন দু জন কোরআন নিয়ে তর্ক করছে। উনি প্রচন্ড রেগে গিয়েছিলেন এবং বলেছিলেন, তোমাদের আগের কওম এই কারনে ধ্বংশ হয়ে গিয়েছিলো। বরং এই রকম তর্ক আসলে বলবে, আমরা আল্লাহর আয়াত সবগুলোতেই বিশ্বাস করি। যে অর্থে উনি নাজিল করেছেন সে অর্থে।
আমি রাসুলুল্লাহ ﷺ কে রাগাতে চাই না।
//part-1
//হাদিসগুলো সৃতি থেকে লিখা। রেফারেন্স খুজে নিন।
- Comments:
- ঠিক। এবং আমি আমার বশ্যতা-বায়াত-আনুগত্য এই লোকদের দিতে চাচ্ছি না। কারন তাদেরকে আমি বিশ্বাস করি না।
- ইসলামে যে প্রবেশ করলো সেই মুসলিমদের দলে যোগ দিলো। এটাতে তার সন্তুষ্ট হয়ে যাওয়া উচিৎ।