Post# 1509094734

27-Oct-2017 2:58 pm


Programmers'


: আপনার বাসা কোথায়?
: ব্যংকের পাশে।
: ব্যংকটা কোথায়?
: আমার বাসার পাশে স্যার।
: আচ্ছা, ঐ দুইটা কোথায়?
: পাশা পাশি :-P


Real version control.


তোমরা যারা আইডিয়া খোজো :-P


Thought that was only me.


Data science. :-P

    Comments:
  • তাহলে এখন কি করতে বলবেন? পেত্রাই তাহলে আদি মক্কা? আমাদের কি করতে হবে? আর আপনি এখন কোন দিকে ফিরে নামাজ পড়েন? পেত্রার দিকে নাকি মক্কার দিকে? Real Mango Dhaly
  • মুসলিম জাতি যদি ঐক্যবদ্ধভাবে এটা নিয়ে কিছু বের না করতে চায় তবে তখন কি করবেন?
    যখন এমন জায়গায় যাবেন যেখানে পেত্রা এক দিকে মক্কা অন্য দিকে তখন কি করবেন?
    যারা এমন জায়গায় আছে, তাদেরকে কি করতে বলবেন?
  • যারা মদিনা আর পেত্রার মাঝা মাঝি আছে, তারা? কোন দিকে ফিরে নামাজ পড়বে? মদিনা নাকি পেত্রা?
  • তবে যে কোনো দিকে ফিরে নামাজ পড়লেই হবে? এদেশ থেকে পশ্চিম হওয়াও শর্ত না?
  • আপনি যা বুঝেছেন, তাতে আপনি কোনটা অনুসরন করেন? কংক্লুশন কি? আমাদের পশ্চিমে ফিরে নামাজ পড়ার দরকার আছে। নাকি যে কোনো দিকে ফিরে নামাজ পড়লেই হবে?
  • আমি নামাজ পড়ার সময়ে পশ্চিমে ফিরে নামাজ পড়ি না। ঠিক মক্কার দিকে ফিরে নামাজ পড়ি। পশ্চিম মুখি হবার পর আরো ৭ ডিগ্রি ডান দিকে ঘুরে। পেত্রার দিকে ফিরে পড়তে হলে ২০ ডিগ্রি ঘুরতে হবে। আমাকে কি করতে বলবেন?
  • আমরা সার্কেল খাচ্ছি। কোনটা ঠিক? স্পষ্ট ভাবে বলুন:
    ১। পেত্রার দিকে ফিরে নামাজ পড়তে হবে।
    ২। মক্কার দিকে ফিরে নামাজ পড়তে হবে।
    ৩। যে কোনো দিকে ফিরে নামাজ পড়লেই চলে।
  • যুক্তি দিয়ে আমার কাছে প্রমান করার দরকার নেই। কারন আমি আপনাকে চ্যলেঞ্জ করছি না। শুধু উত্তরটা চাচ্ছি : উপরের ১, ২, ৩ এর মাঝে কোনটা আপনার উত্তর?
  • ইমাম মাহদি আসার আগে পর্যন্ত নামাজ পড়বো না? পড়লে ১,২,৩ এর মাঝে উত্তর কোনটা? আপনি যে আয়াতগুলো শেয়ার করেছেন সেগুলো সব আমি মেনে নিলে?
  • তাহলে কি বুঝাচ্ছেন? কোরআন বুঝার আগে নামাজ পড়তে হবে না? যদি আপনার কথা ঠিক মত বুঝে থাকি।
  • অকে। আপনার মত জানলাম। :-P

27-Oct-2017 2:58 pm

Published
27-Oct-2017